নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

একটা কুকুর এবং আমি

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

কর্মস্থলে যাওয়ার পথে প্রতিদিন
মোটাতাজা একটা কুকুর চোখে পড়ে,
সে ঘুমিয়ে থাকে রাস্তাতেই চিন্তাহীন;
বেঘোরে ঘুমায় পথে সারাদিন ধরে।
তার কি লাগে না খিদে মানুষের মত?
একটুখানি আশ্রয়, নিরাপদ ঘর?
মাঝেমাঝে সে-ও কি হয় না আশাহত
পাষাণ যখন চড়াও তার ওপর?
আসা-যাওয়ার পথে বারবার থামি,
ফিরে ফিরে দেখি তার নিদ্রাচ্ছন্ন মুখ;
কী মায়ায় মোহাবিষ্ট হয়ে পড়ি আমি-
যখনই এসে পড়ে সূর্যের আলোক।
ক্ষুধার্তরা অপরেরে যদি খেতে দেখে
তারও কি আসে মনে স্বর্গীয় প্রশান্তি?
দুঃসময়ে আনন্দের জলছবি এঁকে
পথহারা পথিক কি ভুলে ভুল-ভ্রান্তি?
বহুদিন গত হলো, ঘুম নেই চোখে;
খিদে-পিপাসায় কঙ্কালসার শরীর,
কারো প্রতিক্ষায় জমেছে পাথর বুকে-
দীপ্তিময় ভাবনারা হয়েছে স্থবির।

২৪ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সে শান্তিতে আছে। ঐ এলকায় চাষীদের ছেলেপেলে কম মনে হচ্ছে!

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চৈত্র দিনের অলস সময় কি না! মানুষের মতো তাদেরও মাঝেমাঝে অালস্য জাগে বৈকি।

২| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার কাছ থেকে ভিন্নরকম কবিতা পেলাম! চমৎকার কাব্য!

১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্যস্ততার কারণে ব্লগে ইদানীং খুব বেশি আসা হয় না। অনেকের লেখা খুব মিস করি।

৩| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: খুবই ভালো লাগলো কবিতা । বিশেষ করে দুঃসময়ে আনন্দের জলছবি ...........।

নিজে কুকুরকে ভয় পেলেও তাদের দয়া-মায়া মানুষের থেকে বেশী এমন অনেক কথা শুনেছি ।

শুভকামনা ।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রভুভক্তিতে কুকুরের সমকক্ষ আর কোন প্রাণি নেই।

৪| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন: মানুষের ভিতরে দুই রকম কুকুর বাস করে, বিশ্বস্ত কুকুর আর মানবতাহীন কুকুর।
কবিতা ভালোলাগলো।

১৭ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো বলেছেন।

৫| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চৈত্রদিনের আছড় কুকুরের ওপরও পড়েছে মনে হয়।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সময় বড় বেয়াড়া!

৬| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৪

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




মানুষের ভেতরের সুখি , মোটাতাজা মন-কুকুরটি নিদ্রাচ্ছন্ন থাকে সারাক্ষন । কেবল তার মনের ভেতরের হাভাতে, কঙ্কালসার শয়তান কুকুরটা দাঁত মুখ খিচিয়ে খিস্তি দিয়ে যায় অনুক্ষন ।

ভালো লিখেছেন ।

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো। ভালো থাকুন।

৭| ১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৭

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লিখেছেন।+

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: Thanks a lot.

৮| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: প্রাণীদের প্রতি কবির দরদটা টের পাচ্ছি খুব!


কবিতায় ভালোলাগা! :)

২৩ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর!

৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: প্রতিদিন কর্মস্থলে যাওয়া আসার পথে বেঘোরে ঘুমোতে দেখা একটা কুকুরকে নিয়ে আপনার মনে যেসব ভাবনা খেলে যায়, কবিতায় তার চমৎকার অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। কবিতা সুন্দর হয়েছে।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ! শুভেচ্ছা আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.