নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
এক গ্রামে আব্বাস ও মনসুর নামে দুই জন গরুচোর ছিল। তাহারা ছিল অন্তরঙ্গ বন্ধু। গরু চুরি তাহাদের শুধু পেশাই ছিল না, নেশাও ছিল বটে।
তখন ছিল পৌষ মাস। শীত একেবারে জাঁকিয়া বসিয়াছে। সন্ধ্যা হইতেই কুয়াশা পড়িতে আরম্ভ করে। ভারি ভারি শীতবস্ত্র পরিধান করিলেও শীত কাটিতে চাহে না। একরাত্রে শীতবস্ত্র পরিধানপূর্বক গরু চুরি করিতে বাহির হইল আব্বাস ও মনসুর। আব্বাসের হস্তে ছোট্ট একখানি টর্চ আর মনসুরের হস্তে শক্ত একটি লাঠি। কিছুদূর আসিয়া মনসুর জানিতে চাহিলো, “আইজ কোন বাড়িত যামু আমরা?”
আব্বাস কিছুক্ষণ চিন্তা করিল, অতঃপর ধীরে ধীরে বলিল, “আইজ যামু আমজাদের বাড়ি। হের সুন্দর একটা ষাঁড় আছে।”
তখন মধ্যরাত্রি! কুয়াশায় ঢাকা ছিল চারিদিক। কুয়াশাগুলি তুষারের মতন ঝরিয়া পড়িতেছিল। মনসুর বলিল, “আমার খুব শীত লাগতাছে।” “গায়ে তো কাপড় আছে, তারপরও এত শীত তোর, চুরি করতে আইলি কেন?” রাগান্বিত হইয়া নিজের গায়ের চাদরখানি মনসুরকে দিয়া দিল আব্বাস।
সম্মুখেই আমজাদের বাড়ি। তিনি বেশ প্রতাপশালী লোক, তাহার প্রচুর জায়গা-জমি, টাকা-পয়সা আছে। ছেলেমেয়েরা শহরে থাকিয়া পড়ালেখা করে। অন্য কোনোদিন এই বাড়ির আশপাশে কোনো আগন্তুক আসিলে কয়েকটি কুকুর ঘেউ ঘেউ করিয়া ওঠে। কিন্তু আজ একটি কুকুরও দেখা যাইতেছে না কেন? কোথায় গেল সব কুকুরের পাল? একদিক দিয়া ভালোই হইল, নিশ্চিন্তে কার্যসম্পাদন করা যাইবে।
একটি কুকুর বারান্দায় পরম আরামে ঘুমাইতেছিল। তাহার সহিত তিন-চারিটি বাচ্চা। দুয়েকদিন হইয়াছে হয়তো বাচ্চা প্রসব করিয়াছে। বাচ্চাদিগকে লইয়াই মা কুকুর অতিব্যস্ত, কে আসিল, আর কে গেল- সেইদিকে তাহার ভ্রূক্ষেপ নাই।
গোহালঘরের দিকে অগ্রসর হইল আব্বাস ও মনসুর। দুই জনেই প্রচণ্ডভাবে বিস্মিত, তবে খুশিই হইল। গোহালঘরে কোনো তালা লাগানো ছিল না। গৃহকর্তা বোধহয় তালা লাগাইতে ভুলিয়া গিয়াছিলেন। ভালোই হইল, তালা ভাঙ্গার ঝামেলায় আর যাইতে হইল না।
প্রহরীর মতো লাঠি হস্তে বাহিরে দাঁড়াইয়া রহিল মনসুর। দুয়ার খুলিয়া ধীরে ধীরে গোহাল ঘরে প্রবেশ করিল আব্বাস। টর্চ মারিয়া মোটাসোটা সাদা ষাঁড়টিকে দেখিতে পাইল সে । খুঁটিতে বাঁধা ষাঁড়টি খড় চিবাইতেছিল। আব্বাস মনে মনে ভাবিল, “এইডা বেইচা ভালা দাম পাওয়া যাইব।” চুপি চুপি ষাঁড়টি লইয়া দরোজাটি চাপাইয়া পথে নামিয়া আসিল আব্বাস ও মনসুর।
