নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
উদয় হচ্ছে
সাইফুল ইসলাম সাঈফ
উদয় হচ্ছে আবার নতুন স্বপ্ন
মলিন চেহারা কেমন যেনো ভিন্ন!
আশায় আছি তুমি আসবে হৃদয়ে
সাক্ষাৎ হবে আছি খুব ভয়ে।
যদি অপছন্দ হয়, না দুলে
চিত্ত; চারদিকে ফুটে আছে ফুলে।
কত আগে মরে গেছে হৃদয়
এখন খালি চায় বাঁচার অভয়।
মনমরা হয়ে থাকি সবসময় বৃথা
যা ঘটে সব যেনো ব্যথা।
প্রাপ্ত বয়স্ক তবুও নিজে আনাড়ি
এলো না অবধি পাশে রমণী।
হাসি কারণ হবে কি তুমি
আমার জরুরী উর্বর একখন্ড ভূমি।
উত্তরা, ঢাকা।
১১.১০.২০২৪
©somewhere in net ltd.