নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

অর্থী নামের সেই মেয়েটি

০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৬


অর্থী নামের একটি মেয়ে
খুলনা জেলায় বাড়ি,
তার কথা যে ভাবতে ভাবতে
দিলাম জীবন পাড়ি ।
রাজশাহীতে দেখেছিলাম
কোন সে রেলস্টেশনে,
মনের ভেতর গাঁথা আজো
সে যে সঙ্গোপনে ।
রেলের আশায় দাঁড়িয়েছে
রেললাইন এর খুব কাছে,
রাজ্যের যতো ক্লান্তি এসে
তাকে ঘিরে আছে ।
চেনা হলো জানা হলো,
হলো কতো কথা;
ক্ষণপরেই ঘোচে গেলো
ক্লান্তি, বিষণ্ণতা!
ট্রেনে উঠা, একসাথেই যে
ফেরা হলো ঢাকা;
স্মৃতিগুলো সযতনে
মনের ফ্রেমে রাখা ।
মায়াবতীর মুখের বাণী
ত্রিপিটকের বয়ান,
যতই শুনি মুগ্ধ হই যে
বিশুদ্ধ হয় পরান ।
পথের হলো ইতি যখন
আমি পড়লাম নেমে,
হলোনা আর শেষ দেখাটাও
রেলস্টেশনে থেমে ।
কোথায় যেন গিয়েছিলো
কোন সে এক কাজে,
এরই মাঝে হঠাৎ শুনি
ট্রেনের ঘন্টা বাজে ।
তার কথা যে ভেবে আজও
উতলা হয় হৃদয়,
ভালো থাকুক প্রাণের মানুষ
প্রার্থনা সবসময় ।

১৫ বৈশাখ ১৪২৩ বঙ্গাব্দ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৬

মেহেদী রবিন বলেছেন: খুলনায়ই থাকি। দেখি এরকম কোন অর্থীর সাথে দেখা হলে জানাবো আপনাকে :) চমৎকার ছন্দময় কবিতা। ভালো লেগেছে

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আশায় রইলাম ।

শুভেচ্ছা রইলো । ভালো থাকুন ।

২| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

nurtusar বলেছেন: ভাই আমিও তো একটি মেয়ে অর্থী নামের যাকে মিস করি।আসো কোলাকোলি করি।

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: একই মানুষ কি না কে জানে ।

৩| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৯

খায়রুল আহসান বলেছেন: জীবনের পথ চলতে চলতে কারো কারো সাথে এরকমেরই ক্ষণিকের দেখা মনের মাঝে অনপনেয় ছাপ রেখে যায়। আর সে স্মৃতি কাউকে কাউকে কবি বানিয়েই ছাড়ে! :)
আমি নিশ্চিত, আপনার এ কবিতা অনেক পাঠকের মনোবীণায় সুরের মূর্ছনা বাজিয়ে যাবে।
কবিতায় + +

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর মন্তব্যে ভালো লাগা । শুভেচ্ছা জানবেন ।

৪| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬

জুন বলেছেন: দোয়া করি আপনার এই আকুল করা কবিতাটি অর্থীর নজরে পরে।
ছন্দময় কবিতায় অনেক ভালোলাগা রইলো সাধু।
নানা রকম সমস্যার জন্য অনেকের পোষ্টে মন্তব্য করতে পারি না। তার মাঝে আপনার অসম্ভব সুন্দর কিছু লেখাও রয়েছে।
+

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: যদি তার নজরে পড়তো...

৫| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: ক্ষণিকের ভালো লাগা ভুল.....

ছন্দময় কবিতায় +++

০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কথাটি (ক্ষণিকের ভালো লাগা ভুল) নির্মম হলেও শতভাগ সত্যি!
শুভেচ্ছা ।

৬| ০২ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:০৩

সুমন কর বলেছেন: ছন্দময় সুন্দর হয়েছে।

০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় শুভেচ্ছা অফুরান ।

৭| ০২ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




মনের ভেতর গাঁথা অর্থী নামের মেয়েটি যার রূপের মোহে উতলা হৃদয়ে সারা জীবন পাড়ি দিয়েছেন বেহুদা , সে কারনেই কি "সাধু"র তকমা গায়ে চড়িয়েছেন ? B:-)

দারুন ছন্দবদ্ধ ছড়া কবিতা ।

ভালো থাকুক রূপক সাধু
প্রার্থনা সবসময় ।

০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: সঠিক অনুমান!

৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:১২

নীলপরি বলেছেন: ভালো লাগলো কবিতা ।
শুভকামনা রইলো ।

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

৯| ২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



আপনি তো বাংগালীর প্রেমের কবি, এসব লিখলে তো শেষে হেরেমখানা খুলতে হবে!

২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: রাজশাহী থেকে ঢাকা ভ্রমণের স্মরণীয় একটা স্মৃতি ছিলো এটা!

১০| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

নীলপরি বলেছেন: নতুন পোষ্ট দেখছি না যে !

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগকে "অালবিদা" বলার সময় এসে গেছে!

১১| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

শায়মা বলেছেন: হায়রে অর্থী
নিশ্চয় তার সাথে একদিন দেখা হবেই হবে ভাইয়ু!!!!!!!

০৯ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আসে যদি মরার পরে আমারে তো পাইতো না,
আসি বলে গেলো বন্ধু আইলো না গো, আসি বলে গেলো বন্ধু আইলো না!

১২| ৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

নীলপরি বলেছেন: ইশ , কেনো ? আপনার নিজস্ব কারন থাকতেই পারে । তবু শুনে খুবই খারাপ লাগছে । আপনার মতো লেখক সামুর সম্পদ । বিশেষ করে আপনার সাধুভাষার লেখাগুলো খুবই ভালো লাগে । আর কবিতা তো আছেই ।


যাই করুন লেখালেখির সাথেই থাকবেন । আশা করছি । আর সামুতে কম হলেও লিখবেন । এই আশাও থাকলো । কারন তাহলেই তো আমরা পড়তে পারবো ।

শুভকামনা রইলো ।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার লেখার একজন বিদগ্ধ পাঠিকা ছিলেন আপনি । আপনার কথা মনে থাকবে ।

শুভ কামনা সতত!

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাইতো বলি সাধুদাকে পাইনা কেনু!!!!

একি কান্ড দেখ দিকি!!!

এভঅবে হুট হাট সাবই রাগ করে চলে গেল -কি করে চলবে শুনি! আমাদের কি কোন অধিকার েনই আপনার উপর!

ফিরে আসুন...মিস করছি সবাই .....

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ফিরবো নিশ্চয়ই । ভালোবাসা রইলো ।

১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কোথায়, কি খবর?

১৩ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজেকে গুছিয়ে নিচ্ছি! ফিরবো ।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: কালকের কবিতাটা আর পোষ্ট করেননি দেখছি ! করলে সবাই পড়তে পারতো । আশাকরি আপনি সঠিক সিদ্ধান্তই নেবেন ।

শুভকামনা ।

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথম পাতায় যাবে না, তবুও পোস্ট দিতে পারি ।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



পোস্ট দেন, আপনার পাঠকেরা আপনাকে খুঁজে নেবেন।

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দেখি আজকে পোস্ট দিতে পারি ।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১০

রিকতা মুখাজীর্র্ বলেছেন: পাবেন দেখা পাবেন।শুভ কামনা রইল।

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.