প্রত্যূষ হইয়া আসিল। গৃহকর্তা গরু বাহির করিতে গেলেন। তিনি চমকিত হইয়া উঠিলেন, যখন দেখিলেন গোয়ালঘরের দুয়ার খোলা। তাহার মনে পড়িল, গত রাত্রিরে গোয়াল ঘরে তালা দেওয়া হয় নাই। হঠাৎ তাহার নজর পড়িল বাড়ির বারান্দায়, যেইখানে পোষ্য কুকুরটি সদ্য প্রসবিত বাচ্চাদিগকে লইয়া আরামে ঘুমাইয়া আছে। উদাস মনে তিনি গোহাল ঘরে ঢুকিলেন। ষাঁড়টি যেইখানে বাঁধা ছিল, সেইখানে ছিল না। তিনি নীরবে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিলেন। খুব কান্না পাইল। কারণ, পালিত পশুর জন্য মানুষের খুব মায়া থাকে। পালিত পশু নিজ সন্তানসম।
গৃহকর্ত্রী দৌড়াইয়া বাইরে আসিলেন। তাহার সন্তানেরাও আসিল। মাতা যখন উচ্চস্বরে বিলাপ করিতেছিল, তাহারা সান্ত্বনা দিবে। গৃহকর্তা চুপচাপ বসিয়া শোক করিতেছেন। পাড়াপড়শিরাও আসিল সান্ত্বনা দেওয়ার জন্য। বড়ো পুত্রটি গরুর খোঁজ-খবর আনার জন্য চারিদিকে লোক পাঠাইল।
গ্রাম থেকে অনেক দূরের এক হাটে গরুটি বিক্রি করা হইল। হাটের লোকজনের সাথে আগে থেকেই জানাশোনা ছিল, এইখানে আগেও তাহারা চুরিকৃত গরু বিক্রি করিয়াছে। আশি হাজার টাকা পাওয়া গেল। ভাগাভাগি করিয়া যে যাহার বাড়ি চলিয়া গেল।
আব্বাস যখন তাহার বাড়িতে পৌঁছিল, তখন প্রায় সন্ধ্যা। তাহার স্ত্রী মরিয়ম রাত্রির খাবার রাঁধিতেছিলেন। আব্বাস ধপাস করিয়া বারান্দায় মাটিতে বসিয়া পড়িল। মরিয়ম নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন, “কী হইছে আপনের?” আব্বাস চুপচাপ বসিয়া রহিল। মরিয়ম পুনশ্চ জিজ্ঞাসা করিলেন, “ধরা-টরা খাইছেন নাকি?”
আব্বাস বিরক্ত হইয়া বলিল, “আরে ওইসব কিচ্ছু না!”
মরিয়ম জিজ্ঞাসা করিল, “সারা দিন কই আছিলেন?”
আব্বাস স্বাভাবিকভাবেই বলিল, “রাইতের মাল খালাস কইরা বেচতে গিয়াই দেরি অইল।
মরিয়ম জিজ্ঞাসা করিলেন, “কত বেচলাইন?
আব্বাস বলিল, “আশি হাজার। এই লও চল্লিশ হাজার টেহা, ঠিকমতন তুইল্যা রাইখ্য। দিনকাল ভালা না।” কোঁচ হইতে টাকার বান্ডিলটি খুলিয়া স্ত্রীর হস্তে তুলিয়া দিল আব্বাস।
রাত্রিরে খাওয়াদাওয়ার পর বিছানায় শুইয়া আরাম করিতেছিল আব্বাস। আজ আর বাহিরে যাইবে না সে। মনসুর আসিয়াছিল, তাহাকে না করিয়া দিয়াছে। শরীরটি বড্ড যন্ত্রণায় ফেলিয়াছে। মরিয়ম পোশাক-পরিচ্ছদ গোছাইতেছিলেন। হঠাৎ বলিয়া উঠিলেন, “আইচ্ছা, আপনে এই গরু চুরির কামডা ছাইড়া দিবার পারেন না?”
পান চিবাইতে চিবাইতে আব্বাস জিজ্ঞাসা করিল, “হঠাৎ এই প্রশ্ন!”
