নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

যদি আরও কারে ভালোবাসো

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪১


তোমার নাম্বার মুখস্তই আছে,
ইচ্ছে করে ফোন দেই;
নিশি রাতে কথা বলে মনোঃকষ্ট
কিঞ্চিৎ কমিয়ে নেই ।
বুকের ওপর চেপে আছে মস্ত
একটা পাথর খন্ড,
অহর্নিশ পিষে আমায়; দেয়না
অবসর এক দন্ড!
নিশিথ রাতের দুঃসহ যন্ত্রণা
কেড়েছে চোখের ঘুম,
জোয়ারের মতো বেড়ে উঠে শুধু
রজনী হলে নিঝুম!
তোমার সাথে কথা বললে ফিরে
আসতো হৃদয়ে গতি,
উদাস মনের ভাবনারা পেতো
মোহময় পরিণতি ।
কতো শত কথা ভেবে ভেবে যেই
ফোন নিতে যাই হাতে,
কানে লাগিয়ে নামিয়ে ফেলি ফের
কী জানি কী আশঙ্কাতে!
আমার কথায় তুমি কি বেজার,
হবে কি খুব বিব্রত?
তাচ্ছিল্য করবে কি হে? হয়ে
যাই ভয়ে আশাহত!
আমি না হয় অক্ষম, তুমিও তো
পারো ফোনখানা দিতে!
"কেমন আছো?" শুধালে এ কথাটা
ক্ষতি কি এ ধরণীতে?
কমবে কি দাম, তোমার সম্মান?
জৌলুশ, অহম কোনো?
আমার বুকের স্পন্দনে একটু
তোমার নামটা শোনো ।
অন্য কারও সুরে যদি বেঁধেছো
তুমি মিলনের গান,
মেনে নেবো আমি সব সমাচার
পুড়বে পুড়ুক প্রাণ ।
তবুও তোমার মুখের বচন
শুনতে হৃদয়ে ঝড়,
থামবেনা এ দুর্যোগ কখনোই
না শুনলে কন্ঠস্বর?

২ শ্রাবণ ১৪২৩ বঙ্গাব্দ

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, বিজন রয় ব্লগে নেই।

এটা কি কবিতা, নাকি পদ্যে লেখা পত্র?

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পদ্যে লেখা পত্রই বোধহয় ।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: গিভ এন্ড টেকের দুনিয়ায় বিরহটাই অনেক মূল্যবান । যাতে এতো সুন্দর কবিতা তৈরী হয় ।

কাম ব্যাক কবিতাটা ভালো লাগলো ।

শুভ কামনা ।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: মূল্যবান বটে, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়...

৩| ০৩ রা মে, ২০১৭ রাত ১:১৬

সচেতনহ্যাপী বলেছেন: কোথায় ভাই??

০৬ ই মে, ২০১৭ সকাল ৮:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আছি জন্ম-শহর ভালুকাতেই । পেটের ধান্ধায় বলতে পারেন! আপনার খবর কী?

৪| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসলে মুখের উপর বলতে হয়; ভালোবাসা ফুরিয়ে গেলে, চিঠি লিখে জানাতে হয়

০৬ ই মে, ২০১৭ সকাল ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়?
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়?

৫| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:১১

নীলপরি বলেছেন: ব্লগে আবার আপনার লেখা দেখে খুব ভালো লাগলো ।

আশা করি এবার নতুন পোষ্ট পাবো ।

শুভকামনা । :)

০৬ ই মে, ২০১৭ সকাল ৯:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: নতুন কোন পোস্ট দেওয়ার মতো অবস্থা কি আর আছে?

৬| ০৬ ই মে, ২০১৭ সকাল ১১:৪০

নীলপরি বলেছেন: আরে আপনার মতো লেখক এমন বললে কি করে হবে ? আর নতুন পোস্ট দিলেই তো এই প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে ।

তাই আশা করাই যায় ।

লিখতে থাকুন ।

শুভকামনা ।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: মেলাদিন কিছু লিখি না, নীলপরি! আপনার স্বীকৃতি ভাল্লাগলো ।

৭| ০৭ ই মে, ২০১৭ রাত ১২:১১

সচেতনহ্যাপী বলেছেন: আমি ভাল-মন্দ মিশিয়েই আছি।।
কারো জন্য নিজের জমি ছেড়ে দেয়া কি ঠিক?? ফিরে আসুন।। ব্নধুও তো অনেক আছে।।

১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: পরের জায়গা পরের জমি
ঘর বানাইয়া আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই!

