নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
গত কয়েকমাস যাবত চাকরিগত ঝামেলায় ব্লগে তেমন সময় দিতে পারিনি। দেশের পরিস্থিতির মতো আমার পরিস্থিতিও ছিল টালমাটাল। আগের চাকরি ছেড়ে নতুন চাকরি টিকিয়ে রাখতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলেছি। অফিসে গিয়েছি। এ সময়ে একটা কবিতাও লিখতে পারিনি। গল্প লিখতে পারিনি। বলতে গেলে দিন গুজরান করেছি।
তবে এর আগে একটা কাজ করেছি। উল্লেখযোগ্য কিছু আত্মজৈবনিক লেখা সংগ্রহ করেছি। যেগুলো বিভিন্ন সময় ব্লগে পোস্ট করেছি অথবা মোবাইলের নোটপ্যাডে রেখেছিলাম। মোটামুটি কয়েকটা পাণ্ডুলিপি হয়ে গেছে। ভালো প্রকাশক পেলে একটা বই করার ইচ্ছে আছে।
ভালো হতো কবিতাগুলোও একত্রিত করতে পারলে। কিন্তু এত এত কবিতার মধ্যে কোনগুলো বাদ দেব, আর কোনগুলো রাখব সেটা নিয়ে ঝামেলায় পড়তে হতো। গল্প সংগ্রহ করে পাণ্ডুলিপি সাজাতেই নাভিশ্বাস অবস্থা হয়ে গেছে। বেঁচে থাকলে কবিতাগুলো পরে একসময় একত্রিত করা যাবে।
যাহোক, হঠাৎ খেয়াল করলাম আমার ব্লগিংয়ের ১১ বছর ১ সপ্তাহ চলছে। এ সময়ে পোস্ট করেছি ৩২০টি, মন্তব্য করেছি ১১০৭৩টি, মন্তব্য পেয়েছি ৮৮৫২টি, অনুসরণ করছি ৭ জনকে আর আমাকে অনুসরণ করছেন ১১১ জন। অনেক পোস্ট অবশ্য সরিয়ে নিয়েছিলাম। নাহলে নিউজ এবং মন্তব্যের সংখ্যা আরও বেশি হতো।
ব্লগের সঙ্গে আমার পরিচয় ২০১২ সালের শেষ দিকে। তবে অ্যাকাউন্ট খোলা হয় ২০১৩ সালের অক্টোবরে। গণজাগরণ মঞ্চের উত্থানের সময় থেকে ব্লগের প্রতি অনুরাগ সৃষ্টি হয়। প্রথম পোস্ট করি ২০১৪ সালের মার্চ মাসে। এর পর থেকে ২০২৪ সাল শেষ হতে চলল।
এই দীর্ঘ সময়ে অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। অনলাইনে-অফলাইনে কথাবার্তা হয়েছে। নিজের জানার পরিধি বিস্তৃত হয়েছে। মাঝেমধ্যে অনেকের সঙ্গে কিছু ঝামেলা হলেও পরবর্তীতে সব ঠিকঠাক হয়ে গেছে। কয়েকবার হত্যার হুমকি ছাড়া আর বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি।
এই দীর্ঘ সময়ে যারা আমার সঙ্গে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা সমালোচনা করেছেন তাদের প্রতি শুভকামনা।
১০ পেরিয়ে ১১ বছরে- সময়টা কম নয় গত বছরের পোস্ট।
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।
২| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৪
ডার্ক ম্যান বলেছেন: ৩/৪ বছর ওয়েট করলে আপনার বই হত আমি ছাপাতে পারবো ।
আমি যেহেতু নীরব পাঠক ও ভীষণ ভীতু মানুষ । তাই আমার সাথে কারো ঝামেলা হয় নাই।
আপনার জন্য শুভ কামনা।
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: আমার এবারই একটা বই করার ইচ্ছে আছে। ভালো একটা প্রকাশক দরকার।
৩| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: আপনাকে অভিনন্দন এবং শুভকামনা জানাচ্ছি।
১২ বছর বা এক যুগ একটা মানুষের জীবনে অনেক দীর্ঘ সময়। এতটা সময় নিষ্ঠার সাথে ব্লগে যুক্ত ছিলেন, এটা কম কথা নয়। বই প্রকাশনা সফল হোক, অগ্রিম শুভেচ্ছা!
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকুন
৪| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৬
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়ু!
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপা।
৫| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুভেচ্ছা ও অভিনন্দন রইলো নতুন চাকরী এবং সামুতে ১১ বছরের জন্য।
১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৬| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৮
আজব লিংকন বলেছেন: আপনার মনবাসনা পূর্ণ হোক।
আগামীর জন্য শুভকামনা রইলো।
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন।
৭| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৯
ডার্ক ম্যান বলেছেন: করেন। জুলভার্ন ভাই কোন পোস্টে বলেছিলেন সাবেক একজন ব্লগার প্রকাশনী দিয়েছেন। ভালোই করছেন।
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: নীলসাধু ছাড়া ব্লগের আর কেউ প্রকাশনা শিল্পে আছেন কি না জানা নেই আমার।
৮| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:১৯
সোনাগাজী বলেছেন:
অভিনন্দন।
নিজের টাকায় যদি প্রকাশ করার প্রশ্ন আসে, তা'হলে প্রকাশ করবেন না।
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: এক লেখকের সাথে কথা হয়েছিল। ৫০০ কপি করলে প্রায় লাখখানেক টাকা লাগবে। ৩০০ কপি করলে ৭০ হাজারের মতো। এত টাকা পাব কোথায়? পাণ্ডুলিপি নিয়ে বাংলাবাজারে যোগাযোগ করতে হবে। ফ্রি করে দেওয়ার মতো প্রকাশনা মনে হয় না পাওয়া যাবে।
৯| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১:০৩
মিরোরডডল বলেছেন:
Congratulations!!!!
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময়।
১০| ১৪ ই অক্টোবর, ২০২৪ ভোর ৪:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই অরাজকতা আর দাঙ্গা ফ্যাসাদের মাঝে আপনি বেঁচে যে আছে সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: আসলেই। প্রায় পুড়ে মরার অবস্থা হয়েছিল।
১১| ১৪ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৫
শ্রাবণধারা বলেছেন: অভিনন্দন
কয়েকবার হত্যার হুমকি পেয়েছেন জেনে একই সাথে ভীত এবং দুঃখিত হলাম। আশা করি অত্যন্ত সাবধানে থাকবেন এবং ঝামেলা এড়াতে কৌশলী হবেন।
১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: এখন তো সিরিয়াস কিছু লিখি না। তুচ্ছ কারণেও লোকে ক্ষেপে যায়।
১২| ১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৭
রাসেল বলেছেন: হত্যার হুমকি, কেন ?
১৪ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: রাহু। অল্প কিছু লেখা আছে এখানে
।
১৩| ১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হত্যার চেয়েও বড় ধরণের হুমকি কী হতে পারে?
যা হোক, আপনি তো আমার ইয়ারমেট! অভিনন্দন
১৪ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: তখন বয়স কম ছিল। হুটহাট এটাসেটা লিখে ফেলতাম বা মন্তব্য করতাম। এতকিছু ভাবতাম না। এখন তো বুঝি রয়েসয়ে চলতে হবে। তাও ভয় কাজ করে।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭
কালো যাদুকর বলেছেন: আপনাকে অভিনন্দন। বই প্রকাশিত হলে জানাবেন।