![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
সন্তোষ
সাইফুল ইসলাম সাঈফ
বিরান ভূমি, কোনো মানুষ নেই
এখানে বেড়ে ওঠছে এক পুরুষ
সে দেখে নাই কোনো নারী
পায়নি রমণীর ছোঁয়া, মায়া
পায়নি প্রেম, ভালোবাসা
হঠাৎ একদিন তার বয়ঃসন্ধি
ঘুমের ঘোরে এলো এক সুন্দরী
দেখতে ঠিক যেন এক পরী!
তাকে স্পর্শ, আদরে, চুম্বনে
হলো মিলিত তখনই বীর্যপাত!
একা পুরুষ ভারসাম্যহীন, এলোমেলো
একাকী আলো লাগে ঘুটঘুটে কালো।
অনিচ্ছাকৃতভাবে ঘটে অদ্ভূত প্রতিক্রিয়া
বাঁচতে হলে খুব প্রয়োজন প্রিয়া।
নিষিদ্ধ কাণ্ডে কতো আকর্ষণ
এক সময় তা ঘৃণিত বর্ষণ।
সঞ্চিত হয়নি সোনালি কাবিন
কামনাময় পুরুষ, বিষণ্ণ দিন!
সঙ্গহীন যায় কেটে দিন
কিন্তু তা না অমলিন।
আমার স্বপ্ন আছে, আছে দোষ
নারী প্রীতি জন্য, করো সন্তোষ।
উত্তরা, ঢাকা।
১৫.০৩.২০২৫
১৫ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৯
সাইফুলসাইফসাই বলেছেন: আমরা স্বপ্নে অনেক নারী বা অনেক কিছু দেখি যা বাস্তবে দেখি নাই
২| ১৫ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:২২
এইচ এন নার্গিস বলেছেন: ছন্দে ছন্দে গাহি আনন্দে মনের যতো কথা । সুন্দর ।
১৫ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪০
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩| ১৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৮
নজসু বলেছেন:
১৮+ কবিতা
৪| ১৬ ই মার্চ, ২০২৫ রাত ৩:১৫
জনারণ্যে একজন বলেছেন: @ সাইফুল, কি আর করা ভাই!
আপাতত হাতের উপর ভরসা করেই দিন (পড়ুন 'রাত' পার করে দেন।
১৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৩
সাইফুলসাইফসাই বলেছেন: হাহাহা
৫| ১৬ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: আপনার কবিতারর কোনো পরিবর্তন নেই।
কবিতায় সুন্দর শব্দ ব্যবহার করতে হয়।
১৬ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
সাইফুলসাইফসাই বলেছেন: নতুন কোনো চিন্তা আসছে না তাই একইরকম হয়ে যাচ্ছে...
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:১৪
সৈয়দ কুতুব বলেছেন: নারী দেখে নাই, রমনীর স্পর্শ পায় নাই তবে স্বপনে কি ভাবে সুন্দর নারী দেখেছে? আমরা স্বপ্নে বাস্তবতার সাথে মিলে এমন কিছুই দেখি। যা কোনোদিন বাস্তবে দেখি নাই তা স্বপনে দেখা সম্ভব নয়।
আপনার কবিতা রেগুলার পড়ি!