নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

নওমী

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০


“স্যার, একটু কাছে আসেন; একটা জোক্স বলি।” ক্লাস ভর্তি ছেলেমেয়েদের সামনেই মেয়েটা বলল।
“না, এখন কোন জোক্স না; পড়ায় মনোযোগ দাও।” অনিমেষ ধমক দিল মেয়েটাকে।

আরও অনেকের সাথে মেয়েটাকে কোচিংয়ে পড়ায় অনিমেষ; নাম নওমী। পড়ালেখায় মোটামুটি ভালো, কিন্তু মুশকিল হলো, মেয়েটা কথা বলে বেশি। আর কখন কী বলবে হুঁশ থাকে না! মাঝেমধ্যেই সে সীমানা ছাড়িয়ে যায়। অনিমেষ কদাচিৎ শাসন করে অবশ্য। ওই পর্যন্তই। অনতিকাল পরে আবার প্যাঁচাল শুরু করে দেয়।

“তোমার ঘড়িটা তো খুব সুন্দর।” নওমীর হাতে নতুন একটা ঘড়ি দেখে মন্তব্য করল অনিমেষ। “নেবেন, স্যার? আমার আরও কয়েকটা আছে।” এ বলে ঘড়ি খুলে ফেলল সে।
“আরে না, আমার ঘড়ি আছে।”
“পরেন না তো!”
“ভালো লাগে না, ব্যাগে রেখে দিয়েছি।”

“স্যার, এখানে পড়তে ভাল্লাগে না; আপনার কাছে নিরিবিলিতে পড়তে চাই। আমাকে প্রাইভেট পড়াবেন?” একদিন বলে বসল মেয়েটা।
“কয়জন আছ তোমরা?” অনিমেষ জানতে চাইল।
“আমাকে একাই পড়াবেন। আপুর সাথে কথা বলবেন? একদিন পরিচয় করিয়ে দেব।”

ওর আপু পুলিশ। হঠাৎ করেই একদিন উনার সাথে অনিমেষকে পরিচয় করিয়ে দিল নওমী। অনিমেষ বললো, “এ মাস থেকেই পড়া শুরু করো, নওমী!”
নওমী বললো, “সামনের মাস থেকে পড়া শুরু করব, স্যার!”

“আই লাভ ইউ, স্যার!” নিঃসঙ্কোচে বলল নওমী। থতমত খেলো অনিমেষ, চারপাশে তাকিয়ে দেখল আশপাশে কেউ আছে কি না। না, কেউ নেই।
“কী বলো এসব? যত সব অশালীন কথাবার্তা!” রাগ দেখাল অনিমেষ।
“অশালীন কথাবার্তা কোথায়, স্যার? আমার আপনাকে ভালো লাগে, সে কথাই তো জানালাম।”
“এসব বললে তোমার আপুকে কিন্তু বলে দেব।”
মুখটা মলিন হয়ে গেল নওমীর।
“স্যার কি আপুকে পছন্দ করেন?” কণ্ঠে যথাসম্ভব গাম্ভীর্য এনে জানতে চাইল নওমী।

অনিমেষ ওর আপুর প্রশংসা করেছিল একদিন। মাঝেমধ্যে খোঁজ-খবরও নিত। এ থেকেই কি ও ধরে নিল অনিমেষ ওর আপুকে পছন্দ করে?
“ভালো তো লাগারই কথা, তাই না?” হেসে বলল অনিমেষ।
নওমী অন্যদিকে তাকিয়ে রইল। ওর বুকটা কি পুড়ে যাচ্ছিল?

ওর আপুর ছয় বছরের বাচ্চাটা হঠাৎ কোত্থেকে দৌড়ে এলো; অনিমেষের কোলে বসে জিগ্যেস করল, “তুমি কখন এসেছ?”
“এই তো কিছুক্ষণ হলো, বাবা!” হাসিমুখে বলল অনিমেষ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৭

জাহিদ অনিক বলেছেন:



দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই
চলোনা সিনেমা দেখিতে আজই যাই,
সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলাভাই !

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: :)

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!!!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, লিটনদা! ভালো থাকবেন।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




যাক বাঁচা গেলো ! আরও একটা পরিমলের কাহিনী থেকে উদ্ধার করলেন । টুইষ্টিং ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: B-)

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে পড়াতে গিয়ে সম্পর্ক গড়ে উঠে, এটার অবসান হওয়ার দরকার।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বোধকরি এটা স্বাভাবিক পর্যায়।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা, টুইশানি!!

সাধু সাধু!

+++

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: :D ভালোবাসা জানবেন, ভৃগুদা!

৬| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৪

ওমেরা বলেছেন: খুব সুন্দর তো।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: :) শুভেচ্ছা আপনাকে।

৭| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৩

রাসেল উদ্দীন বলেছেন: কেমন শালার শালী! দুলাভাইকে চিনত না!
গল্প ভালো লেগেছে!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: মনের কথা কি মন নিজেই জানে ? :)

গল্প খুব ভালো লাগলো ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: মন জানে না মনের ঠিকানা!

৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

প্রামানিক বলেছেন: চমৎকার

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: :P পাঠ ও প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা নিরন্তর।

১০| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: খারাপ লাগে নি।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: =p~ তা-ও ভালো। শুভেচ্ছা অবিরাম।

১১| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০১

সচেতনহ্যাপী বলেছেন: চমকের কারনেই কি গল্পটা এগুলো।।

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: কিছুটা।

কেমন চলছে দিনকাল?

১২| ২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: ভালো লিখছেন!

২৮ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরন্ত।

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪০

সচেতনহ্যাপী বলেছেন: একই রকম বৈচিত্রহীন।। আপনি কেমন আছেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার দিনও বৈচিত্রহীন।

১৪| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৮

জুন বলেছেন: সাধু
মাছের মধ্যে ইলিশ
জামাই এর মধ্যে পুলিশ

ভালোই করেছে আপনার নায়ক ।
+

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ছোটগল্পটা ট্যুইস্টে শেষ হবে বুঝিনি............

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: :) শুভেচ্ছা নিরন্তর।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ১০:৩১

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ :)

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা।

১৭| ০৩ রা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালো লিখেছেন

প্রাইভেট টিউটরদের অবস্থা দৃশ্যমান হয়েছে।

++

০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ঘোর কলিকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.