৮| ১১ ই মে, ২০১৭ দুপুর ২:০০

নীলপরি বলেছেন: আমিও সহব্লগার সচেতনহ্যাপীর সাথে একমত ।

শুভকামনা ।

১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক আছে ।

৯| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

নাদিম আহসান তুহিন বলেছেন: কঠিন ছ্যাঁকা,,,আহা

১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: কী আর করা!

১০| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২২

প্রামানিক বলেছেন: ভালো লাগল দুঃখ-বেদনার কবিতা।

১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

১১| ২৫ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,





নিশিথ রাতের দুঃসহ যন্ত্রণা সরিয়ে আনন্দ আসুক কবির জানালায় ------

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

১২| ২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



আশেপাশে কি ঘটছে, কি দেখছেন?

২৭ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রাগারাগি করে স্কুল ছেড়ে দিয়েছি; আপাতত বেকার! কয়েকদিনের মধ্যে নতুন কোথাও যাওয়ার চেষ্টা করছি!

১৩| ২৭ শে জুন, ২০১৭ রাত ১১:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ ছন্দময়, মনোমুগ্ধকর কথামালায় সাজানো কবিতা। ভালোবাসা কতটা গভীরতা হতে পারে তার যথেষ্ট বৈশিষ্ট্যময় কবিতা। মুগ্ধ হইলাম ভাই কবিতা পড়ে।

অনেক অনেক ভালো লাগা রইল কবিতায়।

শুভকামনা রইল ভাই।

২৮ শে জুন, ২০১৭ রাত ১২:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পৃথিবীতে চলার পথে কতো ঘটনাই না ঘটে! মনের একান্ত গোপন বিষয়-আশয় নিয়েই মূলত লেখালেখি; যখন টিকতে পারা যায় না স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে ভেতর থেকে । কখনো কিছু হয় আবার কখনো বা কিছু হয় না! শুভেচ্ছা ।

১৪| ২৮ শে জুন, ২০১৭ রাত ১২:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তবে এটি সুন্দর হয়েছিল ভাই।

প্রতিউত্তরে খুব সুন্দর করে আমার মনের কথাগুলো বলে গেছেন ভাই। আমিও লিখে ফেলি যা মনে আসে। ভালো মন্দ বুঝি না, সৃষ্টিসুখে পোষ্ট করে দেই। এখানেই বোকা রয়ে গেলাম ভাই। দোআ করবেন শ্রদ্ধেয় প্রিয় সাধু ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।

২৮ শে জুন, ২০১৭ রাত ১২:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে সমালোচনা করার মতো মানুষ কম, যাদের কাছ থেকে কিছু শেখা যায় । এখন চাটুকারই বেশি! সিনিয়র কিছু ব্লগার আছেন, এই যেমন চাঁদগাজী, আহমেদ জী এস, সুমন কর, জুন, সচেতনহ্যাপী; এদের অনুসরণ করলে অনেককিছুই শিখতে পারবেন, চিন্তা-ভাবনাও প্রসারিত হবে ।

