নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
তারে আমি চিনি বঁধূ খুব ভালো করে,
নিরবে বসত করে বুকের ভেতরে।
চেয়ে চেয়ে দেখি আমি তার হাসি মুখ,
শিহরণে দোলায়িত বাসনার সুখ!
সারাদিন কাটে সুখের ভেলায় চড়ে,
হৃদয়ের যতো ব্যথা সব যায় সরে।
তার কথা অমৃত যে যতোবার শুনি,
পাখির কূজনে যেন মায়াজাল বুনি!
তার চুলে খেলা করে পুবালি হাওয়া,
ছুঁয়ে দেখি একরাশ মুগ্ধতা পাওয়া!
কামনায় কাতরতা, মরি আমি লাজে;
তাকে নিয়ে ভাবাভাবি আমার কি সাজে?
তার ক্ষণে ছোটাছুটি সুনীল অম্বরে
তবুও আমায় কেন আলোড়িত করে?
১৬ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৩
রূপক বিধৌত সাধু বলেছেন: সর্বনাশ! খেয়ালই করি নি!
সম্পূর্ণ সনেট হয় নি বোধহয়!
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কবিতার কথামালায়
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন নিরন্তর!
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫২
খায়রুল আহসান বলেছেন: সনেট সুন্দর হয়েছে। + +
বাসনার সুখে মায়াজাল বোনা কবিতা।
বঁধূ তে চন্দ্রবিন্দুর প্রয়োজন আছে কি?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: বঁধূ = বন্ধু
বধূ = স্ত্রী
শুভেচ্ছা।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
সাউধ ভাই, দ্বিতীয় লাইন চৌদ্দ অক্ষরেখা অতিক্রান্ত কর দিয়া...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: সমঝে!
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৩
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি!
কিছুটা নির্ভেজাল ভালোলাগা রেখে গেলাম!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসা জানবেন।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬
খায়রুল আহসান বলেছেন: বঁধূ = বন্ধু, বধূ = স্ত্রী -- ওহ, তাই নাকি? জানতাম না তো! জানানোর জন্য ধন্যবাদ।
অভিধানে বঁধূ পাইনি, তাই জিজ্ঞেস করেছিলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: আবারও শুভেচ্ছা।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯
জাহিদ অনিক বলেছেন: কামনায় কাতরতা, মরি আমি লাজে;
তাকে নিয়ে ভাবাভাবি আমার কি সাজে? - সুন্দর । বেশ আকুলতা।
বঁধূ = বন্ধু , আমারও জানা ছিল না।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা অফুরন্ত।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯
শামছুল ইসলাম বলেছেন: তার ক্ষণে ছোটাছুটি সুনীল অম্বরে
তবুও আমায় কেন আলোড়িত করে?
-- আলোড়িত হোক হৃদয় !!!
চমৎকার ছন্দোবদ্ধ কবিতা ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার উপস্থিতিতে প্রীত হলাম।
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২১
নীলপরি বলেছেন: তার কথা অমৃত যে যতোবার শুনি,
পাখির কূজনে যেন মায়াজাল বুনি!
তার চুলে খেলা করে পুবালি হাওয়া,
ছুঁয়ে দেখি একরাশ মুগ্ধতা পাওয়া!
কবিতা পড়েও মুগ্ধ হলাম । +++++
শুভকামনা ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪
রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, নীলপরি! কাটিয়ে ফেলুন যতো জরা-জীর্ণতা!
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। পড়ে আরাম পাওয়া গেলো ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৮
কথাকথিকেথিকথন বলেছেন:
ছন্দের বেশ লুটপুটি । ভাল লেগেছে ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীত হলাম। শুভেচ্ছা।
১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভালো লেগেছে, প্রিয় কবি............
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: অনুপ্রাণিত হলাম! শুভেচ্ছা অফুরান।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
"তার চুলে খেলা করে পুবালি হাওয়া,
ছুঁয়ে দেখি একরাশ মুগ্ধতা পাওয়া! "
-উপরের লাইন ২টি কেমন যেন বেখাপ্পা ঠেঁকেছে। নীচের লাইন ২টি কবিতার ওজন কমায়েছে:
"কামনায় কাতরতা, মরি আমি লাজে;
তাকে নিয়ে ভাবাভাবি আমার কি সাজে? "
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: দেখি চরণগুলো পরিবর্তন করা যায় কি না!
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৯
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ সুন্দর কবিতা..... দ্বিতীয় লাইনে একটি চোখ দিয়েন...
সনেটে ভাল লাগা...