নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

না

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫১


ঘনিষ্ঠ দুই বন্ধু শৈবাল ও তূর্য বাসযোগে ময়মনসিংহ হইতে আসিতেছিল। তাহারা বসিয়াছে ডান পাশের সারির ৫ এবং ৬ নাম্বার সিটে। বাম পাশের সারিতে তাহাদিগের ঠিক সোজাসুজি বসিয়াছে দুই জন মেয়ে; বান্ধবী হয়তো। দুই জনই দেখিতে মাশাল্লাহ্ অপরূপা সুন্দরী, একজনকে ঠিক যেন বেহেশতের হুর মনে হইলো! যাহা হউক, তাহারা খোশগল্প শুরু করিল! তাহাদের হাসাহাসি, হৈচৈ এ সারা বাস কম্পমান। তাহাদের আচরণে যদ্যাপি সবাই বিরক্ত হইতেছে, তথাপি কেহ কিছু বলিতেছে না।

বাস কিছুদূর আসিবার পর অকস্মাৎ বাম পাশে থাকা সুন্দরীদের একজন (বেহেশতের হুর) কারণে কিংবা অকারণেই হউক (কারণটি বোধগম্য হইলো না ঠিক) শৈবালকে বলিল, “ভাইয়া, আপনারা একটু এই সিটে আসবেন?”
শৈবাল তূর্যকে টানিতেছে; বলিতেছে, “চলো!”
তূর্য তাহাকে থামাইল; অতঃপর মেয়েটিকে বলিল, “স্যরি আপু, আমরা ওখানে বসব না।”

মেয়েটির মুখমণ্ডল ততক্ষণে লাল হইয়া গিয়াছে! জনাকীর্ণ বাসে কোনো যুবক সরাসরি “না” বলায় চরম অপমানিত বোধ করিয়াছে বোধহয়। রাগে কিড়মিড় করিতেছে সে। এই প্রথম বোধহয় কেহ সরাসরি “না” করিল।

তূর্য শৈবালকে বলিল, “মেয়েরা যা বলবে তাই কি শুনতে হবে? নিজের কি কোনো প্রেস্টিজ নেই? কোনো সমস্যা হলে না হয় মানা যেত। ওরা তো এমনিতেই...”
শৈবাল চুপ হইয়া গেল!

ছেলেদের সব চাইতে বড়ো দুর্বলতা হইল তাহারা সম্মুখে দণ্ডায়মান কোনো মেয়ের অনুরোধ হঠাৎ করিয়াই ফেলিয়া দিতে পারে না। মেয়েটি সুশ্রী কিংবা কদাকার যেমনই হউক না কেন! তাহার উপর মেয়েটি যদি অতিমাত্রায় সুশ্রী হয়, তাহা হইলে তো কোনো কথাই নাই। এ ধরনের হীন প্রবণতা হইতে বাহির হওয়া উচিত। তূর্য মনে করে অবশ্যই সুন্দরীদিগকে “না” বলিবার মতো সক্ষমতা অর্জন করিতে হইবে।

মন্তব্য ৫৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০০

তাজবীর আহােমদ খান বলেছেন: ভাই,বউ বা প্রেয়সী, যেই হোক,তিনি সুন্দরী হন বা না হন,বুকে হাত দিয়ে বলেন তো মুখের উপর সরাসরি না বলার ক্ষমতা আপনার আছে?বলি জনাব,ঘাড়ের উপর মাথা কয়টা??
হা হা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বউ/প্রেয়সী কোনোটাই নেই আমার, তাই বলতে পারছিনা ।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০২

গেম চেঞ্জার বলেছেন: ভোটেড

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সাহসী মানুষ চাই, কী কন, গেম্ভাই?

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৯

গেম চেঞ্জার বলেছেন: হোয়াই নট!!

দারুণ ব্যাপার এটা!

অবশ্য একবার ট্রেনে করে বাড়ি আসার সময় আমার কেনা টিকিট দিয়ে ঢাকা থেকে ভৈরব পর্যন্ত একটা মেয়েকে বসতে দিয়েছিলাম। এর কারণও ছিল, সিট ছিল না বেচারির। বেশ কষ্ট পাচ্ছে দেখে আমি নিজে থেকেই দিয়ে দিয়েছিলাম। :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: বিপদে পড়লে তো সাহায্য করতেই হবে । কিন্তু সেটা যেন লুলামি না হয়ে যায়...

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১০

প্রামানিক বলেছেন: যুক্তি ঠিক আছে, তবে সমস্যা হলে তাদের সহযোগীতা করা দরকার।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সহযোগিতা করা অবশ্যই প্রয়োজন যদি সমস্যায় পড়ে...ঢং করাকে উৎসাহিত করা উচিত না!

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭

গেম চেঞ্জার বলেছেন: মোটেও না!! :-/

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: ছেলেদের মধ্যে এই ব্যাপারটা খুব বেশি মাত্রায় দেখি অন্য কোন ছেলে বিপদে পড়লে এগিয়ে আসেনা কিন্তু কোন মেয়ে কিছু বলার আগেই জানপ্রাণ নিয়ে হাজির!

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

হাঁফীজ আনোয়ার হোসাইন বলেছেন: তূর্য্য ইতিমধ্যেই সেই সক্ষমতা অর্জন করিয়াছেন,এখন আমি করিতে পারলেই হয় :|

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: চেষ্টা-চরিত্র চালিয়ে যেতে হবে!

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

নীলপরি বলেছেন: দারুন লিখেছেন । অকারনে অ্যাডভেন্টজ নেওয়া ঠিক না । এরকম যারা করেন তারা নিজেদেরকেই ছোটো করেন । :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: যথার্থই ।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: তূর্য্য পারিলে সাধুও পারিবে। পাঁচ, থুড়ি এক জনে পারে যাহা তুমিও পারিবে তাহা .......

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: যে তূর্য্য সে-ই সাধু...

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

বিলিয়ার রহমান বলেছেন: অবশ্যই সুন্দরীদিগকে "না" বলিবার মতো সক্ষমতা অর্জন করিতে হইবে । :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই তো...

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

জনৈক অচম ভুত বলেছেন: শিক্ষামুলক ঘটনা। ইহা হইতে পুরুষ সম্প্রদায়ের শিক্ষা লওয়া অবশ্য কর্তব্য। B-))

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: কিন্তু সমস্যা হলো পুরুষ সমাজ বরাবরই লুল!

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: ইহাদ্বিগকে না বলিলে, তাহারা যেইভাবে কটকট করিয়া তাকায় যে মনে হয় তারা গিলিয়াই ফেলিবে।

এই গিলিয়া ফেলিবার ভয়েই কেহ না করিতে পারে না। :P

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তাই আগেভাগেই সাহস সঞ্চয় করিতে হইবে...

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

প্রামানিক বলেছেন: এই ব্যাপারে পুরুষদের দুর্বল হওয়া যাইবে না -- - - -। প্রয়োজনে রূপক বিধৌত সাধুকে সভাপতি বানাইয়া ঘরে বাইরে চোখ বন্ধ করিয়া আন্দোলন করিতে হইবে। এমন কি মাঝে মাঝে স্লোগান ধরিয়া বলিতে হইবে "দুর্বল পুরুষ এগিয়ে চলো আমরা নাই তোমার পিছে- - -- "

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ওপরে যতো কথাই বলিনা কেন এটা অস্বীকার করার উপায় নেই যে বেশিরভাগ পুরুষই তীর্থের কাক!

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

শামচুল হক বলেছেন: দারুণ ঘটনা তো। কিন্তু পুরুষরা তো মেয়েদের ব্যাপারে সবসময়ই দুর্বল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: মেয়েদের প্রতি অত্যাদিক দুর্বলতা খারাপ লক্ষণ । এটা কাটিয়ে উঠতে হবে ।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১

শায়মা বলেছেন: সাধুভাইয়া গেমুভাইয়াকে দেখে শেখো!!!!!

কেমনে করে নিজের টিকেটে সুন্দরীদের উপকার করিতে হয়! :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দরীদের উপকার করলে নূন্যতম কৃতজ্ঞতাও প্রকাশ করেনা । ওরা মনে করে এটা ছেলেদের দায়িত্য । সাধারণ সৌজন্যতাও ওদের নেই ।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

শায়মা বলেছেন: আহা বলছে না!!!!!!!!!

মিছা কথা বলো কেনো!!!!!!!!!!!!!!!!!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মোটেও মিথ্যে কথা না! আমার নিজের ডিপার্টমেন্টেই এমন একাদিক ঘটনা ঘটেছে । আরও অনেক ঘটনা আছে সব বলা যায়না । অভিজ্ঞতা তিক্ত! তাই এমন বিষয়ের অবতারণা!

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

গেম চেঞ্জার বলেছেন: @শায়মাপু,

ঐ মেয়েটি আহামরি সুন্দরি ছিল না। ১৩-১৪ বছরের হবে। বেচারির ভাইয়ের সাথে বেশ কষ্ট করে দাঁড়িয়েছিল। বিবেক থাকায় আমার কষ্ট করে ওকে বসাতে হয়েছিল। :(

তবে সুন্দ্রী আর এই টাইপ (ওরা মনে করে এটা ছেলেদের দায়িত্য । সাধারণ সৌজন্যতাও ওদের নেই ) হলে মোটেও হেল্প করতাম না। কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে রিমিক্স শুনতাম!! :-B

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: শায়মাপু ঢঙ্গিদের পক্ষ নিচ্ছে (বিরক্তির ইমো হবে)!

