নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

যখন এসেছিলাম

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৭


সূর্য হেলে পড়েছিলো পশ্চিম অাকাশে,
অন্তরীক্ষে উড়ছিলো দুটো বক পাখি;
লোকজন ফিরছিলো যে যার নিবাসে-
দিনের অালো নেভার কিছুক্ষণ বাকি ।
একলা হাঁটছিলাম রেলপথ ধরে,
এঁকেবেঁকে চলে গেছে কে জানে কোথায়?
মনখানা বিচলিত কারে মনে করে-
পোড়া দুটি চোখ দূর দিগন্তে তাকায় ।

পথধারে নদী পূর্ণ কচুরিপানায়,
ফুটেছিলো সাদা সাদা শাপলার ফুল;
পাল তুলে নৌকো দূরে চলে যায়-
এক ঝাঁক হাস সাঁতরাতে মশগুল ।
নিষ্ক্রিয় দর্শক- দেখছিলাম প্রকৃতি,
অালো-অাঁধারিতে অামি পথের অতিথি ।
২০ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ

ছবিঃ শ্রদ্ধেয় আহমেদ জী এস ভাই এর কোন একটা ছবি ব্লগ থেকে নেওয়া ।

মন্তব্য ৬২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

অপ্‌সরা বলেছেন: বাহ বাহ !
এমন সুন্দর গোধুলীতে আমিও পথের অতিথী হতে চাই!!!!!!!!!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

রূপক বিধৌত সাধু বলেছেন: গোধূলি লগ্ন সত্যিই দারুণ উপভোগ্য! আর সেসময়ে রেললাইন ধরে হাঁটলে মনটা ফুরফুরে হয়ে যায় ।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩১

গেম চেঞ্জার বলেছেন: আমি কল্পনা করে নিলাম গোধূলি লগ্নের মফস্বল!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো । আমি অবশ্য বাস্তবেই এই কাজটা করি (গোধূলি লগ্ন উপভোগ)! ময়মনসিংহে থাকতে প্রায়ই রেললাইন ধরে উদ্দেশ্যহীন ভাবে হাঁটতাম ।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬

প্রামানিক বলেছেন: পাল তোলে নৌকো দূরে চলে যায়-
এক ঝাঁক হাস সাঁতরাতে মশগুল ।


তোলে=তুলে

চমৎকার গোধুলি লগ্নের কবিতা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমারও তাই মনে হয়েছিলো; ঠিক করে নিয়েছি । অনেক অনেক শুভেচ্ছা রইলো ।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: প্রকৃতির অপরূপ শোভা, অস্তাচলে দিবাকরের বিদায় প্রস্তুতি আর একটা প্রচ্ছন্ন বেদনাবোধ বিচলিত মনের নিষ্ক্রিয় দর্শক কে কিভাবে কবি বানিয়ে দেয়, এই সুন্দর কবিতাটি তার প্রমাণ। কবিতায় প্রথম + +

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ তো একা; তাকে নিত্যই মনস্তাত্ত্বিক দ্বন্ধে জড়িয়ে পড়তে হয়, অনেক কন্টকাকির্ন পথ মাড়াতে হয় । প্রকৃতির নিবিড় সান্নিধ্যে গেলে মন হালকা হয় । এমতাবস্থায় একটু স্বস্থির জন্য তাই ছুটে চলা ।
শুভেচ্ছা অফুরান । সুস্থ থাকুন । শুভ কামনা রইলো ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

নীলপরি বলেছেন: শব্দ দিয়ে দারুন landscape এঁকেছেন । ভালো লাগলো ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, নীলপরি! ভালো থাকুন ।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সনেট।

মনখানা বিচলিত কারে মনে করে-
কারে কি টাইপো!

ভালো লেগেছে আমার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো, রাজপুত্তুর! শুভ কামনা ।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

সাহসী সন্তান বলেছেন: কবিতাটা বিকালে পড়লে বোধহয় আরো ভাল লাগতো! তবে এখনও খারাপ লাগে নাই! দারুন কবিতায় ভাল লাগা!

শুভ কামনা সাধু ভাই!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষ বিকেলেই পোস্ট করতে চেয়েছিলাম লেখাটা, কিন্তু সেসময় ব্যস্ত থাকবো তো; হয়তো মন্তব্যের উত্তর ঠিকমতো দিতে পারবো না! তাই সকালে পোস্ট দেওয়া । আপনার মন্তব্যটা মাথায় রাখলাম পরবর্তীতে সময়ের লেখা সময়ে পোস্ট করবো । শুভেচ্ছা ।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

সামিয়া বলেছেন: মনখানা বিচলিত কারে মনে করে

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বড় চিন্তায় ফেললেন! কার কথা যে মনে পড়েছিলো এখন তো ইয়াদ নেই!

৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

জেন রসি বলেছেন: এমন সময় রেললাইন ধরে হাটার একটা আলাদা মজা আছে। কবিতা ভালো লেগেছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই আর এজন্যই প্রায়ই রেললাইন ধরে হাঁটাহাঁটি করি ।

শুভেচ্ছা ।

১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৫

পথহারা মানব বলেছেন: আমিও হাটুম রেললাইন ধরে....
আর কবিতা লিখব প্রান ভরে...
কবিতায় বাংলার রুপ..ভালো লাগল!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সৌন্দর্য পূজারি সবকিছুতেই সৌন্দর্য খুঁজে পায় । আপনি যেহেতু পথহারা মানব, আপনিও ঠিক সৌন্দর্য খুঁজে পাবেন ।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

দুর্দান্ত কথাকলি! সাজানো শব্দের ইটে প্রকৃতির রূপমা, দর্শনীয়। ভাল লাগা রেখে গেলাম!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হলাম । শুভেচ্ছা অফুরন্ত!

১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

জনৈক অচম ভুত বলেছেন: গোধূলির যে ছবি তুলে ধরলেন তাতে আমারো গোধূলিবিলাসের ইচ্ছে জাগছে। কিন্তু শেষে আবার মন বিচলিত হলে তো মুশকিল!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভূতদের তো গোধূলিবিলাসে কোন সমস্যা হওয়ার কথা না বরং সুবিধা! আশা করি কাউকে স্মরণ করে মনটাও বিচলিত হবেনা ।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

জনৈক অচম ভুত বলেছেন: দুঃখিত। :|

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সমস্যা নেই । অতিরিক্ত মন্তব্য মুছে দিয়েছি ।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,



মনখানা বিচলিত কারে মনে করে- এমন একখানা মন নিয়েই আপনার লেখাটি পড়ছিলুম । আর লেখার কথাগুলো নিয়ে ভাবছিলুম । নীচের দিকে তখনও চোখ যায়নি । যেতেই দেখি , পোস্টের ছবিটি আমারই কোনও এক পোস্ট থেকে নেয়া । খুব ভালো লাগলো জেনে । কৃতজ্ঞ হয়ে রইলুম ।

যা মন্তব্য করতে চাইছিলুম মনে মনে তা হারিয়ে গলো । বদলে লিখছি এইখানা ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার মন্তব্য মানে লেখার সামগ্রিক মূল্যায়ন । হারিয়ে গিয়ে তো ক্ষতিগ্রস্ত করলো । যাহোক, আপনার উপস্থিতিও কম অনুপ্রেরণা নয় ।

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় অশেষ কৃতজ্ঞতা । শুভ কামনা সতত!

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬

এডওয়ার্ড মায়া বলেছেন: শব্দে প্রাকৃতিক প্রতিচ্ছবি ।আমার বেশ লাগল ।
অালো-অাঁধারিতে অামি পথের অতিথি ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আমরা তো প্রকৃতিরই সন্তান, তাই তো পথের সান্নিধ্যে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে হালকা হই ।

১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২

ইমরান আল হাদী বলেছেন: কবিতায় আঁকা প্রকৃতির রূপ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো । ভালো থাকুন ।

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

মাহমুদ০০৭ বলেছেন: আহ আহ মদ জি এস ভাইয়ের মন্তব্য এত সুন্দর কেন ?
ভাল লাগ ল ।
এই সময়টা শুধুই দেখার , আর মন কেমন যেন বিষণ্ণ করে দেয় ।
ভাল থাকুন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: গুণী মানুষ! নিঃসন্দেহে ব্লগের সেরা মন্তব্যকারীদের একজন উনি ।

ভালো বলেছেন । এ সময়টা দেখার, উপভোগ করার ।

ভালো থাকুন ।

১৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কয়েকদিন আগে প্রায় এরকম পথের অতিথি হয়েছিলাম। কবিতা ভাল লাগলো ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: পথকে যে সাথী করতে পারে, তার কোন দুঃখ থাকেনা ।

শুভেচ্ছা অফুরান ।

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪২

জুন বলেছেন: প্রকৃতির সুন্দর চিত্র সাধু। অনেক ভালোলাগা রইলো।
+

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার উপস্থিতিতে অনুপ্রাণিত হলাম । অশেষ শুভেচ্ছা জানবেন ।

