নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
খুব প্রীতি
সাইফুল ইসলাম সাঈফ
এক যুবক আর এক যুবতী
তাদের মনে জাগলো খুব প্রীতি।
বিয়ে বন্ধনে ঐক্য হলো তারা
প্রেম, ভালোবাসায় দুজনে খুব আত্মহারা।
যৌন আকাংখার জন্য মিলিত হলো
হঠাৎ রমণীর গর্ভে সন্তান এলো।
খুশির সংবাদ ছড়ালো ঘরে, আশেপাশে
একদিন ভূমিষ্ঠ হলো চাঁদের বেশে।
নতুন করে স্বপ্নে আসে মনে
সুখ-দুঃখে এগিয়ে যাওয়ার ক্ষণে
পুরুষ গেলো চলে, ফিরবে না-
আর! কঠিন পথ, ভীষণ যন্ত্রণা!
ভাবতে ভাবতে চলে গেলো সময়
নিরুপায়, হারিয়ে গেলো দিন সুখময়।
এক সঙ্গীর জন্য কেটেছে দিন
তারাই সফল, একজনই চিন্তায়, অমলিন।
প্রশংসা করি তাদের জ্বলজ্বলে তারা
জান্নাতে থাকবে খুব চমৎকার মাতোয়ারা।
প্রেম কর বৈধ তাতেই আনন্দ
যা চারদিকে সুবাসিত করে সুগন্ধ!
উত্তরা, ঢাকা।
২০.১০.২০২৪
২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৯
সাইফুলসাইফসাই বলেছেন: জ্বী
২| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৮
প্রামানিক বলেছেন: প্রেম কর বৈধ তাতেই আনন্দ
যা চারদিকে সুবাসিত করে সুগন্ধ!
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: বৈধ প্রেম বলতে বিয়ের পরেরটা বোঝাচ্ছেন নাকি?