নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
ভোরে উঠে
সাইফুল ইসলাম সাঈফ
পাখিরা ভোরে উঠে ছুটে চারদিকে
সব মানুষ ছুটে না একদিকে।
খোলা আকাশের নিচে কতকিছু হতো
তাইতো তৈরি হলো বাড়ি এতো।
অনাবৃত ভালো না, ভালো আবৃত
এখনো হয়, আগেও হতো কৃত।
আমি তো যুবক আমার চিত্তে
নজরে পড়ে, জীবন চলার বৃত্তে।
শূন্য থেকে হয় কেবল সৃষ্টি
আহার বিভিন্ন ফল, বহুরূপি কৃষ্টি।
আগুনে সবকিছু পুড়ে হয় ছাঁই
নিখুঁত বিচার কী জগতে পাই?
প্রতিদিন, প্রতিমুহূর্তে পৃথিবীতে ধর্ষিত হয়
মনে মনে, প্রকাশ্যে, গোপনে সবসময়।
বিভিন্ন মতাদর্শে হয় না সমাধান
শান্তি সবাই চায়, চেষ্টা আপ্রাণ।
স্রষ্টার বাণী চিরউন্নত চিরসত্য, অদ্বিতীয়
সমস্যা হবে ভিন্ন হলে প্রিয়।
মানুষের মাঝে আছে শ্রেষ্ঠ চরিত
সেটাই মেনে চলো যা উন্নত।
উত্তরা, ঢাকা।
০৬.১০.২০২৪
২| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১০
ছোট কাগজ কথিকা বলেছেন: এই কবিতায় জীবনের জটিলতা, সমাজের বৈষম্য, এবং ন্যায়বিচারের সন্ধানকে গভীরভাবে তুলে ধরা হয়েছে। কবি সমাজে বিদ্যমান অনাচার ও ধর্ষণের মতো মর্মান্তিক সত্যকে সাহসিকতার সাথে প্রকাশ করেছেন। একইসাথে স্রষ্টার বাণীর প্রতি আস্থা এবং উন্নত চরিত্রের অনুসরণে শান্তি খোঁজার বার্তা দিয়েছেন। গভীর অর্থবহ এই কবিতা পাঠককে চিন্তার গভীরে নিমজ্জিত করে।
৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বাহ বেশ ভাবনাময় কবি