নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
আমি যে এক দুরন্ত যাযাবর,
নেই বাড়িঘর;
পথে-ঘাটে, জলে-স্থলে
ঘুরে বেড়াই অষ্টপ্রহর ।
পথই আমার সাথী; নিত্য তাই
বিহঙ্গের মতো ডাক দিয়ে যাই!
অনন্য, অবিনশ্বর
ধরিত্রীর অকৃত্রিম মমতায়
বিমুগ্ধ অন্তর,
নিদারুণ করুণায় ঘিরেছে শহর!
কামনা-বাসনা, রোগ-শোক-খরা,
বিপর্যস্ত করে তোলে বসুন্ধরা;
সাধ্য কার আমায় বিষণ্ণ করে,
পাষাণে বেঁধেছি বুক নিরন্তর!
১৮ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীত হলাম। শুভেচ্ছা জানবেন।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮
ওমেরা বলেছেন: ভাল খুব ভাল ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: কোনটা ভালো? লেখা না যাযাবর হওয়া?
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
মাটি মানুষের মনে চন্দ্রতারার বাতি জ্বেলে কিছু কবিতা সবুজের বুকেপিঠে এঁকে দেয় কোমল আদর স্নেহ পরশ... দিগন্ত প্রসারিয়া অজস্র অনুভব নিয়ে কখন রাঙিয়ে তোলে অন্তর অতল জানা নেই তবুও বিহঙ্গ ডেকে যায়... পথে ঘাটে অষ্টপ্রহর বিমুগ্ধ অন্তরে... জরা ক্ষরা ব্যাধি জয়ী যুবক দীপ্তাংশু বুকে জ্বেলে জ্বলে.... অনন্ত অবিনশ্বর ....
বসুধা বক্ষে নিরন্তর........
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোবাসা অফুরন্ত!
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগা রইল কবিতায়, অনেক কথা অল্পতেই বুঝাতে পেরেছেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা নিরন্তর।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: শেষ অংশ দূর্দান্ত হয়েছে ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
নীলপরি বলেছেন: সাধ্য কার আমায় বিষণ্ণ করে,
পাষাণে বেঁধেছি বুক নিরন্তর!
লাইন দুটো লাইন মন ছুঁয়ে গেলো । অসাধারণ হয়েছে কবিতা । ++++++++++
বিষণ্ণ < বিষণ্ন হবে কি ?
শুভকামনা ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: মুশকিল হলো, শব্দটা লিখতে পারছি না; ভেঙে যায়।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৯
কথাকথিকেথিকথন বলেছেন:
এমন যাযাবরই তো দরকার ! যারা সকল বিপর্যয়ে বটবিক্ষের মত দাঁড়িয়ে থাকতে পারে ।
কবিতা ভাল লেগেছে ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: চেষ্টা করছি সাধ্যমতো!
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
ওমেরা বলেছেন: যাযাবর হওয়া ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ও আচ্ছা!
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১২
সুমন কর বলেছেন: ভালো লাগলো। +।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৪৫
রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা। শুভেচ্ছা নিরন্তর।
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল লিখেছেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো।
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
এই আমি রবীন বলেছেন: কামনা-বাসনা, রোগ-শোক-খরা,
বিপর্যস্ত করে তোলে বসুন্ধরা;
-- অত্যাধিক লোক ও মানুষের নৈতিকতার বিসর্জন বসুন্ধরাকে সত্যিই বিপর্যস্ত করে তুলেছে। ভাবনা চমত্কার।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছান্তে।
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৬
জাহিদ অনিক বলেছেন: সত্যিই,
মানব মন মাঝেমাঝে যাযাবর হতে চায়, অনেক দিনের জন্যই হতে চায়।
অহার চেয়ে হতেম যদি আরম বেদুইন,
চরন তলে বিশাল মরু দিগন্তে বিলীন।
আপনার যাযাবর হওয়া দেখে আমারও হতে ইচ্ছে করছে।।
সাধ্য কার আমায় বিষণ্ণ করে,
পাষাণে বেঁধেছি বুক নিরন্তর!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: "তাহার চেয়ে হতেম যদি আরব বেদুইন,
চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন।" এভাবেই লভিতে হবে মুক্তির সাধ!
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষের জীবনকে অশান্ত করে তুলেছে অদক্ষদের সমাজ ব্যবস্হা
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: নিষ্কৃতি প্রয়োজন!
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি যে এক দুরন্ত যাযাবর- - -
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: থাকব না আর এই আবেশে, চল রে মনা দূরদেশে।
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
শামছুল ইসলাম বলেছেন: যাযাবর ভাইটিকে ভালো লেগেছে । তাঁর কবিতাও !!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান। ভালো থাকবেন।
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০
জুন বলেছেন: আমি যে এক দুরন্ত যাযাবর,
আমার মত কি সাধু
কবিতায় অশেষ ভালোলাগা
+
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: সাধ্যের মধ্যে যতটুকু সুখ!
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৩
অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।