১৫| ২৮ শে জুন, ২০১৭ রাত ২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
সিনিয়র কিছু ব্লগার আছেন, এই যেমন চাঁদগাজী, আহমেদ জী এস, সুমন কর, জুন, সচেতনহ্যাপী; এদের অনুসরণ করলে অনেককিছুই শিখতে পারবেন, চিন্তা-ভাবনাও প্রসারিত হবে । - অনেক সুন্দর পরামর্শ ও প্রিয় নাম গুলোই উল্লেখ করেছেন ভাই, সবগুলোই আমার অনুসারিত নাম, আরও আছেন যাদের কাছ থেকে আমি সমালোচনা ও আন্তরিক প্রেরণা পাই সবসময়। তাঁদের আমি শ্রদ্ধার সাথে ভালোবাসি, যেমন ড. এম এ আলী, কাজী ফাতেমা ছবি আপু আমার অনলাইনের প্রথম অনুসারিত(গুগলে) কবি, ধ্রুবক আলো, মানবী আপু, শায়মা আপু, কল্লোল পথিক, সাইফুল্লাহ্ শামীম ভাই ছিলেন, বিজন দাদা তো সবসময় অনেক সহযোগিতা করেন, পলাশ মিঞা ভাই ছিলেন পরামর্শ দিতেন, মোস্তফা সোহেল ভাই আছেন অনেক পরামর্শ দিয়ে সহযোগিতা করেন সবসময়, নীল পরী আপু, ইপ্সিতা চৌধুরী আপুও অনেক আন্তরিক উৎসাহ দিয়ে যান, ওমেরা আপু, উম্মে সায়মা, মৌমুমু, কালনি নদী ভাই ছিলেন, ছিলেন দরবেশমোছাফির ভাই, ভ্রমরের ডানা ভাইও দারুণ পরামর্শ দিয়ে সহযোগিতা করেন মাঝেমধ্যেই, সাদা মনের মানুষ ভাই তো আছেনই, মাহমুদুর রহমান সুজন ভাইকে মিস করছি খুব, বিলিয়ার ভাই অনেকভাবে আমাকে সহযোগিতা করেছেন ইদানিং খুব মিস করি এখন, নাগরিক কবি ভাই মাঝেমধ্যে অসাধারণ সহযোগিতা করেন সুন্দর পরামর্শে, গেম চেঞ্জার ভাই মাঝেমধ্যে অনেক উদার মন্তব্যে উৎসাহিত করেন, সোনাবীজ না হয় ধুলোবালি ছাই ভাইয়ের পোষ্ট থেকে অনেক শিখেছি, সামু পাগলা ০০৭ তো বিনয়ী হতে সাহায্য করেন সবসময় আন্তরিক মন্তব্যে, ফরিদ আহমদ চৌধুরী ভাই তো আছেনই সবসময় আন্তরিক উৎসাহে আমাকে আরো ভালো করার পরামর্শ সবসময় দিয়ে থাকেন, সুসাহিত্যিক লিটন ভাই আছেন মাঝেমধ্যে আন্তরিক উৎসাহ প্রেরণা দিয়ে যান আমাকে, আপনি তো প্রথম নিক থেকেই আমাকে অনেক ভাবে পরামর্শ দিয়ে আসছেন, এই মুহূর্তে নাম মনে না আসা আরো অনেক শ্রদ্ধেয় প্রিয় ভাই আপু'রা আন্তরিক উৎসা পরামর্শ দিয়ে অনেকভাবে সহযোগিতা করে যান। তাঁদের কারো প্রতিই আমার কৃতজ্ঞতার শেষ হবার নয় কোনদিন। দুই চার লাইন মিলাইতে পারতাম না, এখন কয়েক ঘন্টায় পুরো কবিতার মতো লিখে ফেলি এর সবই সামু ব্লগ আর সকল উদার প্রকৃতির শ্রদ্ধেয় প্রিয় ব্লগার ভাইদের আপুদের জন্যই সম্ভব হচ্ছে। উপরোক্ত ও বাকী আরো অনেক ভাই আপু আছেন যাদের আন্তরিক উৎসাহ মন্তব্য পরামর্শ, তাঁদের প্রতিউত্তর দেয়ার ধরণ সবই আমি মনোযোগ দিয়ে গ্রহণ করি শ্রদ্ধার সাথে। আমি লিখতে চাই, আমার মনের না বলা, অপ্রকাশিত অনেক কথা অনেক কিছু, তাই সবাইকে শ্রদ্ধার সাথে অনুসরণ করি, আমি শিখতে চাই, চেষ্টা করে যেতে চাই, সবার মতো আপনার কাছেও দোআ চাই ভাই।

অনেক কথা বলে গেলাম বিরক্তিকর মনে করবেন না প্লীজ। আরো লিখতে ইচ্ছে করছিল এখন, যদি খারাপভাবে দেখেন তাই শর্ট কনে কিছু কথা শুনিয়ে গেলাম ভাই মন থেকে।

আমি সর্বপ্রথম সবাইকে বিনয়ের সাথে মন্তব্য প্রতিমন্তব্য করে থাকি, এটিও উপরোক্ত আপনিসহ সবার মন্তব্য প্রতিউত্তর দেখেই শিখা, এবং এই ব্যাপারটি সর্বোত্তম মনে করি আমি।

দোআ করবেন ভাই। আপনার অাশীর্বাদ যেন না হারাই কখনো এমনটাই প্রত্যাশা সবসময়।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা ।

১৬| ২৮ শে জুন, ২০১৭ রাত ৩:৪৭

শূন্যনীড় বলেছেন: অসাধারণ ছন্দময় কবিতা, ভালোবাসার ব্যাকুলতা ভরা রোমান্টিকতা আশা জাগানিয়া বিরহের সুরে সুরে।
মুগ্ধতা রইল কবিতায়।

১৫ নং মন্তব্য নয়ন ভাইয়ের মন্তব্য খুব ভালো লাগলো, দুজনেই শ্রদ্ধা।

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: শূন্যনীড়, ভালোবাসা জানবেন । ফুলে ফুলে পূর্ণ হোক আপনার নীড় ।

১৭| ২৮ শে জুন, ২০১৭ দুপুর ১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতাটি খুব সুন্দর হয়েছে! একাকিত্বের বিরহানল জ্বলেছে ফুল ফুল হয়ে!

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: থাক তবে সেই কেবল খেলা,
হোক না এখন প্রাণের মেলা;
তারের বীণা ভাঙলো হৃদয় বীণায় গাহি রে!
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে!

শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.