নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
কাল্পনিক
সাইফুল ইসলাম সাঈফ
আজ রাতে তুমি এসে ছিলে
পাশে বসে ছিলে
কথা বলে ছিলে
আমার হাসে হাত রেখে ছিলে
তোমায় ছুঁয়ে আমার সুখ অনুভূত
তোমায় পেয়ে হয়ে গেছি অভিভূত।
চাঁদের আলোয় আলোকিত সে সময়
মুগ্ধ হয়ে শুনছিলাম কথা মধুময়।
আমার হৃদে অপ্রাপ্তির যত ক্ষত
মুছে গেছে, তোমায় পেয়ে উজ্জীবিত।
তোমায় নিয়ে ঘুরে দেখেছি জগত
তোমায় নিয়ে ঘুরে দেখেছি পর্বত।
রাতের নিস্তব্ধ শহরে তুমি আমি
অনুরাগের মৃদুমন্দ বাতাস আর উর্মি।
এতো ভালো লাগার মুহূর্ত
যেখানে ভালোবাসাই হলো শর্ত।
উত্তরা, ঢাকা।
১৬.১০.২০২৪
২| ১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কল্পনা সত্যি হউক
সুন্দর
৩| ১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০০
মায়াস্পর্শ বলেছেন: ভালো হয়েছে ।