নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা ভাল তা ভাবতে চাই,যা ভাবি তা করতে চাই,সুন্দর পৃথিবী গড়তে চাই।
উড়োজাহাজ এমন একটি বাহন যা প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কারের একটি। তাই উড়োজাহাজ সম্পর্কে জানার আগ্রহ সবার। আজ আমরা উড়োজাহাজ নিয়ে কিছু মজার কথা শুনিঃ
১। ১৯০৩ সালে রাইট ভ্রাতৃদ্বয়ের তৈরী বিশ্বের প্রথম উড়োজাহাজ প্রথমবার মাত্র ১২০ফুট উড়তে সক্ষম হয়েছিল। আর আজকের বোয়িং-৭৮৭ একনাগারে ১০,০০০ মাইল দূরত্ব অতিক্রম করতে পারে।
২। ইংরেজি হল ফ্লাইটের জন্য আন্তর্জাতিক ভাষা। সকল ফ্লাইট কন্ট্রোলার এবং আন্তর্জাতিক বানিজ্যিক বিমানের পাইলটকে অবশ্যই ইংরেজি ভাষা ব্যবহার করতে হয়।
৩। বোয়িং ৭৪৭-৪০০ উড়োজাহাজের ককপিট উইন্ড শীল্ড বা একটি জানালার ফ্রেমের দাম একটি বিএমডব্লিউ-এর চাইতে বেশি।
৪।বেশির ভাগ ক্ষেত্রে বড় এয়ারলাইন্স পাইলট ও কো-পাইলটের জন্য একই খাবার বরাদ্দ করে না। কারণ পাইলট ও কো-পাইলট যাতে একই খাবারে ফুড পয়জনিংয়ের শিকার না হয়।
৫। বিশ্বের সবচেয়ে ছোট বিমানটি হল বি,ডি-৫ মাইক্রো(BD-5 Micro)। এটির ডানার দৈর্ঘ্য (উইং স্প্যান)১৪-২১ফুট এবং ওজন মাত্র ৩৫৮ পাউন্ড।
৬। বিমানের ডানা সম্পূর্ণটি একটি যন্ত্র। এর উপর চারটি বল উপর, নিচ, সামনে অথবা পশ্চাৎমুখী বল একসাথে কার্যকর। এই চারটি বলের নাম লিফ্ট(উর্ধ্বমুখী বল), থ্রাস্ট(সম্মুখ বল), ড্র্যাগ(বাতাসের ঘর্ষনের ফলে সৃষ্ট বাধা) ও ওয়েট(ওজন)।
উড়োজাহাজ নিয়ে মজার কথা-পর্ব-২।
০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৫০
দি রিফর্মার বলেছেন: লেখাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ। আমার উড়োজাহাজ বিষয়ক অন্য পোস্টগুলো পড়লে আশাকরি আপনাদের ভালো লাগবে। পরবর্তী পর্বগুলো পড়ার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।
২| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১০
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সুন্দর লেখা..পড়ে আনন্দিত হলাম!
০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭
দি রিফর্মার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। উড়োজাহাজের ব্ল্যাক বক্স নিয়ে লেখা আমার পোস্টটি পড়লে আশা করি ভালো লাগবে। অন্য পোস্টও আশাকরি ভালো লাগবে। লেখার পর যে কোনো মন্তব্য পরবর্তী পোস্ট লিখতে আগ্রহ যোগায়। ধন্যবাদ।
৩| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার লিখা ! অনেক ভাল লাগা জানিয়ে গেলাম।
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩১
দি রিফর্মার বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ। আগামী পোস্ট গুলো পড়বেন আশা করি।
৪| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫২
আরভিন বলেছেন: আনন্দিত হলাম।চমতকার পোস্ট
৫| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২২
দি রিফর্মার বলেছেন: Aviation related বিভিন্ন বিষয় নিয়ে লিখে যাব। আপনাদের অনুপ্রেরণা আমার পাথেয় হয়ে থাকবে। অনেক ধন্যবাদ।
৬| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ অনেক অজানা তথ্য জানা হল ।
শুভেচ্ছা রইল ।
৭| ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ তথ্যবহুল পোস্ট। +
©somewhere in net ltd.
১| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:০১
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার লেখাটি পড়ে ভালো লাগলো।