![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ঠিকঠাক
সাইফুল ইসলাম সাঈফ
ঠিকঠাক সময়ে কাজ করা উত্তম
তবুও হয় না, হই অধম!
খেয়াল করে দেখেছি যা চেয়েছি
অনেক কিছুতে তৃপ্তি, জীবনে পেয়েছি।
এক মুহূর্ত শেষ আরেক মুহূর্ত
স্বাধীন হলেই তৈরি নিয়ম-শর্ত।
একদিন শেষ হলে আরেক দিন
সৃষ্টি হয় তৃষ্ণা-ক্ষুধা নিত্যদিন।
সঙ্গী ছাড়া বাঁচা ভারসাম্য বিহীন
প্রেম চিত্তের খোরাক, প্রীতিকর অমলিন!
ভালোবাসা ছাড়া চলছে আমার দিন
চেয়ে আছি পাওয়ার জন্য সুদিন।
আমার ঘটানো কান্ড যথাযথ না
প্রায় মানুষ করে কুৎসিত কামনা!
ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি
কখনো বিশ্রী, কখনো করে সুখি!
সফল বহু কিছুতে প্রতিদিন হই
প্রত্যাশা পূরণের জন্য চেয়ে রই।
দৌড় প্রতিযোগিতায় কখনো জিতি নাই
অংশগ্রহণ করলে প্রায় হেরে যাই।
সমাজে তালমিলিয়ে চলতে খাচ্ছি হিমশিম
যদিও জগতে আছে সম্পদ অপরিসীম।
আমার সমবয়সীরা কত এগিয়ে আছে
সবকিছুতে আমার লাগে কেবল মিছে।
সুখ আমি খুব কম পেয়েছি
শৈশবে-কৈশোর কালে খুশি থেকেছি!
আবদার করার সুযোগ ছিল না
কেন আমি পেরে ওঠি না!
কেন কিছু ঠিকঠাক হয় না
কেন এত বিষাদ আর যাতনা!
মন্দ ঘটানো আমার কাঙ্ক্ষিত না
তবুও ঘটে যায়, ভীষণ যন্ত্রনা!
উত্তরা, ঢাকা।
১৮.০২.২০২৫
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১০
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বি ঠিকঠাক চললেই ভালো
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:৫৮
এইচ এন নার্গিস বলেছেন: প্রতিটা কবিতা চমৎকার ।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১১
রাজীব নুর বলেছেন: সব ঠিকঠাক চললেই ভালো।