নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকল বিষয়ে শূন্য-তাই আমি অনন্য। জন্ম- ১৬ ই ফাল্গুন ১৯৮৭, জন্মস্থান- নোয়াখালী

সাইফুলসাইফসাই

আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।

সাইফুলসাইফসাই › বিস্তারিত পোস্টঃ

পটানো

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:০০

আমার স্বভাব নয় কাউকে পটানো

উদ্ভট কিছু আশ্বাস দেওয়া ঠকানো।

কখনো বলিনি সাধা কিংবা বলেনি

ভাবাচ্ছে আঁচ কৌতুহলী স্থিরদৃষ্টি হয়রানি।



যখন দেহভঙ্গি পটু জড়িত সতীর্থ

ব্যথাতুর আঁধার ঘোর হইনি যথার্থ!

নিঝুমে-নন্দে মনোগত নিঃস্ব অতঃপর

চেষ্ট করে অর্জন করা মন্থর!



মনে হয় না আছি বেশ

নিশ্চুপ-সিঃসঙ্গ ঊর্ধ্ধে বয়স তেইশ!

অভিপ্রায় সত্ত্বেও বাধা স্বচ্ছ কাঁচ

উন্নত মাত্র এই বোধের ছাঁচ!



সামঞ্জস্য নয় পছন্দের-চাওয়ার স্থর

ওতপাতায় অস্থির নর, আলাপ ভীতিকর!

জমানো ভাবপ্রবণ কথা একদম টইটম্বুর

আত্মভাব এড়িয়ে চলা ফাঁকা মোড়!



অকপটে এসো আনন্দ আসে না

জীবনটা গুটানো অসহ্য এত যন্তনা!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.