নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
প্রত্যুষে আরম্ভ হয় আমাদের পথচলা,
অতঃপর অবিশ্রান্ত ছুটে চলা দিগ্বিদিক;
নানান আবেশে মজে নিত্য কত কথা বলা-
সময়ের প্রয়োজনে নানান গন্তব্য ঠিক।
পথটা সুগম নয়- কন্টকাকির্ণ, দুর্গম;
নিদারুণ ব্যর্থতায় মাঝেমাঝে হা-হুতাশ,
অসহ্য যন্ত্রণা শত নিপীড়নে হতোদ্যম-
অদূরে হারিয়ে যায় বেঁচে থাকার উচ্ছ্বাস!
প্রকৃতির নিয়মেই তবু বেঁচেবর্তে থাকা,
ফসলে ভরিয়ে তোলা অনাবাদী ভূমিতল;
সংসার সাধনে নামা, কল্পনায় ছবি আঁকা-
অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছার হাজারো কলাকৌশল।
থেমে যায় একদিন পাখিদের কোলাহল,
মোহময় পরিবেশ হয়ে উঠে রাশভারী;
ফুটে থাকা পুষ্পরাজি ঝরে পরে অনর্গল-
পরিপূর্ণ বাগিচায় মূহুর্তেই মহামারী।
সময়ের তালে নক্ষত্রেরও পতন হয়,
স্বর্ণোজ্জ্বল বর্তমান ইতিহাস হয়ে যায়;
নশ্বর এ পৃথিবীতে কোনকিছু স্থায়ী নয়-
তবুও কেন মানুষ মায়ার জালে জড়ায়?
৩ পৌষ ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর সদর।
ছবিঃ Google
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: "নানান আবেশ মজে নিত্য কত কথা বলা-
সময়ের প্রয়োজনে নানান গন্তব্য ঠিক।"
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
নশ্বর জীবন ইত্যাদি নিয়ে ভাবার সময় হলো ৯০ বছর বয়স হলে, তার আগে জীবনকে নিয়ে ব্যস্ত থাকার দরকার।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন:
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান। ভালো থাকুন নিরন্তর।
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২৩
নীল মনি বলেছেন: এটাই জীবন আর তার বাস্তবতা
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: বিচিত্র এ মানবজীবন!
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় অনেক ভালা লাগা রেখে গেলাম +++
শুভ কামনা রইল প্রিয় কবি।
১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: এক আকাশ ভালোবাসা জানবেন।
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ অনিঃশেষ!
৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০
শামছুল ইসলাম বলেছেন: কেন মায়ার জালে জড়ায়?
সুন্দর ভাবনার সুন্দর প্রকাশ ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো। ভালো থাকুন সবসময়।
৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০
ওমেরা বলেছেন: মায়ার জালে না জড়ালে জীবন চলত না ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: তা-ও তো কথা!
৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে!
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন:
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২
এফ.কে আশিক বলেছেন: অনবদ্য প্রকাশ
কবিতায় মুগ্ধতা কবি।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা অবিরাম।
১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা।
তবুও কেন মানুষ মায়ায় জড়ায়? এটাই হলো পৃথিবীর অদ্ভুত নিয়ম।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ অশেষ।
১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৪
চানাচুর বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলাম। আপনার স্বর্ণোজ্বল এই বর্তমান একদিন ইতিহাস হয়ে থাকুক এই প্রত্যাশা করি। ভাল থাকুন সবসময়।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
কয়েকদিন ধরে দেখছি না! কোথায় গেলেন?
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৭
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: মায়া নিয়েই জীবন।
দারুণ কবিতা।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: তা ঠিক। মাঝেমাঝে এ মায়া জীবন বিষিয়ে তোলে।
শেষ পোস্টটা মনে হয় দিয়েই ফেললাম। নতুন বছরের শুভেচ্ছা।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৬
নীলপরি বলেছেন: কেন মানুষ মায়ায় জড়ায়?[/sb --
একই প্রশ্ন !
ব্রহ্ম সত্য । জগৎ মিথ্যা ।আমার তো জগতটাকেই নিদারুণ সত্য বলে মনে হয় ।
কবিতায় ++++++++
শুভকামনা ।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: মন ভালো নেই, নীলপরি। ব্লগ থেকে বিদায় নিচ্ছি মনে হয়। ভালো আছেন তো? নতুন বছরের শুভেচ্ছা।
১৬| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৮
কথাকথিকেথিকথন বলেছেন:
শুভ ভোর ২০১৮ !
জীবন সৌন্দর্য্যে সাজুক....
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ নববর্ষ। ভালো থাকুন।
১৭| ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
দিনের পালাবদল ঘটে । স্বর্ণোজ্জ্বল বর্তমান যেমন ইতিহাস হয়ে যায় তেমনি অনাগত ভবিষ্যতের দিলগুলিও হয়তো স্বর্ণোজ্জ্বল হয়ে আসে । এই আশাতেই মানুষ বুক বাঁধে , মায়ায় জড়ায় !
লেখা সুন্দর হয়েছে ।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: ভবিষ্যতের অনিশ্চয়তার কথা মানুষ পূর্বানুমান করতে পারলে হয়তো বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলতো। অনাগত দিনে প্রাচুর্যের জন্য আশায় আশায় বুক বাঁধে।
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২১
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: প্রতুষে আরম্ভ হয় আমাদের পথ চলা
অথঃপর দবিশ্রান্র ছুটে চলা দিকবিদিক ।-নান্দনিক ভাবনা