নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
একদিন জ্বর
সাইফুল ইসলমা সাঈফ
বয়স ছিল আঠারো বছর
হঠাৎ এলো একদিন জ্বর!
নানান রকম স্বপ্ন ঘোরে
দিন যেতো কল্পনা করে
হাসপাতালে ভর্তি হলাম
সুস্থ হওয়ার পথ্য পেলাম।
একদিন এক ডাক্তার
নিয়ে গেলো ক্লাস রুমে
শিক্ষার্থীদের বুঝিয়ে দিল
হাত-পা ঠান্ডা ছিল।
চারপাশে ঘিরে অনেক সুন্দরীরা
যত সম্ভব কাশ্মীরি অপ্সরা।
শিখানোর ফাঁকে বলে ওঠলো
তবুও কেনো শীতল বলো?
সাদা এপ্রোন পরা ছাত্রীগুলো
প্র্যাক্টিস শেষে এগিয়ে দিলো।
আরোগ্য হয়ে ফিরে এলাম
স্মৃতির কথা তাই বললাম।
উত্তরা, ঢাকা।
২৪.১০.২০২৪
©somewhere in net ltd.