নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বঁধূয়ার স্মৃতি

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৮


কেমনে কাটিবে দিন বঁধূয়ারে ছাড়া?
একাকি জাগিয়া থাকি নিশীথিনী সারা!
ছিলাম আমি যখন বঁধূয়ার সাথি,
কতো কথাই হইত, কতো মাতামাতি ।
পুকুর পাড়েতে কিংবা লিচু গাছ তলে,
দেখা হইত মোদের প্রত্যেহ বিকালে ।
গল্প-গোজবে হইত বেলা কতো ইতি,
ছিলনা খেয়াল ঘরে ফিরিবার প্রতি!
সুখ-দুঃখ যাতনায় লইত সে ভাগ,
তাহার আমার মাঝে ছিলনা ফারাক ।
বর্ষায় বৃষ্টির জল পড়িত যে গায়ে,
কতো কাব্যগীতি গাঁথা হইত হৃদয়ে ।
রাজহাঁস, পাতিহাঁস ভাসিত যে জলে;
সারাদিন ছুটিতাম খেলিবার ছলে ।
পরিত বঁধূয়া যবে নীলাম্বরী শাড়ি,
অভিভূত হইতাম ভাবিয়া অপ্সরি ।
আজ সে চলিছে একা আপনার দেশে,
ফিরিবেনা কভূ আর পুরনো আবেশে ।
হইবেনা আর কভূ ভালোবাসাবাসি,
মত বিনিময়, খুনসুটি, হাসাহাসি ।
কেমনে বাঁচিব আমি ভুলিয়া তাহারে,
প্রতি শিরায় শিরায় সে বিরাজ করে ।
ভুলাতো যায়না হায় বঁধূয়ার স্মৃতি,
নিশিদিন কাঁদে প্রাণ, জাগে অনুভূতি ।

১৩/০৪/২০০৯ খ্রিস্টাব্দ
৩০ চৈত্র ১৪১৫ বঙ্গাব্দ

মন্তব্য ৫৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩০

নামে বইয়ের পোকা বলেছেন: সুন্দর কবিতা

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো । ভালো থাকুন সতত!

২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৩

গুলশান কিবরীয়া বলেছেন: বাহ !! দারুণ !! ভালো লেগেছে বঁধুয়ার স্মৃতি ...

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা রইলো, গুলশানাপা!

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

মার্কো পোলো বলেছেন: ভাল লিখেছেন।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় ভালো লাগা! ভালো থাকুন!

৪| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ।

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা, রাজপুত্তুর! খুশি হলাম মন্তব্যে!

৫| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ । শুভ কামনা নিরন্তর!

৬| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৪

গেম চেঞ্জার বলেছেন: হায় বঁধূয়া!! :|

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০২

রূপক বিধৌত সাধু বলেছেন: বঁধূয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে!

৭| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫০

নীলপরি বলেছেন: ভুলাতো যায়না হায় বঁধূয়ার স্মৃতি,
নিশিদিন কাঁদে প্রাণ, জাগে অনুভূতি ।


সাধু ভাষার সুবাস অপূর্ব লাগলো ।

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: সাধু মানুষের লেখা সাধু ভাষাতেই হওয়া চাই, কী বলেন, নীলপরি?

৮| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: আহা কত আনন্দে দিন কাটাইতেন বঁধুয়ার সাথে।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না, রইলো না; সেই যে আমার নানান রঙের দিনগুলি!

৯| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৪৯

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।

মধুর অতীতের হাতছানিঃ

//গল্প-গোজবে হইত বেলা কতো ইতি,
ছিলনা খেয়াল ঘরে ফিরিবার প্রতি!
সুখ-দুঃখ যাতনায় লইত সে ভাগ,
তাহার আমার মাঝে ছিলনা ফারাক ।//


ভাল থাকুন। সবসময়।

২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

১০| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: হুম , অবশ্যই । তিনি যদি হাইটেক সাধু হন , তাহলে আরো বেশী করে ।

সাথের ছবিটাও দারুন । বলতে ভুলে গিয়েছিলাম ।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: হাইটেক সাধু আবার কোনটা?

১১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫২

কানিজ ফাতেমা বলেছেন: আজ সে চলিছে একা আপনার দেশে,
ফিরিবেনা কভূ আর পুরনো আবেশে ।
------------- কখনো কখনো না ফেরাটাই বোধ করি উত্তম হয়ে ওঠে ।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: হতে পারে, তবে বিদায় মুহূর্তটা বড্ড দুঃসহ! এর প্রভাবটা পরবর্তী জীবনেও থাকে; খুবলে খায় অন্তরাত্মাকে ।

১২| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৯

কানিজ ফাতেমা বলেছেন: তাইতো রবীন্দ্রনাথ বলেছিলেন দু:খকে ঐর্শয্যের মত লালন করার কথা

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তা বটে! স্বেচ্ছায় নেয়া দুঃখকে ঐশ্বর্যের মতোই ভোগ করা যায় ।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৭

কাছের-মানুষ বলেছেন: চমৎকার কবিতা ।
+++

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা রইলো, কাছের মানুষ! শুভ কামনা সতত!