মরিয়ম বলিলেন, “ঘরে একটা যুবতী মাইয়া আছে, ওরে বিয়া দিতে অইব না? চোরের মাইয়ারে কোন বাপের পুতে বিয়া করব? আর ছেলেডারও তো একটা ভবিষ্যৎ আছে, না? লোকজন যদি আমাগো সম্পর্কে জাইনা যায়, তাইলে কি আমগোরে আস্ত রাখব?’’ তাহার কণ্ঠ নামিয়া গেল।
আব্বাসের কণ্ঠস্বর এইবার ভারি হইল, সে বলিল, “তুমি তো সবই জানো। আমাগো অবস্থা কী খারাপ আছিল! দিন আনতাম দিন খাইতাম। নুন আনতে পান্তা ফুরাইত। অনেক সময় ঘরে খাওন থাকত না! মাইনষের বাড়ি থাইকা কর্জ করতে অইত, কত খুঁটা-ধাক্কা! কেউ আবার কুত্তার মত ধুর ধুর কইরা তাড়াইয়া দিত। মানুষ হিসাবে সামান্য মূল্যও পাইতাম না।” আবেগাপ্লুত হইয়া পড়িল আব্বাস। এইবার একটু দম নিল, অতঃপর বলিতে লাগিল, “এখন দেখো আমাগো কত গুণগ্রাহী, কত বন্ধু-বান্ধব। এখন যদি ধার চাই, সানন্দে দেয়; অথচ দুঃসময়ে কেউ পাশে আছিল না!” আব্বাস অশ্রুসিক্ত হইয়া পড়িল।
মরিয়ম তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন; অতঃপর বলিলেন, “এখন মানুষ জানে না আপনে কী করেন। যখন জানব, আপনারে বাঁচবার দিব না। আপনে মরলে আমি পোলা-মাইয়া লইয়া কই যামু? আপনের পায়ে ধরি দয়া কইরা চুরিডা ছাইড়া দেইন। আমগোর এত টেহা-পয়সার দরকার নাই। দরকার পড়লে না খাইয়া থাকমু, তারপরও ইজ্জতের লগে বাঁচবার চাই।” মরিয়ম কাঁদিতে কাঁদিতে বাহিরে চলিয়া গেলেন।
পুকুরপাড়ে বসিয়া সকালের রুদ্র পোহাইতেছিল আব্বাস। সে উপলব্ধি করিয়াছে, চুরি করা অতি জঘন্য কাজ। সে মনস্থির করিয়াছে, জীবনে আর কখনোই চুরি করিবে না। তাহার স্ত্রী পুষ্করিণীর ঘাটে বসিয়া তালা-বাসন মাজিতেছিলেন। মনের কথা কি এখনই স্ত্রীকে জানাইয়া দিবে? না থাক, রাত্রিরে জানাইলেই হইবে।
হঠাৎ মনসুরকে দেখা গেল। সে সাজগোজ করিয়া কোথায় যেন যাইতেছিল। আব্বাস তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, “কই যাস রে, মনসুর?”
মনসুর বলিল, “একটু শ্বশুর বাড়ি যাইতাছি, দোস্ত! যাইবা নাকি আমার লগে? পাড়ায় নাকি নাটক অইব।”
আব্বাস উদাসভাবে বলিল, “না রে, মনডা ভালা না। তোর বউ গেল না?”
মনসুর হাসিয়া বলিল, “হের বাপ আইছিল। বাপের লগে দুই দিন আগেই চইলা গেছে। আইচ্ছা, যাইগা। দোয়া রাইখো।”
থালা-বাসন মাজা শেষ করিয়া উঠিয়া দাঁড়াইলেন মরিয়ম। যাওয়ার সময় স্বামী আব্বাসকে তাড়া দিয়া গেলেন যেন সেলুন হইতে চুল-দাড়ি পরিষ্কার করিয়া আসে।
“এই পায়খানা পরিষ্কার করাবেন, পায়খানা পরিষ্কার করাবেন।” জনৈক মেথরের চিল্লাচিল্লি শোনা গেল। আব্বাস সবে চুল-দাড়ি কামাইতে সেলুনের দিকে যাইতেছিল। পথে মেথরের সহিত দেখা। আব্বাস তাহাকে জিজ্ঞাসা করিলেন, “নাম কী তোমার?”