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

রক্তিম দিগন্ত বলেছেন:
এই ভোর সকালে মনে হয়না কবিতাটা পড়া ঠিক হল।
আরেকটু আগে পড়লে এই কবিতার ঠিক উলটো প্রতিচ্ছবিটা দেখতে পেতাম।

টাইমিং মিস! :(

সনেট সুন্দর!!! শব্দ নিয়ে খেলা করেছেন পুরোই।

+

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষ বিকেলে ব্যস্ততা থাকবে সেই আশঙ্কায় পোস্টটাও অসময়ে করেছিলাম (গতকাল সকালে) ।

শুভেচ্ছা ।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

কালপুরুষ কালপুরুষ বলেছেন: অনবদ্য অনবদ্য সকাল বেলায়ও গোধূলীর মুহুর্তটায় চলে এলাম। এক রাশ ভালো লাগা এবং এক আকাশ গোধূলীর শীতল স্পর্শে উদ্বেলিত মনের শুভেচ্ছা রেখে গেলাম।
ভালো থাকবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার মন্তব্যে ভালো লাগা! শুভ কামনা সতত!

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: বেশ সুন্দর কবিতা, পড়লেই মনে কেমন শান্তি শান্তি চলে আসে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা অফুরান । ভালো থাকুন ।

২৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯

দিগন্ত জর্জ বলেছেন: এই দুপুর বেলায়ও গোধুলীর আলাদা স্বাদ পেলাম। চমৎকার শব্দবিন্যাস। কবিতা অসাধারণ হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় ভালো লাগা রইলো । শুভেচ্ছা আপনাকে ।

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪

অদৃশ্য বলেছেন:




দারুন কিছু অনুভব করলাম দৃশ্যের সাথে... তবে কথা হলো চোখের সামনে রেললাইন বাঁকা হয়ে হারিয়ে গেলে আমার মোটেও ভালোলাগেনা, তার চেয়ে সরলরেখায় বহুদুর পর্যন্ত গিয়ে আকাশের ভেতরে হারাতে দেখলে তা খুবই ভালোলাগে... রেল ভ্রমণ বা রেল লাইনে হাঁটা দুটোই পছন্দের...

সাধুর জন্য শুভকামনা...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: চোখের সামনে রেললাইন বাঁকা হয়ে হারিয়ে গেলে আমার মোটেও ভালো লাগেনা, তার চেয়ে সরলরেখায় বহুদূর পর্যন্ত গিয়ে আকাশের ভেতরে হারাতে দেখলে তা খুবই ভালোলাগে..." হুম, এঁকেবেঁকে চলে গেলে আমারও মন খারাপ হয় ।

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা আপনাকে ।

২৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন++
পড়ে ভালো লাগলো।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । ভালো থাকুন ।

২৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গোধূলি বেলার চমৎকার দৃশ্য বর্ণন । কবিতায় ভাল লাগা ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লাগলো জেনে । অনেক অনেক শুভেচ্ছা ।

২৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১২

পুলহ বলেছেন: কবিতা ভালো লেগেছে, প্রথমে মনে করেছিলাম আপনাকে বলবো 'পথধারে নদী পূর্ণ কচুরিপানায়..' লাইনটায় নদীর বদলে অন্য কিছু (দীঘি/ ডোবা) দেওয়া যায় কি না, কিন্তু পরের লাইনগুলো দেখে মনে হোল- এখানে নদী পাল্টালে কবিতার ২য় স্তবক প্রায় পুরোটাই পাল্টাতে হবে

আর ছবিটা দেখে জীবনানন্দের একটা লাইন মাথায় ঘুরছে- like a robin
i would chirrup and outpour the delight of a crimson dewy drought ....

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাটা গভীরভাবে পাঠ করেছেন জেনে ভালো লাগলো । শুভেচ্ছা অফুরান ।

৩০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৭

চাঁদগাজী বলেছেন:




কবিতাটি সহজ, সরল, পড়তে কস্ট নেই, ভালো; বড় বড় ব্লগারদের বড় বড় কমেন্ট দেখে মনে হচ্ছে, আমি কিছু মিস করছি!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি মিস করেছি আপনার মন্তব্য! তা-ও ভালো শেষ পর্যন্ত এসেছেন । ধন্যবাদ আপনাকে ।

৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি। :)

ভালোলাগা+

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৭:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা অফুরান...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.