নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

স্বর্ণোজ্জ্বল বর্তমান ইতিহাস হয়ে যায়

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৮


প্রত্যুষে আরম্ভ হয় আমাদের পথচলা,
অতঃপর অবিশ্রান্ত ছুটে চলা দিগ্বিদিক;
নানান আবেশে মজে নিত্য কত কথা বলা-
সময়ের প্রয়োজনে নানান গন্তব্য ঠিক।
পথটা সুগম নয়- কন্টকাকির্ণ, দুর্গম;
নিদারুণ ব্যর্থতায় মাঝেমাঝে হা-হুতাশ,
অসহ্য যন্ত্রণা শত নিপীড়নে হতোদ্যম-
অদূরে হারিয়ে যায় বেঁচে থাকার উচ্ছ্বাস!
প্রকৃতির নিয়মেই তবু বেঁচেবর্তে থাকা,
ফসলে ভরিয়ে তোলা অনাবাদী ভূমিতল;
সংসার সাধনে নামা, কল্পনায় ছবি আঁকা-
অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছার হাজারো কলাকৌশল।
থেমে যায় একদিন পাখিদের কোলাহল,
মোহময় পরিবেশ হয়ে উঠে রাশভারী;
ফুটে থাকা পুষ্পরাজি ঝরে পরে অনর্গল-
পরিপূর্ণ বাগিচায় মূহুর্তেই মহামারী।
সময়ের তালে নক্ষত্রেরও পতন হয়,
স্বর্ণোজ্জ্বল বর্তমান ইতিহাস হয়ে যায়;
নশ্বর এ পৃথিবীতে কোনকিছু স্থায়ী নয়-
তবুও কেন মানুষ মায়ার জালে জড়ায়?

৩ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর সদর।

ছবিঃ Google

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: প্রতুষে আরম্ভ হয় আমাদের পথ চলা
অথঃপর দবিশ্রান্র ছুটে চলা দিকবিদিক ।-নান্দনিক ভাবনা

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: "নানান আবেশ মজে নিত্য কত কথা বলা-
সময়ের প্রয়োজনে নানান গন্তব্য ঠিক।"

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


নশ্বর জীবন ইত্যাদি নিয়ে ভাবার সময় হলো ৯০ বছর বয়স হলে, তার আগে জীবনকে নিয়ে ব্যস্ত থাকার দরকার।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: :(

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান। ভালো থাকুন নিরন্তর।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩

নীল মনি বলেছেন: এটাই জীবন :) আর তার বাস্তবতা

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বিচিত্র এ মানবজীবন!

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় অনেক ভালা লাগা রেখে গেলাম +++


শুভ কামনা রইল প্রিয় কবি।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এক আকাশ ভালোবাসা জানবেন।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ অনিঃশেষ!

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০

শামছুল ইসলাম বলেছেন: কেন মায়ার জালে জড়ায়?

সুন্দর ভাবনার সুন্দর প্রকাশ ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সবসময়।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০

ওমেরা বলেছেন: মায়ার জালে না জড়ালে জীবন চলত না ।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তা-ও তো কথা!

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: :((

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২

এফ.কে আশিক বলেছেন: অনবদ্য প্রকাশ
কবিতায় মুগ্ধতা কবি।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা অবিরাম।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।

তবুও কেন মানুষ মায়ায় জড়ায়? এটাই হলো পৃথিবীর অদ্ভুত নিয়ম।

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ অশেষ।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪

চানাচুর বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম। আপনার স্বর্ণোজ্বল এই বর্তমান একদিন ইতিহাস হয়ে থাকুক এই প্রত্যাশা করি। ভাল থাকুন সবসময়।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
কয়েকদিন ধরে দেখছি না! কোথায় গেলেন?

১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মায়া নিয়েই জীবন।
দারুণ কবিতা।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: তা ঠিক। মাঝেমাঝে এ মায়া জীবন বিষিয়ে তোলে।

শেষ পোস্টটা মনে হয় দিয়েই ফেললাম। নতুন বছরের শুভেচ্ছা।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬

নীলপরি বলেছেন: কেন মানুষ মায়ায় জড়ায়?[/sb --

একই প্রশ্ন !
ব্রহ্ম সত্য । জগৎ মিথ্যা ।আমার তো জগতটাকেই নিদারুণ সত্য বলে মনে হয় ।

কবিতায় ++++++++
শুভকামনা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মন ভালো নেই, নীলপরি। ব্লগ থেকে বিদায় নিচ্ছি মনে হয়। ভালো আছেন তো? নতুন বছরের শুভেচ্ছা।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:





শুভ ভোর ২০১৮ !

জীবন সৌন্দর্য্যে সাজুক....

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ নববর্ষ। ভালো থাকুন।

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




দিনের পালাবদল ঘটে । স্বর্ণোজ্জ্বল বর্তমান যেমন ইতিহাস হয়ে যায় তেমনি অনাগত ভবিষ্যতের দিলগুলিও হয়তো স্বর্ণোজ্জ্বল হয়ে আসে । এই আশাতেই মানুষ বুক বাঁধে , মায়ায় জড়ায় !

লেখা সুন্দর হয়েছে ।

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভবিষ্যতের অনিশ্চয়তার কথা মানুষ পূর্বানুমান করতে পারলে হয়তো বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতো। অনাগত দিনে প্রাচুর্যের জন্য আশায় আশায় বুক বাঁধে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.