নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে গাছ

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৬


একটা গাছ লাগিয়েছিলাম গোপনে
আমার বুকের একেবারে মাঝখানে;
যেখানে হৃদয় থাকে, যেখানে কষ্টেরা
জমে; ডুকরে কাঁদে মানুষ নিষ্পেষণে-
সেটা এক ইচ্ছে গাছ, স্বপ্ন তার নাম;
সে গাছে আমি প্রত্যেহ জল ছিটাতাম,
যত্ন নিতাম; যেভাবে মালীরা সতত
ফুলের বাগান পরিচর্যায় আগত ।
পরিপুষ্ট হয়ে উঠেছিলো ক্রমশই,
আমি তৃপ্ত হাসোজ্জ্বল মুখে বসে রই ।
পাখি উড়ে এসে বসে সে গাছের ডালে,
কিচিরমিচির ডাকে সুর-ছন্দ-তালে ।
আমার দুঃখরা সব দিয়েছিলো ছুট,
ভাবতে পেরেছিলাম কি সবই ঝুট?
সহসা একটা ঝড় দৈত্য সম এসে
চুরমার করে দেবে সব অনায়াসে?
গাছের বিরহে আজ করি আমি শোক,
অদৃষ্টের প্রহসনে নিত্যই দুর্ভোগ!

২৭ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৬

প্রথমকথা বলেছেন: গাছের বিরহে আজ করি আমি শোক,
অদৃষ্টের প্রহসনে নিত্যই দুর্ভোগ!

খুব সুন্দর সমাপ্তি। ভাল লাগল দাদা।

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন ।

২| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩১

ভূতের ব্যাগার বলেছেন: খুবই ভাল লাগলো,আপনার আরও লেখা পড়তে চাই।ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

৩| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।

কবিতাটি এর আগেও পোস্ট করেছিলেন ?

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: না তো!

শুভেচ্ছা ।

৪| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৩

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,





ইচ্ছে গাছেরা এভাবেই মরে যায় । ইচ্ছে গাছের গোড়ায় রোজ রোজ জল ছিটিয়ে লাভ নেই । ইচ্ছে গাছেরা বাঁচে পানিতে নয়, বাঁচে চারপাশের আবহাওয়ায় ভর করে । এই আবহাওয়াই- এই পরিবেশই তাকে পুরুস্ট করে , স্বপ্নফুল ফোঁটায় ।
আমাদের ইচ্ছে গাছেরা কোনওদিন-ই এমন পরিবেশের আদর-সোহাগ পায়নি, পাবেওনা !

নিজের চারধারের এই দৈত্য সম ঝড়, ইচ্ছে গাছেদের চিরকালই দুমড়ে উপড়ে ফেলে ।

ভালো লিখেছেন । সম্ভবত ব্যক্তিগত ইচ্ছে গাছের কথা বলেছেন । আমি তাকে সার্বজনীন করে দিয়েছি ।

০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যে ব্যক্তিগত পর্যায়ের শোকগাথা সার্বজনীন রুপ পেলো । শুভেচ্ছা অফুরান ।

৫| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৪

দিগন্ত জর্জ বলেছেন: সুখের স্বপ্নগুলো কখনোই বেশিক্ষণ স্থায়ী হয় না, ঝড় দৈত্য এসে সেই স্বপ্ন চুরমার করে দেয় সহসা।

কবিতায় ভালো লাগা রইলো। অসাধারণ শব্দচয়ণ সেই সাথে ভাব। শুভেচ্ছা রইলো।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকুন ।

৬| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৫

সাহসী সন্তান বলেছেন: হৃদয় কিন্তু বুকের মধ্যিখানে থাকে না সাধু ভাই! যতদূর জানি হৃদয়ের স্থান বুকের বাম পাশেই! তবে কবির মন বলে কথা, চাইলেই তারা অসাধ্যকে সাধন করতে পারে! ;)

কবিতা খুব সুন্দর হয়েছে! শুভ কামনা জানবেন!

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দেহ মাঝে কোনখানে মন ঠিকানা তার কে বা পায়!

৭| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লাগল কবিতাটি ।
শত বাধা বিপত্তি পেরিয়ে ইচ্ছে গাছটি
ফুলে ফলে পরিপুর্ণ হোক
এ কামনাই করি ।
শুভেচ্ছা রইল ।

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালোবাসা জানবেন ।

৮| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতার ভাব, গঠনগত শৈলী কারুকলা অনন্য! মমনোমুগ্ধকর কবিতা। শুভকামনা কবি!


ইচ্ছেরা ডানা মেলুক!

০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা জানবেন ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৬ বিকাল ৫:০৩

নীলপরি বলেছেন: মনকে ছুঁয়ে গেলো ইচ্ছে গাছের গাথা । ++

০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন ।

১০| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

নেক্সাস বলেছেন: গাছের বিরহে আজ করি আমি শোক,
অদৃষ্টের প্রহসনে নিত্যই দুর্ভোগ!

মুগ্ধ

০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । অনেক অনেক শুভেচ্ছা ।

১১| ০১ লা অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

শামছুল ইসলাম বলেছেন: ইচ্ছা গাছটা ঝড়ে বিধ্বস্ত। কবিতায় তার চমৎকার প্রকাশ ভাললেগেছে।

আবার পানি পেলে ইচ্ছে গাছটা আবার তরতর করে বেড়ে ওঠবে।

মৃত্যুর ছাড়া আর কিছুই মানুষকে থামাতে পারে না।

কবিতা খুব ভাললেগেছে।
+++

ভাল থাকুন। সবসময়।

০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যে ভালো লাগা রইলো । ভালো থাকুন ।

১২| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
ব্যথা, বিরহ, বেদনা, দুঃখ - ভাই কবিতায় সুখ সুখ ভাব থেইকা দুঃখে গিয়া শেষ হইতাছে কেন???

+

০২ রা অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনটাই তো দুঃখে ভরা! কী আর করা যাবে!

১৩| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৫

পথহারা মানব বলেছেন: ভাল লাগল কবিতা।
সাধু ভাই শক্ত ,মোটা দড়ি দিয়ে বেঁধে রাখেন যেন ঝড় দৈত্য অনায়েসে শেষ না করতে পারে ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা আপনাকে ।

১৪| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হইছে

০৪ ঠা অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় অনেক শুভেচ্ছা ।

১৫| ০২ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুব বেশি সত্য। +

০৪ ঠা অক্টোবর, ২০১৬ ভোর ৫:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম, রূঢ় বাস্তবতা!

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৮

মেহেদী রবিন বলেছেন: বাস্তব। স্বপ্ন বা আশা এবং নিয়তির মধ্যকার টানাপোড়েন নিয়ে আমার সুদীর্ঘ একটি কবিতা আছে।পড়ে দেখার আমন্ত্রণ থাকল, একটি অনর্থক পত্র

০৪ ঠা অক্টোবর, ২০১৬ ভোর ৬:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে ।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ সকাল ১১:২৩

অদৃশ্য বলেছেন:




ভালো লেগেছে সাধু...

শুভকামনা...

০৫ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকে । শুভ কামনা রইলো ।

১৮| ১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

গেম চেঞ্জার বলেছেন: মন্দ নয়!

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.