![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
৩৭ বছর
সাইফুল ইসলাম সাঈফ
৩৭ বছর কেটে গেলো
হে আল্লাহ সম্পদশালী করলে না!
অর্ধাঙ্গিনীও জুড়ে দিলে না
কোনো কিছুতে আর আনন্দ মেলে না!
কিছুিই ভালো লাগে না
আমার জন্য কেউ অপেক্ষা করলো না!
অপেক্ষা কেউ করলো কী বুঝলাম না
শুধু করে গেলাম কল্পনা!
প্রেম, ভালোবাসা ছাড়া বাঁচা কঠিন
বিরহে গেলো আমার সোনালি দিন।
আমিও ছুটেছি জীবিকার জন্য
এখনো ছুটছি হয়ে হন্য!
প্রায় প্রতিদিন করে যাচ্ছি প্রার্থনা
বেড়ে যাচ্ছে দিনদিন যাতনা!
কেন আমার হয় না কিছু ঠিকঠাক
তোমার বাণী পড়লে হই অবাক!
আল্লাহ তুমি তো নিরাশ করো না
অসংখ্য শ্রেষ্ঠ মানুষ জীবনের প্রেরণা!
বুঝেও করতে পারি না সমস্যা
সমাধান; প্রতিদিন লাগে অমাবস্যা!
করে দাও মন, চোখ শীতল
দাও ভালো কাজের উত্তম ফলাফলা।
ভুলগুলো করে দাও ক্ষমা
তার ইবাদত করি না, যে প্রতিমা।
উত্তরা, ঢাকা।
০৪.০২.২০২৫
০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:২৫
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
২| ০৫ ই মার্চ, ২০২৫ সকাল ৯:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এক ভাবনাময় ৩৭ বছর শুভ হোক জীবন চলার আত্মসংযম
০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:২৫
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩| ০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:২৬
সাইফুলসাইফসাই বলেছেন: অসংখ্য ধন্যবাদ বোন
৪| ০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিয়ের নিয়ত করে ফেলেন ভাই। আল্লাহ আপনাকে নেক্কার স্ত্রী দান করুন
০৫ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৬
সাইফুলসাইফসাই বলেছেন: হুম
৫| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২৫ ভোর ৬:৫৬
সামিয়া বলেছেন: আমাদের জীবনে কত টানাপোড়েন কত সমস্যা। কবিতা ভালো হয়েছে।