নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কত কোলাহল
সাইফুল ইসলাম সাঈফ
চারদিকে কত কোলাহল, আমি নিরব
শান্ত করে দাও হৃদয় রব।
শক্তি হারিয়ে যাচ্ছে আমার চিত্তের
অদৃশ্য জালে আটকা এক বৃত্তের।
তুমি তো জানো আমি কেমন
যাচ্ছে কঠিন দিন অসহ্য যেমন।
অনায়াসে পাখিরা উড়ে আকাশে বেশ
বন্ধি! আমার মুছে না ক্লেশ!
যায় দিন সুখের আশা করে
খুশি হলেই মুহূর্তেই দুঃখ ধরে।
সহজ করে দাও জীবন যাপন
নতুন করে, করে দাও আপন।
যাকে নিয়ে বাঁচবো বাকী দিন
করে দাও আল্লাহ রঙিন সুদিন।
সবকিছু কী একলা হয় বলো
শিখছি অনেক কিছু যা আলো।
ঠেকে ঠেকে শিখতে অপছন্দ লাগে
কত আছে উন্নত গ্রন্থ অনুরাগে।
তা যেনো জানতে পারি পড়ে
বাড়িয়ে দাও জ্ঞান, হৃদয় মরে।
উত্তরা, ঢাকা।
১৬.১০.২০২৪
©somewhere in net ltd.