নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
সর্বস্ব উজাড় করে যারে বাসি ভালো,
শয়নে-স্বপনে যে অন্তরে বাস করে;
আমায় ত্যাগ করে সে কোথায় হারালো?
নিয়েছে আশ্রয় কার মনের কোটরে?
পৃথিবী চষে বেড়াই পাবো বলে খোঁজ,
পাই না কোথাও তার টিকিরও ছায়া;
গায়ের রক্ত তরল পন্ডশ্রমে রোজ-
চরাচরে কেউ নেই দেখাবে যে মায়া!
সে কার বুকের ভাঁজে নিয়ে নিলো ঠাঁই?
মায়াজাল বুনে কার সাজালো বসত?
ভুল করে যদি তার দ্বারে চলে যাই
দীনহীনে দেখাবে কি মায়া-মহব্বত?
আস্থা রাখি পৃথিবীর যতো অসম্ভবে-
খুঁজে ফিরি আপনায় তার অবয়বে।
২০ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৪
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর। ভালো থাকুন।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৭
জাহিদ অনিক বলেছেন:
এ খোঁজ যেন শেষ হবার নয়, কত আশেকে খুঁজে ফিরে মরে গেল !
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০০
কুঁড়ের_বাদশা বলেছেন: দারুণ লিখেছেন,ওস্তাদ!!! দেখবেন শেষে শূন্য!
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: পায়ের নিচে শূন্য বালুচর।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০১
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সে কার বুকের ভাঁজে নিয়ে নিলো ঠাই?
এটা শুধুই প্রশ্ন নয়, আবেগের ষোল আনায় পরিপূর্ণ আক্ষেপ।
ভাল লেগেছে।শুভ কামনা কবি।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সংসারে আবেগের মূল্য কম।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৪
ওমেরা বলেছেন: মাথা গুঁজে থাকলে তো দুইহাত দুরে থাকলেও খুজে পাবেন না ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: তারা দেখেও দেখে না,
তারা শোনেও শোনে না;
পাশাপাশি থাকে তবু
মায়া লাগে না।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫১
চাঁদগাজী বলেছেন:
বসন্তের কোকিলের গাণ শুনেছিলেন, হয়তো
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: তাই হবে হয়তো। হঠাৎ গান থামিয়ে পগারপার।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৫
নতুন নকিব বলেছেন:
দাদা,
কবিতা দারুন। আপনি ভাল আছেন তো?
শিরোনামে এবং কবিতার শেষ লাইনে 'খোঁজে ফিরি' কথাটা আছে। এটা যদি 'খুঁজে ফিরি' করে দিতেন তাহলে আরও শ্রুতিমধুর লাগতো মনে হয়।
ধন্যবাদ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকার সুযোগ কোথায়? তবে চেষ্টা করছি প্রতিনিয়ত ভালো থাকার। অশেষ ধন্যবাদ আপনাকে।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫
রাজীব নুর বলেছেন: তীব্র আবেগ না থাকলে এমন কবিতা লেখা সম্ভব না।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভকামনা প্রতিনিয়ত।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩২
ধ্রুবক আলো বলেছেন: খুব ভাল লাগলো +।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা জানবেন।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
সাইন বোর্ড বলেছেন: সহজ বর্ণনায় সাধুজী নিজেকে খুঁজলেন, ভাল ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা।
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩
খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। কবিতা ভাল লেগেছে (+ +), তবে "কসরত" কথাটা ভাল লাগেনি। "মহব্বত"' বা অন্য কোন শব্দ চয়ন করা যায় কিনা, ভেবে দেখতে পারেন।
শেষের ছ'টি চরণ মন ছুঁয়ে গেল!!
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: কসরত বলতে ভিন্ন কিছু (হঠাৎ কোন খেলা; এই যেমন তার মানসিক পরিবর্তন জাতীয় কিছু অথবা ফিরে আসার সম্ভাবনা) বুঝিয়েছিলাম; এখন মনে হচ্ছে শব্দটা যথাযথ হয় নি। বদলে দিলাম। গভীর মনোযোগ দিয়ে পড়া এবং সুপরামর্শের জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা রইলো।
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮
নীলপরি বলেছেন: এই আবেগের মর্ম বোঝার মানুষ কম , তাই খোঁজার কষ্টটাও বেশী ।
তবে পাঠক একটা সুন্দর কবিতা খুঁজে পেলো ।
+++++++
শুভকামনা ।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: কী আর করার!
১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪
মাহবুবুল আজাদ বলেছেন: মুগ্ধতা একফালি।
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২৫
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল