নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

পাপ-পুণ্যঃ একটি নিষিদ্ধ সন্ধ্যার কাব্য

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯


ওহে অবোধ মেয়ে,
কার সাথে ঘুরছো এই অসময়ে।
নামছে সন্ধ্যা, চারিদিক অন্ধকার;
নিস্তব্ধ প্রশান্ত জগৎ সংসার।
কোথাও কেউ নেই, এহেন পথের ধারে
আলিঙ্গন করছো নীরবে কারে!
চুম্বনে ভরিয়ে তুলছে অধর,
শিহরণে তুমি কাঁপছো থরথর।
উন্মুক্ত করে গায়ের আচ্ছাদন,
কার সাথে ঝোঁপঝাড়ে করছো শয়ন!
সাজিয়েছো কুঞ্জ বৃন্দাবনে,
পুষ্পশয্যা হবে হেথা গোপনে!
দুদিনের পরিচয়ে
দেহ বিনিময়,
কীভাবে সম্ভব আহা!
দুনিয়া বিস্ময়।
যারে তুমি দানিলে
অমূল্য এ ধন,
ক্ষণপরে সে তোমায়
করবে কি স্বরণ!
ক্ষণিকের আবেদনে
কোরনারে ভুল,
মালা গাঁথা যায় কি গো
বাসি হলে ফুল!

৮ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।

মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

ভ্রমরের ডানা বলেছেন: ক্ষণিকের আবেদনে
কোরনারে ভুল,
মালা গাঁথা যায় কি গো
বাসি হলে ফুল!


দারুন কবিতামালা! ভাল লেগেছে!
অবশ্য অবোধ মেয়েদের বলে লাভ নেই! তারপরেও আহব্বান করে দেখতে হয়!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: যাকে ভেবে এই লেখা সে-ও ভুল করেছে!

শুভেচ্ছা ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালোবাসায় ভুল থাকে না। সেও ভুল করবে না। শুভকামনা রইল।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ভুল মানুষকে ভালোবাসলে শেষে পস্থাতে হয়...
শুভেচ্ছা ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

রাবেয়া রাহীম বলেছেন: সুন্দর উপস্থাপন । ভাল লেগেছে। শুভেচ্ছা রইল কবি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা আপনাকেও । ভালো থাকুন...

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

জনৈক অচম ভুত বলেছেন: এতো চমৎকারভাবে বোঝাবার পরেও যদি না বোঝে তাইলে কিছুই বলার নাই আর। :|

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: বোঝেনা সে বোঝেনা ।

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৫

শায়মা বলেছেন:

:P

মেয়েটাকে ভালো কথায় না ভুলিয়ে বকা দিয়ে বুঝাতে হবে।
এমন কবিতা লেখো সাধু ভাইয়া!:)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: হিতে বিপরীত হতে পারে...
মেয়ে মানুষের বুদ্ধি-সুদ্ধি কম তো; এরা ধোঁকা খেয়ে ঠেকে শেখে...

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।

অনেক অনেক ভালোলাগা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা । ভালো থাকুন...

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৪

প্রামানিক বলেছেন: যারে তুমি দানিলে
অমুল্য এ ধন,
ক্ষণপরে সে তোমায়
করবে কি স্বরণ!


অনেক সময় মনের আবেগেই ভুল করে ফেলে। সুন্দর কবিতা।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: হুঁ, এদের আবেগ ভয়াবহ...

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

উৎপল হালদার বলেছেন: হুম দারুন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো...

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

শায়মা বলেছেন: ধোকা খায় নাকি!!!!!!!!!

কয় জন !!!!!!!!!!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এহহে ইনি বোধহয় আকাশ থেকে পড়লেন? এমন ঘটনা তো অহরহই ঘটে...

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: বুঝবেনা বুঝবেনা
আগুনে জ্বলে তনুমন
সুশীল বাক্র যেন বিষ সমন!

জ্ঞান বোধ যদি না গড়ে
পরিবার থেকে
আপনারে বিলিয়ে দেয় পথ পড়ে!!!

হায়! বিলিয়ে অমূল্য ধন
ভাবে স্মার্ট এনাফ
সাধু ভায়া ব্যাকডেটেড- আমরাও সাফ!!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভৃগুদা ভালোই বলেছেন । গায়ের জ্বালায় তাদের হুঁশ থাকেনা; তাছাড়া তারা এটাকে আধুনিকতাও মনে করে । আমরাই বরং ব্যাকডেটেড!