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৮

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দরীদের না বলার পক্ষে আমি না (যদি না বিশেষ কাজ থাকে)। কারণ তাতে দেশের অর্থনীতিতে মন্দাভাব তৈরি হবার প্রবল সম্ভবনা থাকে!

বিষয়টি কিভাবে সম্ভব সে একদিন নাহয় সাক্ষাতে ব্যাখ্যা করব সাধু ভাই!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: Lol

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
গেমু
এমন ঘটনা আমার সাথেও ঘটেছো। ধন্যবাদহীন উপকার করছি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ দেবে কী সুন্দরীরা মনে করে ওদের সাহায্য করা ছেলেদের দায়িত্য ।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৫

গুলশান কিবরীয়া বলেছেন: আপনি খুবই নারী বিদ্বেষী !!! :-B কি জরিমানা দিবো বলেন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ছেড়ে দে মা কেঁদে বাঁচি! উকিল সাহেবাকে জরিমানা করে বিপদে পড়বো নাকি? শর্ত শিথিল!

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: বোঝা গেলো বীথিপু তূর্য্যের পক্ষে!

২১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনার এই পোস্টে কি কমেন্ট করা যায়, কি কমেন্ট করা যায়, ভাবছিলাম, ভাবছিলাম; মনে হচ্ছিল আপনাকে ব্লগের ঢেঁকি উপাধি দিই।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগের ঢেঁকি কি আমড়া কাঠের ঢেঁকির সমার্থক শব্দ? তাহলে ঠিক আছে!

২২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩১

আনোয়ার সবুজ বলেছেন: সুন্দরীদিগকে না বলা যায় না! যাহারা বলে তাহারা সাধু! তুর্য্য ভাই গিয়াছেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সে বড়ো কঠিন কর্ম!

২৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

পথহারা মানব বলেছেন: যদি ভাল, শান্ত মনে হয় তবে আমি সিট চেন্জ করতে রাজি...বাট যদি ঢংগী হয় ভাই তাহলে নো অ্যাডভান্টেজ X((

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: সে-ই ভালো ।

২৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

ঢাকাবাসী বলেছেন: আপনার লেখা আমি পড়ি, ভাল লেখেন। বাস্তবে এরকমটা হয় না। মহিলা ডাকলেই পুরুষরা যায়! রিফিউজ করার ক্ষমতা লাখে একজনের হয়!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রকৃতিগত ভাবেই মানুষ বিপরীত লিঙ্গের প্রতি দুর্বল! সুন্দরী নারীদের প্রত্যাক্ষান করা তাই কঠিন । তবে যাই বলুন এই ঘটনাটা কিন্তু সত্যি । তূর্য্যটা কে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন ।

২৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

জেন রসি বলেছেন: হা হা.........সন্ন্যাসী এবং বিপ্লবীদের সুন্দরীদের থেকে দূরে থাকতে বলা হয়েছে। যদিও সফল ধর্মপ্রচারক কিংবা বিপ্লবী নেতা কেউই সেই উপদেশ মানেন নাই। ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দরীদের কাছ থেকে যতো দূরে থাকা যায় ততই মঙ্গল!

২৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভালোই বলিয়াছেন। উটকো আচরণ প্রদর্শন করিলে যতই সুন্দরী হউক উহাকে কেহই সাহায্য করিবে না। যদিও গল্পের নায়িকা মার্জনার অযোগ্য আচরণ করিয়াছেন, তবুও নারীদের প্রতি সম্মান প্রদর্শন জরুরী।
** যাই বলুন না কেন সুন্দরীদের প্রত্যাখ্যান অতখানী সহজ কাজ নয়। শৈবাল এবং তূর্যের মধ্যে তূর্যই সাহসিকতার পরিচয় দিয়াছেন। যথার্থ।
ধন্যবাদ আপনার সুন্দর লেখনির জন্য।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: We are too much lool. We can't reject them. Thanks for your nice comment.

২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু ,




অবশ্যই সুন্দরীদিগকে "না" বলিবার মতো সক্ষমতা অর্জন করিতে হইবে ।
হা...হা.....হা.... জ্ঞানগর্ভ উপদেশ ।
রূপ ধুয়েই তো সাধু হতে হয় । সবাই কি তা পারে ? সাধু সাজা যায়, হওয়া যায়না ।

তবে পোষ্টের ছবির বাসটি যদি ময়মনসিংয়ের বাস হয় তবে কতো কিছুই না হতে পারে .........। ;) :(

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্ট এ সংযুক্ত ছবিটা ঠিক ময়মনসিংহের না, তবে উক্ত ঘটনাটা এমনই একটা জনাকীর্ণ বাসে ঘটেছিলো...

২৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

অপু দ্যা গ্রেট বলেছেন: অব্যশই না বলা শিখতে হবে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: না বলার সাধ্য কী আর সবার থাকে! বেশিরভাগ পুরুষই তো সুযোগসন্ধানী!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.