নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা ভাল তা ভাবতে চাই,যা ভাবি তা করতে চাই,সুন্দর পৃথিবী গড়তে চাই।
উড়োজাহাজ এমন একটি বাহন যা প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কারের একটি। তাই উড়োজাহাজ সম্পর্কে জানার আগ্রহ সবার। আজ আমরা উড়োজাহাজ নিয়ে কিছু মজার কথা শুনিঃ
২৯। Antonov AN-225 কার্গো জেট বিশ্বের বৃহত্তম বিমান। নোজ থেকে টেইলএবং ডানার একপ্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা দখল করে তা প্রায় একটি ফুটবল মাঠের সমান। এটা মূলত মহাকাশযান পরিবহনের জন্য নির্মিত হয়েছিল।
৩০। প্রায় ৪০লক্ষ যন্ত্রাংশের সমন্বয়ে তৈরী হয়েছে বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান Airbus A380।
৩১। একটি বানিজ্যিক জেট বিমানের গতি গড়ে(cruising speed) ঘন্টায় ৫৫০-৫৮০মাইল।
৩২। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৩০,০০০ ফ্লাইটে ২০লক্ষ যাত্রী পরিবহন করা হয়।
৩৩। বিশ্বব্যাপী এয়ারলাইন্স শিল্প থেকে আয় হয় ৬৪০ বিলিয়ন মার্কিন ডলার।
৩৪। গড়ে প্রতি পাঁচ জনের এক জন উড়াল ভীতি বা এভিওফোবিয়াতে ভোগে।
৩৫। গড়ে আমেরিকানদের মধ্যে বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার ঝুঁকি ১১ মিলিয়নের মধ্যে ১ আর গাড়ি দুর্ঘটনায় নিহত হওয়ার ঝুঁকি ৫০০০ মধ্যে ১।
৩৬। এক গবেষণায় দেখা গেছে, উড়োজাহজের দূর্ঘটনার ৮০% সংঘটিত হয় টেক-অফের পর প্রথম তিন মিনিট এবং ল্যান্ডিংয়ের ৮মিনিট আগে এই সময়ের মধ্যে।
৩৭।গবেষনায় দেখা গেছে, অন্য যে কোন পেশার চাইতে উড়োজাহাজের যাত্রীরা প্রথম দর্শনেই বিমান বালার প্রেমে পড়ে যায়।
৩৮। ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন আইন অনুযায়ী একটি বিমানে এমন ব্যব্স্থা থাকতে হবে যাতে করে দূর্ঘটনার সময় ৯০সেকেন্ড সময়ের মধ্যে সকল যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়। কারণ উড়োজাহাজের ভিতর আগুন মাত্র দেড় মিনিট সময়ের মধ্যে সমস্ত ঊড়োজাহাজকে গ্রাস করে ফেলে।
৩৯। উড়োজাহাজের কেবিন চাপ নিয়ন্ত্রিত অবস্থায় এবং অধিক উচ্চতায় উড্ডয়নকালীন সময়ে হঠাৎ উড়োজাহাজের দরজা খুলে গেলে বাইরের বাতাসের চাপের কারণে ভিতরের যাত্রী ও অন্যান্য জিনিসপত্র ভিতর থেকে বাইরে টেনে নিয়ে যাবে। সেই কারণে, চাপ নিয়ন্ত্রিত কেবিনে উড্ডয়ন কালীন সময়ে উড়োজাহাজের দরজা(প্লাগ টাইপ) খোলা কয়েকজন সবল লোকের পক্ষেও প্রায় অসম্ভব।
৪০। হাসপাতালে যে ভাবে বাতাস ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করা হয় ঠিক একই প্রযু্ক্তি ব্যবহার করে উড়োজাহাজের ভিতরের বাতাস বিশুদ্ধ করা হয়।
তথ্য সূত্রঃ ইন্টারনেট।
উড়োজাহাজের মজার কথা-পর্ব-১।
উড়োজাহাজের মজার কথা-পর্ব-২।উড়োজাহাজের মজার কথা-পর্ব-৩
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
দি রিফর্মার বলেছেন: আপনার সস্নেহ উৎসাহ আমার লেখার প্রেরণা হয়ে থাকবে। দোয়া কামনা করছি
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪১
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লেখার প্রতি নিরন্তর দোয়া থাকবে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: খুবই তথ্য বহুল লেখা । প্রিয়তে গেল ।
শুভেচ্ছা রইল ।