নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
মুখিয়ে থাকে সর্বদা কেড়ে নিতে গ্রাস,
অদ্ভুত বুভুক্ষু এ মানব সম্প্রদায়;
বিশৃঙ্খলা সৃষ্টি করে ছড়ায় সন্ত্রাস-
শান্তি আর প্রগতির পথে অন্তরায়।
প্রকৃতিরে দুঃখ-কষ্টে রাখে বারোমাস,
নিপীড়িত প্রাণভয়ে সহ্য করে যায়;
একটুখানি সরব হলে সর্বনাশ-
চারপাশ পূর্ণ হয় রক্তের বন্যায়।
মাটিতে পড়ে না পা, সগর্বে পথ চলে;
পরমতসহিষ্ণুতার বড় অভাব,
পদাঘাতে ভূমিতল নিয়মিত দলে-
অপরেরে হেয় করা আজন্ম স্বভাব।
লতা-পাতা, ফুলে-ফলে পরিপুষ্ট দেহ;
সুনীল আকাশ, আলো-ছায়া কত দায়,
মাতৃস্তন্য পান করে মাকেই সন্দেহ;
জ্বালায়-পোড়ায় তাকে বেলা-অবেলায়।
এত যে হিংস্রতা, এত সব বাড়াবাড়ি,
বিদ্বেষ, নীচতা, কলুষতা, অহঙ্কার;
তবুও মাটি বলে না কিছু সরাসরি,
পাপী সন্তানেরে ঠাঁই দেয় বুকে তার।
২৫ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা!
২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৯
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: শুক্রিয়া!
৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান। ভালো থাকুন।
৪| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
এর আগেও আপনি সনেট লিখেছিলেন, মনে হয়; ভালো হয়েছে।
০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: সনেট লেখারই একটা প্রয়াস ছিল আসলে। বক্তব্য পরিষ্কার না হওয়ায় অতিরিক্ত কয়েকটা চরণ জুড়ে দেওয়া হয়েছে; যদিও মাত্রা সংখ্যা সমানই রাখা আছে।
৫| ১০ ই মার্চ, ২০১৮ রাত ২:৩৯
ওমেরা বলেছেন: ক্লাসে টিচার ছাত্রদের বলতেছে ১ বার না বুঝলে ১০০ বার বুঝাব, তোমরা না বুঝলে শুধু বলবা। বোর্ডে অংক করে প্রথম ছাত্রদের জিগেস করছে কি অংক বুঝেছ?
ছাত্র : না স্যার বুঝি নাই।
পাশের জনকে তুই বুঝেছিস ? জী স্যার বুঝেছি, তার পরের জন ,জীস্যার বুঝেছি,তার পরের জন,জী স্যার বুঝেছি।
তখন স্যার, সবাই বুঝল ও বুঝল না কেন অকে ধাক্কা দিয়ে ফেলে দে।।।
আপনার কবিতা পরেছি, আমাকেও এখন ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে।
১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: "একবার না বুঝিলে (পারিলে) দেখো শতবার"। আমি টিচার ভালো। না বুঝলে বুঝিয়ে দেই। বিরক্ত হই না! শুধু ক্লাসে দুষ্টুমি না করলেই হলো।
৬| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
৭| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭
নীলপরি বলেছেন: অপরেরে হেয় করা আজন্ম স্বভাব ---
চিরকালিন সত্যিটাই বলেছেন ।
কবিতার বক্তব্য অনবদ্য । ++++
১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪২
জাহিদ অনিক বলেছেন:
চমৎকার লিখেছেন-
খুবই ভালো লাগলো।
১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর।
৯| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
পাপিষ্ঠ সন্তানকে মাটি হয়তো ঠাঁই দেয় তার বুকে কিন্তু সে ঠাঁই যে কতো নির্মম আর কঠোর , পাপীরা যদি তা জানতো !!!!!!!
চমৎকার লিখেছেন ।
১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: পাপিষ্ঠ সন্তানদের কখনো বোধোদয় হয় না। অদৃষ্টের পরিহাস! মাটি থেকে যদি সহিষ্ণুতা, উদারতা শিখতো...
১০| ১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০১
খায়রুল আহসান বলেছেন: প্রায় একই রকমের ভাবনা নিয়ে আমিও লিখেছিলাম একটি কবিতা-সর্বংসহা তুমি, সর্বভূক তুমি, যেখানে আপনিও একটা মন্তব্য করেছিলেন (৩৩ নম্বর)। সেখানে আমি বলেছিলামঃ
যে মানুষ এখন তোমার বুকে
চলেছে সদর্পে পদাঘাত করে,
সেই একদিন স্তব্ধ, জড় হয়ে
হারিয়ে যাবে তোমার গহ্বরে।
আহমেদ জী এস এর সাথে একমত- পাপিষ্ঠ সন্তানকে মাটি হয়তো ঠাঁই দেয় তার বুকে কিন্তু সে ঠাঁই যে কতো নির্মম আর কঠোর , পাপীরা যদি তা জানতো !!!!!!!
কবিতা ভাল হয়েছে। + +
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: মাটির কাছে আমরা যে কতভাবে ঋণী, সেটা আমরা সহজে বুঝতে পারি না। অবশ্য আমাদের বোঝা না বোঝায় মাটির কিছু যায় আসে না; সে সন্তানকে সবসময়ই নিঃস্বার্থভাবে আশ্রয় দেয়।
এই লেখাটা লিখতে গিয়ে আপনার কবিতা যথেষ্ট অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি।
১১| ১৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: উদারতার প্রকৃত শিক্ষা আমরা মাটি থেকেই নিতে পারি।
১৮ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: Exactly.
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন: বুভুক্ষু, এইটাই যথার্থ শব্দ