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো থাকুন সতত । অনেক অনেক শুভেচ্ছা...

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:




মনে ফোটা ফুল কখনো বাসি হয় না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তা বটে...

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৬

আরণ্যক রাখাল বলেছেন: এটা কোন ব্যাপার হইলো!
নো চিন্তা বস। লেট দেম মেক লাভ প্লিজ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: সে না হয় বুঝলাম কিন্তু পরে তো কেঁদে বুক ভাসায়; কেউ কেউ সুইসাইডও খেয়ে বসে...

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩০

আরণ্যক রাখাল বলেছেন: সে ওদের প্রব্লেম। কান্নাকাটি করে ভালবাসা হারায় বলে ভার্জিনিটির জন্য নয়। ভার্জিনিটি আসলেই একটা ফাউল চিজ। কোন মূল্য নেই, অথচ সবাই কতো গুরুত্ব দেয়

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বাঙালি মেয়েরা এখনও তেমন উদার হয়ে ওঠতে পারেনি...

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

নীলপরি বলেছেন: কবিতা বেশ ভালো লাগলো ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অবোধ মেয়েকে নিয়ে কিছু বললেন না?

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

রক্তিম দিগন্ত বলেছেন: এমনে বুঝাইলে কি আর কন্যায় বুঝবে কন?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: যতোভাবেই বোঝানো হোক ওরা বুঝেনা; বোঝে বড়ো অসময়ে ।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অহরহ ঘটে। এমন কবিতা তাহারা পড়ে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: কী আর করা যাবে, রাজপুত্তুর! তবুও বোধোদয়ের গান গেয়ে যাই...

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

ঢাকাবাসী বলেছেন: চমৎকার কবিতা, ভাল লাগল। ভুল ভাল নিয়েই তো জীবন!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম, তবুও চলছে জীবন জীবনের নিয়মে...

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সতর্কতা মূলক চমৎকার কাব্য ।
শুভেচ্ছা নিন কবি ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা আপনাকেও । ভালো থাকুন...

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

গেম চেঞ্জার বলেছেন: মেয়েরা আসলে মানসিকভাবে পরিপক্ষ হতে অনেক বেশি সময় নেয়! এইভাবে বুঝালে মাথায় উঠতে সময় বেশি নেবে নাকি! :||

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আবেগ দিয়ে চলে, বিবেক দিয়ে নয়;
সময় গেলে তাই তো পস্থাতে হয়...

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা । ভালো থাকুন...

২২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৫

নীলপরি বলেছেন: আপনি ঠিক কোন মেয়ের কথা ভেবে লিখেছেন জানিনা । আমি যখন পড়ছিলাম তখন ভাবছিলাম সেইসব প্রান্তিক মে্য়েদের কথা যাদের কাছে বোধের আলো পৌঁছয়নি । যারা স্নেহ মমতা তো দূরে থাক , দুবেলা খেতে পর্যন্ত পায় না । তারাই হয়ত একটু ভালো থাকার আশায় , রাংতা মোড়া কথায় ভুলে নিজেদের বিলিয়ে দেয় ।

আর যারা দূর্বলতার সুযোগ নেয় সেই পিশাচদের কি হয় কবি ? তারা তো মাথা উঁচু করেই বাঁচে !

শুভকামনা ।
ভালো থাকুন । :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: যারা পেটের দায়ে এ পথে এসেছে তাদের উদ্দেশ্যে বলা হয়নি, বলা হয়নি তাদের উদ্দেশ্যেও যারা বিত্ত-বৈভব এর জন্যও এসেছে! বরং তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যারা আবেগের বশে ভুল মানুষের সঙ্গে মিশেছে, শেষে ভুল অনুধাবন করতে পেরে আত্মঘাতি হয়েছে...

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললাগল

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

২৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সুলতানা রহমান বলেছেন: রূপক, আপনার কবিতা ভালো লাগে নাই। কিন্তু নামটা ভালো লেগেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: বড্ড ব্যাকডেটেড মনে হচ্ছে, না? কিংবা প্রতিক্রিয়াশীল?

২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

প্রথমকথা বলেছেন: সুন্দর অনুভূতি। খুব ভাল লাগল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।

২৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




অতি পুরাতন সব কথা, নীরব আলিঙ্গনের সবচেয়ে বেশী ঘটে যাওয়া কাহিনী, মোলায়েম সন্ধ্যের মতো করে তুলে এনেছেন ছন্দে ।



১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.