নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
স্থির প্রবাহ
সাইফুল ইসলাম সাঈফ
মনের মতো মিললেই অনুভূত সুখ
চাওয়ার মতো না হলেই দুঃখ!
খুশীতে মাঝে মাঝে আনমনে হাসি
আনন্দের মুহূর্ত হয়ে যায় বাসি।
সকল সময় আমার বেদনার না
নিজ মতে চলাও সম্ভব না।
হৃদয়ের আনন্দ চারদিকে রয়েছে ছড়িয়ে
কিছু মিলে, কিছু যায় হারিয়ে।
কখনো চিত্ত নিয়ন্ত্রণ থাকে না
সবকিছু কল্পনাও করা যায় না।
কতকিছু পরিকল্পনা করি যায় ভেস্তে
কীভাবে যায় কেটে একা রাতে?
চিন্তার বিষয়, সুখ প্রিয়ার কাছে
সঙ্গিনী না থাকলে অত্যান্ত মিছে।
দীর্ঘ সময় তো একলা গেলো
তুমি নিয়ে এসো সুখের আলো।
একা যদি সুখী হতো সবাই
ছুট তো না কেউ অযথাই।
মনে মনে সুখ নিতে গিয়ে
কুৎসিত সব কান্ড আমার হৃদয়ে।
যা প্রকাশ হলে বলবে খারাপ
যা হতো খুব মারাত্মক পাপ।
পরিপক্ক তুমি রহস্য, কীভাবে কাটে
সময় যায় বয়ে, ফুল ফুটে।
যাচাই বাচাই করতে করতে বিরহ
উপযুক্ত সময় হারায়ে স্থির প্রবাহ।
উত্তরা, ঢাকা।
০৯.১০.২০২৪
২| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ সুন্দর লেখেছেন কবি দা