নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উপচে পড়ে
সাইফুল ইসলাম সাঈফ
টইটম্বুর ভালোবাসা আমার, উপচে পড়ে
দিনগুলো যায় বিরহে, যাই মরে।
আমি অবধি দেইনি কোনো প্রতিশ্রুতি
নিরবে করি চিৎকার, পাইনি গুণবতী।
বিশ্বাস তুমি করতে পারো রূপবতী
প্রেমিক হতে চাই তোমার সুমতি।
সঙ্গিনী বিহীন রজনী যায় কেটে
কী যে যন্ত্রণা, বুক চৌচির ফেটে।
আমার পছন্দের শীর্ষে ললনা বুদ্ধিমতি
বৈধ হবে যার সাথে রতি।
স্পর্শের জন্য উদগ্রীব, শূন্য হৃদয়
কবে হবে দেখা, হবে উদয়।
আস্থা রাখতে পারো, মন্দ নই
ত্রুটি হলে শুধরে দিও নিশ্চয়ই।
অতৃপ্ত আমার চিত্ত হাহাকার বুঝলে
অনুরাগে জন্য ওঠে খুব উথলে।
দাও না, উজাড় করে প্রীতি
এসো আমার কাছে মেনে রীতি।
তুমি ব্যতীত সব স্বপ্নগুলো ম্রিয়মান
সমাজে হারিয়ে যাচ্ছে আমার সম্মান।
ভাবতাম সময় হলে পাবো তোমায়
ভুল প্রমাণিত মিলে কেবল চাওয়ায়।
তাই চাই এসো সানন্দে পাশে
তখন সবাই ওঠবে হেসে আবেশে।
উত্তরা, ঢাকা।
১১.১০.২০২৪
২| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৫
ছোট কাগজ কথিকা বলেছেন: উপচে পড়ে" কবিতাটি প্রেমের আকুলতা এবং একাকীত্বের যন্ত্রণার এক সুন্দর চিত্র তুলে ধরে। কবিতার ভেতর থেকে ভালোবাসার জন্য অধীর অপেক্ষা, সঙ্গীহীন রাতের কষ্ট, এবং মনের গভীর আকাঙ্ক্ষা খুবই স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। কবিতায় প্রেমিকের অপ্রাপ্তি ও তীব্র অভাববোধ মূর্ত হয়েছে, যা পাঠকের মনে আবেগের স্রোত বইয়ে দেয়। কবির ভাষা সরল, অথচ হৃদয়স্পর্শী, যেখানে আশা আর বেদনার মিশ্রণ ছুঁয়ে যায়।
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৫
সোনাগাজী বলেছেন:
আপনার ১ম কবিতা কি এখনো বাচ্চা দিচ্ছে? সবগুলো ১ম'টার মতো!