নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
যারা আমায় আঘাত দিলো সীমারের মত,
হৃদয়ে তৈয়ার হলো পাহাড় সমান ক্ষত-
হাজার মলম মাখলেও কমে না কিঞ্চিৎ,
সবার মাঝে পরিগণিত আমি অবাঞ্ছিত;
বেঁচে থাকাই দুঃসহ আজ মর্ম যন্ত্রণায়-
কুকড়ে কুকড়ে মরি আমি অসীম তেষ্টায়;
মরলেই বাঁচা যেতো এমনই মনে হয়-
একাকী এ বসুধায় কেউ বুঝি কারো নয়;
প্রকৃতি সয় না জানি অনাচার-অবিচার,
তার কাছেই রইলো অধমের আবদার;
দোষী যদি হই আমি হোক কঠিন বিচার-
জ্বালিয়ে পুড়িয়ে করে দিক সকল অঙ্গার!
যদি বা নির্দোষ হই তারা যেন শাস্তি পায়,
অহর্নিশ ভোগে যেন তীব্র অনুশোচনায়।
চোখের জলের আর থাকে কি অংশীদার?
শোকগাথা রচে যাই দলে দলে বারবার!
১৩ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৬
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৪
ধ্রুবক আলো বলেছেন: বেশ শোকগাথা কবিতা।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরন্ত।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, সময় খারাপ যাচ্ছে; এরপর ভালো সময় আসবে
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অপেক্ষায় আছি।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+++
ভালো সময় আসুক!!!
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: সুদিনের অপেক্ষাতেই আছি।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫০
কুঁড়ের_বাদশা বলেছেন: আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুণ....
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: চেষ্টা করছি।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
জেন রসি বলেছেন: ভেবেছিলাম শেষে এসে ঘুরে দাঁড়ানোর একটা ইঙ্গিত পাওয়া যাবে।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: সে আশায় গুড়েবালি।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৭
মাহবুবুল আজাদ বলেছেন: এত সুন্দর ছন্দ আসে কেমনে ।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন:
৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১
খায়রুল আহসান বলেছেন: অশ্রু যার যার চোখের নিজস্ব হাহাকার!
হতে পারেনা কেউ এর অংশীদার!
চাঁদগাজী এর ৪ নং মন্তব্যটা ভাল লেগেছে। এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমার এই কবিতায় আপনার মন্তব্যের উত্তরে একটা নতুন মন্তব্য রেখে এলামঃ ঘুমে তুমি
কবিতা ভাল লিখেছেন। কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: দুবছর আগে কবিতাটা প্রথম পড়েছিলাম, আজকে আবারও পড়লাম। শূন্যতায় হাহাকারময় কবিতাটা দাগ কেটেছে হৃদয়ে।
১০| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৪
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!!!
+
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর!
১১| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭
জাহিদ অনিক বলেছেন:
বাহ !
২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন।
১২| ২৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
মানিজার বলেছেন: কিছু লুকের সময় খারাপ যায় , সবসময়ই যায় । সে জানে না কেম্নে ভালু গড়ন যায় ।
৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: একদম!
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৯
শামছুল ইসলাম বলেছেন: ছন্দে ছন্দে চমৎকার কবিতায় মনোবেদনার কথা - স্পর্শ করেছে আমাকেও ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীত হলাম। শুভেচ্ছা সতত।
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: আঘাত আছে বলেই ভালোবাসা আনন্দের।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: আঘাতের সীমারেখা থাকে, সেটা অতিক্রম করলে হয়ে যায় অবমাননা। অবমাননা দুঃসহ!
১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৯
নীলপরি বলেছেন: এককথায় মর্মস্পর্শী কবিতা ।
আর আঘাত যারা দেয় তাদের থেকে যে আঘাত সয় সে অনেক বেশী ক্ষমতাবান ।
শুভকামনা ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, নীলপরি। সুস্থ হয়ে ব্লগে ফিরে আসুন।
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: দারুন লাগল
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: যে আমায় ব্যথা দিয়েছে,
তারে দোষী না আমার কপালে আছে।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৯
প্রামানিক বলেছেন: ছন্দ সুরে কবিতা অনেক ভালো লাগল। ধন্যবাদ