নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ ই ফাল্গুন ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

যুবক-যুবতী

০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

যুবক এবং যুবতীর;

কাম আর প্রেমের কারণে রতি

এরপর রমণী যদি হয় গর্ভবতী

নির্দিষ্ট সময পর ভূমিষ্ঠ সন্তান

স্নেহময় মা করে যতন-লালন।



ধীরে ধীরে বেড়ে ওঠে প্রতিকুলে

দুগ্ধপান করে প্রায় দুবছর কোলে।

একসময় পরিণত বয়স, যৌবন প্রাপ্ত

একইভাবে ধারাবাহিক প্রজন্ম প্রক্রিয়া অসুপ্ত!



গাণিতিকভাবে বাড়ছে মানুষ, দুই-চার

প্রত্যক্ষ্য উপলব্ধি এই পদ্ধতি সবার!

অতীতেও ছিল একইরকম থাকবেও ভবিষ্যতে

পরিবর্তন অসম্ভব রীতি ভিন্ন মতে।



যা দেখিনি প্রথম তরুণ-তরুণী

বিশ্বাস কখনো নাসম্ভব বিবর্তনের বাণী!

এখন আমার তারুণ্য বিচিত্র কল্পনা

এরানো যায় না যৌন ভাবনা!



বিবিধ আকর্ষণ বিপরীত লিঙ্গের জন্য

মাঝেসাজে মনে হয় কামুক বন্য!

বন্ধনে আবদ্ধ নর-নারী জুগল

নিশ্চিত পাচ্ছে এর বহুবিধ ফলাফল।













.............................................



কত সুন্দর এই ফুলগুলো নিরব অবাক,

বহুরঙ'র সৌন্দর্য করে আমাকে হতবাক!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.