নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বিষয়ভিত্তিক কবিতাঃ শরৎ বন্দনা

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৯


কাশফুল
তটিনীর তটে জেগে ওঠে কাশফুল,
অন্তরীক্ষে বলাহক ছুটাছুটি করে;
হাওয়ায় দোল খেয়ে দ্রবীভূত কূল
জলে আর মৃত্তিকায় প্রেমানন্দে মরে ।
মৃদু হেঁটে তরুণীরা পাশ দিয়ে চলে
শুভ্র এ জান্নাতে অনাবিল আবাহন,
জগতের যতো বুলি সুনয়না বলে
চিত্তের নৈরাশ্য হয়ে যায় বিমোচন ।

কদাচিৎ পাল তুলে ভেসে যায় তরী
মনোরম পরিবেশে অর্বাচীন টান,
দিন শেষে নেমে আসে শান্ত বিভাবরী
মোহময় অনুভূতি হয় অবসান ।
প্রকৃতির ভাব লীলা উত্তম স্ফুরণ,
যতই দেখি হয়না কভূ বিস্মরণ ।

৯ ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।

মেঘের ভেলা
ওই দূর আকাশে মেঘের ভেলা উড়ে,
মনের মাঝে ছন্দ কতো তাকে ঘিরে ।
আমার যদি থাকতো ডানা, উড়তাম তার সাথে;
মর্ত্য মায়া সকল ছেড়ে হারাতাম অজানাতে ।
সারা বেলা ঘুরতাম শুধু উৎসবে মোহে মেতে
ফিরতাম না কখনো দুনিয়ার নীড়ে ।
মেঘপুঞ্জের সহিত জমে করতাম পিরীত,
মুগ্ধ হয়ে অহর্নিশ গাইতাম প্রেমগীত ।
ভাবালোকে কখনো নয়নে আসতোনা বিষ-নিদ
প্রহর কাটতো শুধু নাচানাচি করে ।
কখনো কখনো হৃদয় আমার কতো কিছু চায়,
বুঝিনা কিছুই আমি- তারে খুশি রাখা ঢের দায় ।
তারে যদি ব্যথা দেই, জ্বলে পুড়ে মরি হতাশায়
প্রসন্ন রাখতে ঘুরি ভাবের দ্বারে ।

২০/০২/২০০৮

একটি পাখি
শরতের একদিন- চলিতেছি পথে;
দেখিতেছি পাখপাখালি আনন্দে মেতে ।
সহসাই একটি পাখি দেখিনু উড়ে
বসিছে ঝোঁপের ঝাড়ে পাখা দুটি নেড়ে ।
লাল, নীল, ডোরা কাটা বিহঙ্গের পাখা,
ওষ্ঠেতে একবিন্দু আবীর যেন মাখা ।
পা দুটি অতি কোমল, আঁখি টলমল;
করিতেছিলো চোখের নীর ছলছল ।
সবুজ ধানের ক্ষেতে সবুজের রঙ,
সাজিয়াছে পাখিটি যে অপরূপ সঙ ।
আকাশের নীলিমায় ছড়াল যে ছায়া,
পাখির শোভার সুরভিত ব্যোম কায়া ।
বাঁশের ঝাঁড়ে স্বর্গের সুধা যেন ঝরে
পড়িলো উচ্ছ্বাসে বৃষ্টির মতন করে ।
এত যে রূপ পাখির যেন কোন কবি,
আঁকিয়াছে জগৎ জোড়া এ ছায়াছবি ।
হৃদয়ের মোহনাতে শিহরণ লাগে,
হলেম দিওয়ানা পাখির অনুরাগে ।

১ আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ

শরৎ বন্দনা
সুবিশাল আকাশের দূর সীমানায়,
সাদা সাদা মেঘপুঞ্জ ভেসে ভেসে যায়
শিমুল তুলার মতো কোনো দূর দেশে,
অচেনা অজানা পথ সীমা ভালোবেসে ।
কাশফুলে ছেয়ে আছে স্রোতস্বিনী তীর,
দল বেঁধে যুগলেরা করেছে যে ভিড় ।
রূপসীরা ফুল তুলে হেন খোঁপা ’পরে
পরেছে যে সে-ই ফুল সযতন করে ।

থই থই করছে যে ব্রহ্মপুত্রে জল,
পাল তুলে ফেরি কতো করে চলাচল ।
মাঝে মাঝে ঢেউগুলো ঘুরপাক খায়,
উথাল হাওয়া লেগে দেহ শিহরায় ।
দিন শেষে নেমে আসে সুনিবিড় সাঁঝ,
একা কূলে বসে আমি ফেলে সব কাজ ।

২৭ ভাদ্র ১৪২১ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
প্রথমটা পড়লাম শুধু।

প্রিয় ঋতু বন্দনার কবিতা, ভাল না লেগে উপায় নেই।

প্রিয়তে রেখে দিলাম একগুচ্ছ শরৎ কবিতা।

ঘুম পেয়েছে - তাই একটা পড়েই অবসর।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: আগে ঘুম তারপর না অন্যকিছু! আচ্ছামতো ঘুমিয়ে নিন ।

২| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১১

চাঁদগাজী বলেছেন:



মহাকবি মধুসুদন দত্ত প্রথম দিকে যেসব সনেট লিখেছিলেন, সেগুলো মেকানিক্যাল টাইপের ছিল; উনি পুর্নতা লাভ করেছেন 'মেঘনাধ বধ' কাব্যে।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি কী করে পূর্ণতা লাভ করতে পারি?

৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১১

বিলিয়ার রহমান বলেছেন: দারুন সব কবিতা!:)

অনেক অনেক ভালোলাগা!:)

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান ।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১২

বিলিয়ার রহমান বলেছেন: পোস্টে লাইক!:)

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন:
প্রকৃতির ভাব লীলা উত্তম স্ফুরণ,
যতই দেখি হয়না কভূ বিস্মরণ


...........চমৎকার লিখেছেন সাধু, আপনাকে সাধুবাদ জানাতেই হয়।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: এতোগুলো একবারে ক্যান, আলাদা ভাবে দিতে পারতেন, বড় পোষ্ট দেখলে দৌড়াইয়া ভাগতে ইচ্ছে করে :D

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: অন্যান্য বিষয়ভিত্তিক পোস্টগুলোতে সর্বোচ্য তিনটা কবিতা দিয়েছি । এটাতে একটা বেশি হয়ে গেছে! বাদ দিতে চেয়েছিলাম অবশ্য কিন্তু দেওয়া হয়নি ।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো একটাই লিখতে পারিনা, আর আপনি বাদ দিতে পারেন না :)

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: কবি বলেছেন, "বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে" । অবশ্য আমারও আপনার মতো বনে বাদাড়ে ঘুরে বেড়াতে ইচ্ছে করে ।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: শরৎ বন্দনায় একগুচ্ছ শরৎ কবিতা। :)

++++++++

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা । ভালো থাকুন সতত!

৯| ১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৯

সাহসী সন্তান বলেছেন: শরৎ আমার সব থেকে প্রিয় একটা ঋতু! আর কেবল মাত্র শিউলি ফুলের কারণেই এই ঋতুটাকে আমার এত ভাল লাগে। সুতরাং সেই প্রিয় ঋতু নিয়ে এমন চমৎকার কবিতাকি ভাল না লেগে উপায় আছে? :)

চমৎকার কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও খুব প্রিয় এ ঋতু ।
শুভেচ্ছা রইলো ।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

শরৎ বন্দনা কিন্তু ভালো হয়েছে... শরৎ আমার ভালো লাগে... শীতও মনে হয় ভালো লাগবে... সবচে' ভালো লাগে বসন্ত... কিন্তু বন্দনা করতে পারি না :(

সাদামনের মানুষের সাথে মন্তব্যগুলো মজার হয়েছে। উনি কিন্তু ভালো ছড়া লেখে ফেলেন মাঝে মাঝে। আমি মনে করি তার ছবিই কবিতা।

শরতের কবিকে শুভেচ্ছা :)

১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শরৎ এর কাশবন, আকাশে সাদা মেঘের ভেলা- এগুলো আমার প্রিয়; প্রিয় শীত বা বসন্ত ঋতুও ।
শুভেচ্ছা ।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

বেচারা বলেছেন: কবিতা নিজেই একটি বিষ্ময়। তার উপর ঋতু নিয়ে তো কথার শেষ নেই বাঙলায়। ভাল লেগেছে। লিখুন আরো।

১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন ।

১২| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

জুন বলেছেন: শরত কাল শুধু শিউলীফুল আর কাশের বনের জন্যই সারাজীবন আমার প্রিয় হয়ে থাকবে সাধু। ছেলেবেলার বহু স্মৃতি জড়িয়ে আছে এর সাথে যে।
আপনার বন্দনাকাব্য দারুন লাগলো। আর ময়মনসিংহের ব্রম্মপুত্র পাড়ের কাশবন আমার অনেক পরিচিত।
+

১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শ্রদ্ধা ও শুভ কামনা জানবেন ।

১৩| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: বন্দনা ভালো লেগেছে। প্রতিটাই সুন্দর।

১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, রাজপুত্তুর!

১৪| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




শরতের কাশফুল আর মেঘমেদুর আকাশ দেখে হৃদয়ের মোহনাতে শিহরণ লাগলো । শরত বন্দনার এমন সুন্দর কবিতার সাথে আমারও ইচ্ছে করছে এক হয়ে যেতে ---------------------
পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনও ......

১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার ঐ সিরিজটার ভক্ত আমি । এই শীতেও পাবো আশা করি ।

১৫| ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা, ফাতেমাপা!

১৬| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৩১

রক্তিম দিগন্ত বলেছেন:
পড়লাম এখন। প্রত্যেকটাই চমৎকার।
সকালেই পড়া উচিৎ ছিল।

১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ।

১৭| ১৬ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:১৩

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: পড়ে ভালো লাগলো।

১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে ।

১৮| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

নায়না নাসরিন বলেছেন: ভাইয়া,
কবিতা আর ছবি খুব ভালোলাগলো ।
অনেকগুলি ভালোলাগা ++++++

১৭ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় অনেক অনেক ভালো লাগা রইলো ।

১৯| ১৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২১

নীলপরি বলেছেন: ভোরের শিউলির মতো সুন্দর কবিতা পড়লাম সকালবেলা । খুব ভালো লাগলো । +++++++

২২ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, নীলপরি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.