নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ ই ফাল্গুন ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

কারো আলোকচিত্রে

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

কারো আলোকচিত্রে



কেউ নও তবুও করছি বর্ণনা

কিঞ্চিৎ হলেও জানলে, সঙ্গীর যাতনা।

গায়ের রঙ কৃত্রিম, প্রকৃত অজানা

নিঃসঙ্গে- অনেক রূপে, কাঙিক্ষত আল্পনা!



মনোহর লাগে কতক, কিছু ভাবনা

স্বপ্নে-বাস্তবে কখনো জাগে কামনা!

পছন্দসই চিন্তার কারণ, আড্ডার বক্তব্য

আমার লেখা যত প্রশংসাকর মন্তব্য।

নিম্নে দেওয়া হলোঃ-



""মেহেদি রাঙা নকশা হাতের তালু

দৃষ্টি আকর্ষণ অন্যের রুপায়ণ চালু!''



""ভাবনাময় রূপ শান্তিস্বভাব, স্মৃতি খোঁজা

ভালো লাগছে রেশমি কেশ- সাজা!''

কয়েক লুকানো থাকলো!



যদিও মিলে না হুবহু অভিপ্রায়

আবেগে হারায় লজ্জা-আব্রু প্রায়!



সৌন্দর্য নজরে পরে নিশ্চয়ই দেখলে

আসে দেখা দৃশ্য স্বপ্নে-ভাবলে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.