মেথর বলিল, “বিমল”।
আব্বাস আবার জিজ্ঞাসা করিল, “বিয়ে-শাদী করেছ?”
বিমল বলিল, “হ।”
আব্বাস জিজ্ঞাসা করিল, “পোলাপান আছে?”
বিমল বলিল, “হ, দুই মাইয়া আর এক পোলা।”
আব্বাস জিজ্ঞাসা করিল, “এই কাজ করতে কেমুন লাগে?”
বিমল বলিল, “ভালাই লাগে। আমি এহন যাই।”
আব্বাস বুঝিল, চুরি অপেক্ষা মেথরগিরি করা ঢের ভালো।
চায়ের দোকান হইতে চা খাইয়া সেলুনে ঢুকিল আব্বাস। একজনের দাড়ি কামানো প্রায় শেষ। তাহার পরেই আব্বাসের সিরিয়াল। আপাতত টেলিভিশন দেখিতেছিল সে।
আব্বাসের চুল কাটা শেষ হইল। এখন দাড়ি কামানোর পালা। সবেমাত্র চিবুকের একপাশের দাড়ি কামানো হইয়াছে, হঠাৎ বাহিরে প্রচণ্ড শোরগোল শুরু হইল। কী হইয়াছে দেখিতে নরসুন্দর বাহিরে গেল, আর ফিরিল না। অবস্থা বেগতিক দেখিয়া পালাইয়াছে সে।
একজন দৌড়াইয়া আসিয়া বলিল, “আব্বাস ভাই, জলদি পালান।” ছেলেটি মনসুরের চাচাত ভাই। আব্বাস পালাইলো না। নির্বিকারভাবে দাঁড়াইয়া রহিল।
তিন-চারিজন লোক আসিয়া আব্বাসকে ঘাড় ধরিয়া সেলুন হইতে বাহির করিয়া আনিল। কিল-ঘুসি মারিতে মারিতে টানিয়া হেঁচড়াইয়া বাজারের মধ্যিখানে নিয়া গেল। তাহাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করিতে লাগিল। “তোরে আমরা ভালা মানুষ জানতাম, কিন্তু তুই একটা চোর।” বলিয়াই তাহার ওপর সকলে ঝাঁপাইয়া পড়িল, মধ্যযুগীয় কায়দায় প্রহার আরম্ভ করিল। সে কী নির্যাতন! লোকজন তাহার শরীরের হাড়গোড় ভাঙ্গিয়া ফেলিল, হাত-পা ছিঁড়িয়া ফেলিল। শত শত মানুষের সম্মুখে তাহাকে বিবস্ত্র করা হইল। হাতুড়ি দিয়া মাথা থেতলাইয়া দেওয়া হইল, ফিরিঙ্গি দিয়া রক্ত বাহির হইতেছিল। দুই বাঁশের চিপায় যৌনাঙ্গ রাখিয়া চাপা দেওয়া হইলো যতক্ষণ না পর্যন্ত প্রাণ যায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পরও লাঠি দ্বারা আঘাত করা হইতে থাকিল। মৃত্যুর পূর্বে একফোঁটা জল চাহিয়াছিল অভাগা। মৃত্যুপথযাত্রীকে একফোঁটা জল দিতে কাহারও প্রাণে সামান্য করুণারও উদ্রেক হয় নাই।
গল্পের লেখক উক্ত ঘটনাটির প্রত্যক্ষদর্শী ছিলেন। ঘটনাটি ঘটিয়াছিল মুসলমানদের অতি পবিত্র রমজান মাসে। হত্যাকাণ্ডটি সংগঠিত হওয়ার পর পুলিশ আসিয়া লাশটি থানায় লইয়া যায়। পুলিশই আবার মুর্দার বাড়িতে পৌঁছাইয়া দেয়। লাশটি দাফন করার মতো কোনো লোক পাওয়া যায় নাই। মাতা-কন্যা-পুত্র মিলিয়া লাশটি মাটি চাপা দিয়াছিল।
১৭ ডিসেম্বর ২০০৮ খ্রিস্টাব্দ
ভালুকা, ময়মনসিংহ।
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: হুম।
ওহহো! লেখাটার শিরোনাম কি "গরুচোর ও খুনিসকল" দেওয়া যায়?