১৪| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

মনিরা সুলতানা বলেছেন: বঁধূয়া সাধুর চোখে জল এনেছে হায়...
খুব খুব ভালো লেগেছে :)

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কী বা করার আছে! বঁধূয়াদের কাজই তো এই! কতো সুজন যে তাদের কারণে সন্ন্যাস নিলো, তার কি হিসেব আছে!

শুভেচ্ছা রইলো, মনিরাপা!

১৫| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো । ভালো থাকুন নিরন্তর!

১৬| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০০

ইয়াশফিশামসইকবাল বলেছেন: াবাক ব্যপার!! সায়মা এখোনো কোনো মনতববো করলোনা!!!

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যস্ত মানুষ; গরীবের বাড়িতে আসার সময় কোথায়!

১৭| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:




কি সব কস্টের কথামালাকে ব্লগে নিয়ে আসছেন, কি হচ্ছে?

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি যে কষ্টের ফেরিওয়ালা; তাই তো কষ্ট ফেরি করে ফিরি!

১৮| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৩৫

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: হইবেনা আর কভূ ভালোবাসাবাসি,
মত বিনিময়, খুনসুটি, হাসাহাসি ।

গভীর আবেগ। খুব ভাল লেগেছে।

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও মন্তব্যে পুলকিত হলাম । শুভেচ্ছা অফুরন্ত!

১৯| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৯

অরুনি মায়া অনু বলেছেন: বঁধূয়া আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে,,,,,,,
সুন্দর কবিতা

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা রইলো । শুভ কামনা প্রতিনিয়ত!

২০| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১:০৬

নীলপরি বলেছেন: আপনি এখনি দর্পন দর্শন করুন । তাহা হইলে বুঝিতে পারিবেন । আমার সাধু ভাষা ঠিক না হইলে নিজ দায়িত্বে ঠিক করিয়া পড়ুন । :)

৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সেইদিন খুব বেশি দূরে নয়; একদিন আমিও সন্ন্যাস নেবো ।

২১| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

ঢাকাবাসী বলেছেন: বেশ ভালো লাগিল বলিয়া বোধ হইতেছে।

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার ভালো লাগিয়াছে জানিতে পারিয়া খুশি হইলাম । অশেষ শুভেচ্ছা রহিলো ।

২২| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন: বধুকথন ভাল লেগেছে! আহা! কি মিষ্টি কবিতা!

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা রইলো ।ভালো থাকুন ।

২৩| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

মহা সমন্বয় বলেছেন: কেমনে কাটিবে দিন বঁধূয়ারে ছাড়া?
একাকি জাগিয়া থাকি নিশীথিনী সারা![/si

ভুলাতো যায়না হায় বঁধূয়ার স্মৃতি,
নিশিদিন কাঁদে প্রাণ, জাগে অনুভূতি ।



হায় বঁধূয়া হায়!!!! :(

৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: হা হুতাশ করিয়া কী হবে লাভ,
বঁধূয়া দিবে না প্রশ্নের জবাব!

২৪| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭

নীলপরি বলেছেন: আমি তো এমনি মজা করে বলেছিলাম । আপনি সিরিয়াসলি উত্তর দেবেন , ভাবিনি ! যাক সরি ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: এমনটাই ঘটার সম্ভাবনা বেশি!

২৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

প্রথমকথা বলেছেন: পরিত বঁধূয়া যবে নীলাম্বরী শাড়ি,
অভিভূত হইতাম ভাবিয়া অপ্সরি ।

খুব ভাল লেগেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন সতত!

২৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০

নীলপরি বলেছেন: আপনি কি গুগুল অ্যাপস দিয়ে ফাইল রিকভার করার চেষ্টা করেছিলেন ?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: চেষ্টা করেছিলাম; হচ্ছেনা ।

২৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫

সাহসী সন্তান বলেছেন: স্মৃতি বড় বেদনার! কবিতা ভাল লাগলো সাধু ভাই! শুভ কামনা!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভেচ্ছা রইলো ।

২৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৮

রুবিনা পাহলান বলেছেন: বাহ ! বাহ! বাহ!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় খুশি হলাম! শুভেচ্ছা রইলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.