নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
পথের ধারে রেখে এলাম
স্মৃতির পাহাড়,
মন চাইলে তাকিয়ে দেখো
সে-ই হাহাকার!
স্তুপের মতো জমিয়ে রাখা
শত দুঃখকথা,
জানান দেবে আমার যতো
স্মৃতিকাতরতা!
কী কথা যে বলতে গিয়েও
হয় নি প্রকাশ,
বাঁধ ভাঙা জোয়ার হয়েই
ফাটাবে আকাশ!
সারা জাহান তন্ময় হয়ে
শুনবে ভাষণ,
অদ্ভূত এক বিমুগ্ধতার
হবে আয়োজন!
পাষাণপুরীর জাগরনে
মাতাল পৃথিবী,
দূরাকাশের মেঘমালায়
তার প্রতিচ্ছবি!
সাক্ষী রইলো সবুজ পাতা,
বনের বিহঙ্গ;
অষ্টপ্রহর আমায় যারা
দিয়েছিলো সঙ্গ!
আরো সাক্ষী নদীর কিনার,
নৌকো বাঁধা ঘাট;
সর্ষেখেত, দিগন্তবিস্তৃত
ফসলের মাঠ-
যেখান দিয়ে গিয়েছি হেঁটে
দূর অজানায়,
দূর্বাঘাসের নিবিড় ছোঁয়া
লেগে আছে পায়।
ক্লান্ত হওয়ায় পা ছড়িয়ে
বসো যদি ঘাসে,
গন্ধরাজের মিষ্টি সুবাস
ছড়াবে বাতাসে।
উদাস হয়ে যখন তুমি
পেতে রবে কান,
হঠাৎ করে শুনতে পাবে
বিহঙ্গের গান;
যে গান শুনে আকাশ-নদী
উন্মাতাল হয়,
প্রকৃতিও যেন থেমে যায়-
চলনে বিস্ময়!
আমার বিয়োগ ব্যথা যদি
ভার করে মন,
আকাশ পানে তাকিয়ে থেকো
অল্প কিছুক্ষণ!
ছোট্ট এই জীবনে আমার
চাওয়াটা কম,
আমায় ভেবে নদীর জলে
ভাসিও কদম।
অদৃশ্য পানে ছড়িয়ে দিও
তোমার নিঃশ্বাস,
আমার কাছে আসবে তারা
সুদৃঢ় বিশ্বাস!
আমি ঠিক বুঝব তখন
তোমার মিনতি,
অতৃপ্ত এ মনটা আমার
পাবে পরিণতি!
ভুলে যাবে তোমার দেওয়া
বিরহ-যাতনা,
অগুনতি মানুষের ছোঁড়া
গাল-প্রবঞ্চনা;
যেসব শুনে বিষিয়ে উঠে-
ছিলো এ হৃদয়,
বেঁচে থাকার মনোবাসনা
তিরোহিত হয়!
২৪ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।
ছবিঃ Google
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: হ্যাঁ, তাই তো অজানা পথে পা বাড়িয়েছি।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। আমি কেন এভাবে লিখতে পারি না।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন:
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওরে বাবা! এত বড় কবিতা! জল খামু !!
তয় কবিতা ভালা হইছে !
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: মনোভাব সম্পূর্ণ ব্যক্ত হয় নি, আরও বড় হতে পারতো; এসব ভাবতে ভাবতেই চৌষট্টি চরণ দাঁড়িয়ে গেছে।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংলা ব্লগের দু:খের কবি?
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনে দুঃখ ছাড়া কোনকিছুই চিরন্তন নয়।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭
প্রামানিক বলেছেন: সাক্ষী রইলো সবুজ পাতা,
বনের বিহঙ্গ;
অষ্টপ্রহর আমায় যারা
দিয়েছিলো সঙ্গ!
ময়মনসিংহ গীতিকার মতই হয়েছে। ধন্যবাদ
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: অলৌকিকতা মনে হচ্ছে!
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৭
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অনিঃশেষ!
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
নূর-ই-হাফসা বলেছেন: বাহ সুন্দর লিখেছেন ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর!
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১
সামিয়া বলেছেন: কবি দু:খ বেদনা ভুলে সামনে এগিয়ে যান সেই কামনা করি।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: চেষ্টা করছি; নতুন পরিবেশে এসে নতুন করে ভাবছি।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯
আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,
বেশ সুন্দর ছন্দবদ্ধ কবিতা ।
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর!
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৭
ওমেরা বলেছেন: কবিতা ভালই লাগছে ।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা!
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১
জাহিদ অনিক বলেছেন:
বেশ বেশ !
কথায় টান আছে, ছন্দ আছে আরও আছে দুঃখ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ।
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
শামছুল ইসলাম বলেছেন: চাওয়া-পাওয়ার বিষয়গুলো কবিতায় ওঠে এসেছে সুন্দর বর্ণনায় । তাঁকে পাওয়ার আনন্দে সব ভুলে যাওয়া যায় ।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । +++++
১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, নীলপরি! আশা করি ভালো আছেন?
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: স্মৃতি নিয়েই সামনে এগুতে হয়। এটাই জীবন।