নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ ই ফাল্গুন ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

সৌন্দর্যের রং

১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

প্রত্যেকের পছন্দ সৌন্দর্য এবং এর রং

পৃথক সুভাস প্রতিটা ফুলের ও অহং।

সক্রিয় দু'চোখ মুহূর্তে বাহ্যিক সুন্দরতা নজরে

দৃশ্যগুলো চিন্তার খোরাক, ইচ্ছার জাগরণ মনোহরে।



প্রাধান্যে বর্ণ ফর্সা, সুবদনের শোভা নয়

সুখ মিলে স্বচ্ছ অন্তরে বিবর্ণেও আনন্দময়।

আকর্ষণ, মুগ্ধতায় কেউ নিজেকে বিলিয়ে তিমিরে

অভ্রের নীলে, নীরবে তাকিয়ে দিগন্ত দূরে!



খুব কম প্রকৃতির বৈচিত্র্য নিয়ে উপলদ্ধি

প্রতিক্ষণ মোহ-ঘোর যথেষ্ট নেই সূক্ষ্মবুদ্ধি।

সচরাচর সানন্দে গ্রহণ মন্দ, পেতে মৃদুমন্দ

অপূর্ব রূপায়ণ, জগত যেন রমরমা নন্দ্য!



নিন্দ্য রঞ্জিত, জাঁকালো নন্দিত অগোচরে-প্রকাশ্যে

বেদনা সুপ্ত, সদা বিনষ্ট, স্পষ্ট নাশে।

মাধুর্যে মোহিত, বেচাকেনা বাহারি পুষ্পের সজীব

লিপ্সা সুরম্য, চাতুর্যের কথ্য, হৃদ্য আজিব!



চারদিকে রঙিন সাজা, হারিয়ে লাবণ্য-স্বরূপ

স্বাচ্ছন্দ্য মনের মতো যাচায়ে কল্পিত রূপ!

অভিভূত দেখে সুদৃশ্যগুলো বিস্ময়-সুন্দর লাগে

রকমারি রঙে চমৎকার থাকে, প্রসংশা আগে।















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.