নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
এক কাপ চা
সাইফুল ইসলাম সাঈফ
আজ চা খেয়েছি পাঁচ কাপ
জিহ্বা পুড়ে যায় হলে উত্তাপ।
বোনের হাতে তৈরি চা বেশ
গাভীর দুধের চায়ের থাকে রেশ।
আজকাল দোকান থেকে কিনে খাই
খেতে খেতে উদাস হয়ে যাই।
এক কাপ চা দশ টাকা
আমার জীবন যাচ্ছে নিরবে একা।
আগে চা খেতাম শুধুই ঘরে
অপছন্দ হতো টং দোকানের হলেরে।
চায়ে কথা পড়ে পড়ে আগ্রহ
পূর্ণিমা কত সুন্দর পৃথিবীর উপগ্রহ।
ঘুরে ঘুরে খেয়ে যাই চা
বেকার থেকে পাই উপদেশ চাচা।
গিয়েছি বন্ধুদের সাথে চা বাগানে
খুব চমৎকার লেগেছিলো পাহাড় সেখানে।
আড্ডা আমি দিয়েছি জীবনে কম
আমার আছে, ছিলো বেশি শরম।
মনে মনে ভেবে ছিলাম হবে
সবকিছু হলো না আর তবে।
প্রেমও হলো না, না বিয়ে
খালি পড়ে আছে, অপূর্ণতা হৃদয়ে।
উত্তরা, ঢাকা।
০২.১০.২০২৪
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: ঘরের চা পানে মজাই আলাদা কবি দা
ভাল থাকবেন--------