২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭
বিষাদ সময় বলেছেন: চুরি করা অত্যন্ত গর্হীত কাজ। একজন চোরকে সামান্য উত্তম মধ্যম দেয়ারও প্রয়োজন আছে, তবে যারা কোন মানুষকে এভাবে অত্যাচার করে তারা ঐ চোরের চেয়েও নিকৃষ্ট।
অত্যন্ত মর্মস্পর্শী ঘটনা। অবশ্য এ দেশে এরকম ঘটনা হরহামেশা ঘটছে।
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই বলেছেন।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
"প্রত্যূষ হইয়া আসিবে । গৃহকর্তা গরু বাহির করিতে যাইবেন । তিনি চমকিত হইয়া উঠিবেন, যখন দেখিবেন গোয়ালঘরের দুয়ার খোলা । তাহার মনে পড়িবে, গত রাত্রিরে গোয়াল ঘরে তালা দেওয়া হয় নাই । হঠাৎ তাহার নজর পড়িবে বাড়ির বারান্দায়, যেইখানে পোষ্য কুকুরটি সদ্য প্রসবিত বাচ্চাদিগকে লইয়া আরামে ঘুমাইয়া আছে । উদাস মনে তিনি গোহাল ঘরে ঢুকিবেন । ষাঁড়টি যেইখানে বাঁধা ছিলো, না থাকলেও সেইখানে নীরবে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিবেন ।"
-একটা প্যরাগ্রাপে "ভবিষ্যত কাল" কেন ব্যবহার করা হয়েছে?
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ভবিতব্য তো এমনটাই ছিলো; বিশেষ কোন কারণ নেই।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮
সুমন কর বলেছেন: সত্য ঘটনা বুঝি? গল্প হিসেবে ভালো হয়েছে। তবে শেষে চোরকে মেরে ফেলাটা সমর্থন করিনা।
+।
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: হুম। সত্য ঘটনা। আরও একটা ঘটনা উল্লেখ করছি Click This Link
৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মর্মষ্পর্শী!!
রমজানের মাহাত্ব বোঝার লোক কই! এখানে ধর্মরে জন্য মানুষ- মানুষের জন্য ধর্ম নহে!
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১২
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলো। কী অমানবিক!
৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫
ওমেরা বলেছেন: আব্বাসের পাপের শাস্তি সে পেয়েছে । আব্বাসের খুনীদের কি হল ?
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে একটা অপমৃত্যু মামলা হয়েছিলো।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সেই ছোটবেলা থেকেই মসজিদের জুতা চোর, পকেটমার দের গনপিটুনি সহ্য করতে পারি না। কেন যে মানুষ এত নিষ্ঠুর হয়...
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অথচ রাষ্ট্রীয়ভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট হলে এদের ভ্রুক্ষেপ নেই!
৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০০
শায়মা বলেছেন: যায়!
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে।
৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:০২
বিলিয়ার রহমান বলেছেন: ভালা লিখছেন ব্রো!
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।
১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: উত্তম পুরুষে আরও একটা নির্মম ঘটনার বয়ান
http://www.somewhereinblog.net/blog/rupakbidhoutsadhu/30084901।
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ২০০৫ সালের দিককার ঘটনা Click This Link
১১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫
মনিরা সুলতানা বলেছেন: অমানবিক !
ভালোলিখেছেন ।
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন।
১২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬
প্রামানিক বলেছেন: এটা কি আপনার গ্রামের ঘটনা?
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: হুঁ!
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬
কথাকথিকেথিকথন বলেছেন:
ইদানিং তো এমন ঘটনা প্রকট । খুবই দুঃখজনক ।
১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: সামান্য জুতা চুরির অপরাধেও মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আর গরু চুরি কোন ছাড়!
