নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ও যার আপন খবর আপনার হয় না

২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:০১


লুৎফর ও বিথী “আনন্দমোহন কলেজ” এ পড়ে। দু’জনের মধ্যে বেশ সখ্য! একদিন তারা ত্রিশালে বেড়াতে এলো। এখানকার “কবি নজরুল বিশ্ববিদ্যালয়” এ বিথীর এক ঘনিষ্ঠ বান্ধবী সুরাইয়া পড়ে; উদ্দেশ্য তার সাথে দেখা করা। ম্যালা দিন দেখা-সাক্ষাৎ হয় না। সারা দিন একসাথে থাকল; অনেক আনন্দ, হৈচৈ হলো।

সপ্তাহখানেক পর লুৎফর বিথীর কাছে সুরাইয়ার মোবাইল নাম্বার চাইল। বিথী এমনভাবে তার দিকে তাকাল যে লুৎফর ভড়কে গেল। বিথী বলল, “শেষ পর্যন্ত তুমি ওর সাথে? আর মেয়ে পেলে না?”
ওর মনে কি একটু হিংসে কাজ করল?


লুৎফরের অনার্স শেষ হয়নি এখনও (উচ্চ মাধ্যমিকে একবছর পিছিয়ে গিয়েছিল) আর পলকের মাস্টার্স প্রায় শেষ। লুৎফর নারীঘেঁষা আর পলক নারীবিমুখ! দু’জনের মধ্যে কোনোকিছুতেই মিল নেই, তবু একসাথে থাকে, একটা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ায়।

একদিন রাত্রে লুৎফর ছবি সংবলিত একটা কাগজ দেখাল পলককে; বলল, “জান্নাত দিয়েছে।” জান্নাত তাদের প্রতিষ্ঠানেরই একজন ছাত্রী।

পলক বলল, “নারী সংক্রান্ত কোনো বিষয়ে আমার সাথে কথা বলবে না।” তার মাঝে কি কোনো দুঃখবোধ কাজ করল?

লুৎফর আর স্বাধীনের মোটামুটি পরিচয় আছে। একদিন লুৎফর জানতে পারে মিতুর সাথে তার ভালো জানাশোনা। লুৎফর মিতুকে পছন্দ করে; কিছুদিন পড়িয়েছিলোও। কিছু একটা হওয়ার আশায় স্বাধীনের শরণাপন্ন হলো সে।

কিছুতেই কিছু হলো না, লুৎফর মিতুর সাথে কথা বলে কিন্তু কোনো সাড়া পায় না। স্বাধীন মাঝে মাঝে ফোন দেয় মিতুকে; খবরটা লুৎফরের কানে আসে। সে ঈর্ষান্বিত হয়ে একদিন মিতুকে বলে, “ওর ফোন ধরবে না; ও একটা বদমাশ!” প্রেমে সাড়া না পেয়ে ও কি আক্রমনাত্মক হয়ে গেল?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:১১

শাহরিয়ার কবীর বলেছেন: লেখা আরো একটু বড় হলে আরো সময় নিয়ে পড়া যেত।।।।

২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: মোবাইলে লিখতে কষ্ট লাগে, তাই ইচ্ছে করেই বড়ো করিনি ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৩৮

অঞ্জন ঝনঝন বলেছেন: ১ এর বিথীর মনে কি একটু হিংসা কাজ করলো?

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই তো মনে হয় ।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: লুৎফর ব্যাটা তো দেখা যায় বদের হাড্ডি, ওর সাথে আপনার কোথায় দেখা হয়েছিলো সাধু? :-B

২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ময়মনসিংহে!

৪| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আমারো একবার ময়মনসিংহে যাতে হবে :D

২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চলে আসুন...

৫| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিনটি মাইক্রো গল্প, তিনটা প্রশ্ন !
তিনটার উত্তরই আমার কাছে 'হ্যাঁ'।

২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: Exactly

৬| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:৫৯

নীলপরি বলেছেন: মানুষ বড্ড জটিল ! আপনার লেখাটা ভালো ।

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, নীলপরি!

৭| ২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১১

চাঁদগাজী বলেছেন:



নারী পুরুষের হৃদ্যতা নিয়ে ব্যাপক ভাবনা চিন্তা করছেন বলে মনে হচ্ছে! নারী পুরুষের হৃদ্যতা মানুষের মাথার মাঝে প্রকৃতি দিয়ে দিয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার।

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: তথাস্তু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.