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ২:১৬
সচেতনহ্যাপী বলেছেন: '৭০দশকের কিছু কথা মনে পরে গেলো!! সেই হাইজ্যাকার আর আব্বাসের মৃত্যুও একই নিয়তি!!
১৪ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: এমন সব ঘটনা প্রায়শই আমাদের আশপাশে ঘটছে।
১৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মর্মস্পর্শী!
১৪ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: তা বটে।
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: পড়লাম। অনেকদিন পর এই রকম গল্প পড়লাম।
১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরন্ত।
১৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২
নীলপরি বলেছেন: মর্মস্পর্শী ও করুণ । পাপকে ঘৃণা করো , পাপীকে নয় । মানুষ , এতোটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে যে এসত্য ভুলে গেছে । করুণা
শুধু আব্বাসের জন্য নয় , তার খুনিদের জন্য । কারণ তারা বড়ো চোরদের বিরূদ্ধ কোনোদিন প্রতিবাদ না করতে পারার জন্য হতাশাগ্রস্থ ছিল । দুর্বল আব্বাসকে মেরে সেই হতাশা থেকে মুক্তি পেতে চেয়েছিল । বিচার করতে চায়নি ।
আপনার উপস্থাপণা ভালো হয়েছে ।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: চোরেরাও যে মানুষ, ভুলে যায় অনেকেই।
১৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৪
নীলপরি বলেছেন: লিঙ্কের লেখাটাও পড়েছি ।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা।
১৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
জাহিদ অনিক বলেছেন:
ঘটনাটি লেখক দেখেছিলেন এবং সেই সূত্র ধরেই গল্পটি লেখা। গল্প ভাল হয়েছে। লেখকের লেখনী সার্থক, একজন চোরের জন্য পাঠক সিমপ্যাথি পাওয়া গেছে।
লিখেছেন, চোর চার বৌ এর কথা শুনে এবং বিবেকের তাড়নায় মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর চুরি করবে না। সে একজন মেথরের সাথে আলোচনা করেন এবং মনেমনে ভাবেন যে, চুরি হইতে মেথরগিরি উত্তম।
এইটুকু লেখকের খেল। যা না হলে পাঠক সিমপ্যাথি পাওয়া যেত না। তবে চুরি হইতে নিশ্চয়ই হত্যা জঘন্য।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা!
২০| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
জেন রসি বলেছেন: নির্লিপ্ত ভাবে গল্পটা বলে গেলেন। গল্পে সাধু ভাষার ভুলে যাওয়া স্বাদটাও মনে করিয়ে দিলেন।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রইলো।
২১| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
শখের লেখায় ২৩৪৩ বলেছেন: খুন করা এখন হাতের ময়লা পরিস্কার করার মত সোজা ।
১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ দিনদিন অমানুষে পরিণত হচ্ছে!
২২| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৭
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: কোন পশু মনের সুখে খুন করে না, শুধুমাত্র মানুষই ব্যাতিক্রম............তারপরও আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে কত বড়াই.......
০৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: মনুষত্ব্য হারিয়ে মানুষ আজ অমানুষে পরিণত হচ্ছে।
২৩| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বেচারা চুরি ছেড়ে দেয়ার কথা ভাবছিল আর তখনই নির্মম ভাবে মারা গেল।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
রূপক বিধৌত সাধু বলেছেন: হৃদয়বিদারক! মানুষের বিচার-বিবেচনা উঠে গেছে।
২৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ধুর মিয়া, ১ মাস ৩ দিন হয়ে গেল আর আপনি আমার মন্তব্য দেখেনই নাই!
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: দুঃখিত, নজরে আসে নি!
২৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আর বিচার-বিবেচনা! মানুষ যখন দেখল তারা প্রতারিত হয়েছে তখন এতই ক্ষেপেছিল যে স্বাভাবিক চিন্তাই হারিয়ে ফেলেছিল হয়ত। তখন আসলে কিছুই করার ছিল না।
১৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: তিনশো টাকার জুতো চুরির অপরাধে এ দেশে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, সে হিসেবে এ ঘটনাটা মামুলিই বলা যায়। আরও একটা ঘটনা পড়তে পারেন Click This Link
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০
শায়মা বলেছেন: চোর ও খুনিসকল!