নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

বিষয়ভিত্তিক কবিতাঃ বৃষ্টিবিলাস

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২০


ক্ষণিকের দেখা
তারে দেখেছি এক বর্ষা বাদল দিনে,
সে চলছিলো পন্থে একাকী আনমনে।
কী মায়াবী মুখ, হাওয়ায় চুল ওড়ে;
লাল দুটি চঞ্চু, মমতা নয়ন জুড়ে।
ধীরস্থির চলন; সেই চলনে ছন্দ;
কামিনীর সুবাসে বিরাজিছে আনন্দ।
প্রকৃতি মগ্ন নানান যজ্ঞ আয়োজনে,
তার আগমন সময়ের প্রয়োজনে।
বিপুলা সরোবরে ফুটেছে নানা ফুল,
চতুর্দিকে বৈচিত্র্যতা, পক্ষীরা আকুল।
কতো গান, কতো তান, সাড়া চারিপাশে;
ধন্য হলো ধরা যেন তারে ভালোবেসে।
সহসা আকাশে মেঘ দানা বেধে ওঠে,
সে তখন ঝড়ের বেগে চলল ছুটে।।

১ আষাঢ় ১৪১৮ বঙ্গাব্দ



বৃষ্টি
আকাশের বক্ষে আর হইবেনা স্থান,
এই ক্ষোভে বৃষ্টি করিয়াছে অভিমান।
সবুজের বক্ষ মাঝে পড়িতেছে ঝরে,
সবুজ লইতেছে অতি আপন করে।
পুষ্প-রূপে ভরপুর ধরণীর বুক,
সুভাসিত গহ্বরে লোকায়েছে মুখ।
হিমেল প্রকৃতিতে মিশুকতার ছায়া-
উদ্যমে ছুটিছে পবন হারায়ে হায়া।
ঝটিকা হাওয়ায় পত্র পল্লব ঝরে,
স্নিগ্ধতার আবেশ ধরা শোভিত করে।।




যখন বৃষ্টি নামে
আকাশে ডাকছে হেন গুড়ু গুড়ু মেঘ,
কখনো সখনো বিদ্যুৎ চমকায়;
প্রবল বাতাসে কেঁপে উঠছে ধরণী
গাছের শুকনো পাতা ঝরে রাস্তায় ।
নামছে বৃষ্টি! দৌড়ে বাইরে আসি,
দাঁড়াই পথের ধারে এই অবেলায়;
কোথাও মানুষ নেই-পথঘাট ফাঁকা
অজানা আবেশে মন কোথায় হারায়?

ওগো তুমি কি আসবে এই সন্ধ্যায়?
ভিজবে আমার সাথে এই বৃষ্টিতে?
দুজনে হারিয়ে যাবো দূর অজানায়
হেসেখেলে, নেচেগেয়ে; হাত রেখে হাতে!
অঝোরে বৃষ্টি পড়ে আসমান চিরে,
একলা দাঁড়িয়ে থাকি পথের কিনারে!


২৭ চৈত্র ১৪২১ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।

ছবিঃ প্রথমটা গুগল থেকে, দ্বিতীয়টা নিজেরই তোলা; আর তৃতীয়টা ফেসবুক অথবা ব্লগ থেকে ।

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। +

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ।

২| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৩

মৌমুমু বলেছেন: সুন্দর লিখা। বৃষ্টি আমার খুব প্রিয়। শেষের প্যারাটা একটু বেশি ভালো লেগেছে । শুভ কামনা রইল।

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রীতি ও শুভেচ্ছা জানবেন । শুভ কামনা আপনার জন্যও ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুব ভালো লিখেছেন। প্রথম ছবিটা অসাধারণ।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: হুম । শুভেচ্ছা জানবেন ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৮

সুমন কর বলেছেন: প্রথমটি এবং শেষটি বেশি ভালো লাগল।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন সতত!

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫

মহা সমন্বয় বলেছেন: কবিতা ভাল লেগেছে। সেই সাথে আপনাকে এটা গান শুনাই। !:#P

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার খুব পছন্দের একটা গান । শেয়ার করার জন্য ধন্যবাদ ।

৬| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৭

নীলপরি বলেছেন: ওগো তুমি কি আসবে এই সন্ধ্যায়?
ভিজবে আমার সাথে এই বৃষ্টিতে?
দুজনে হারিয়ে যাবো দূর অজানায়
হেসেখেলে, নেচেগেয়ে; হাত রেখে হাতে!
অঝোরে বৃষ্টি পড়ে আসমান চিরে,
একলা দাঁড়িয়ে থাকি পথের কিনারে!


কবিতাগুলো দারুন লাগলো । তবে শেষেরটা বেশী ভালো লাগলো । ++

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষেরটা লিখতে গিয়ে আবেগ বেশি কাজ করেছে । ময়মনসিংহ সদরে যখন থাকতাম, তখনকার লেখা ।

৭| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

কোন ছন্দে লিখা ভাইয়া :)

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: এসব কী বলেন, আফা? লজ্জা দেবেন না, প্লিজ!

প্রথম দুটো অক্ষরবৃত্তে আর তৃতীয়টা মাত্রাবৃত্তে লেখার প্রয়াস মাত্র!

৮| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৫

অদৃশ্য বলেছেন:



ক্ষণিকের দেখা, বৃষ্টি, যখন বৃষ্টি নামে ... চমৎকার লেগেছে

শুভকামনা...

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠ ও প্রতিক্রিয়ায় পুলকিত হলাম! শুভ কামনা আপনার জন্যও ।

৯| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

জেন রসি বলেছেন: বৃষ্টি মানেই মনে মনে বৃষ্টিবিলাস।

চমৎকার।

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: সেটাই । বৃষ্টিটা আমাকে বড্ড টানে ।

১০| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৩

জুন বলেছেন: হুমায়ুন আহমেদের বৃষ্টিবিলাসে পেয়েছে কবিকে। অনেক ভালোলাগলো সাধু।
+

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আসলেই! উনার মত বৃষ্টি আমারও খুব প্রিয়, সুযোগ পেলেই ভিজি! অবশ্য ইদানীং ভয় করে যদি বাজ পড়ে!

১১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১২

সোহাগ সকাল বলেছেন: দু'টো কবিতাই অনেক ভালো লাগলো। শুভ কামনা রইলো।

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা আপনার জন্যও । ভালো থাকুন ।

১২| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৯

নায়না নাসরিন বলেছেন: কবিতা প্রিয় আমি। দুইটি কবিতাতেই প্লাস +++++++

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন । শুভ কামনা থাকলো ।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন +++

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভ কামনা রইলো । ভালো থাকুন ।

১৪| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৯

অরুনি মায়া অনু বলেছেন: ভাল লেগেছে

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ শুভেচ্ছা । ভালো থাকুন নিরন্তর!

১৫| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


"লাল দুটি চঞ্চু, .... "

-টিয়া পাখী দেখেছিলেন?

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: লাল চঞ্চু শুধু টিয়ে পাখিরই থাকেনা, বালিকারাও লাল লিপস্টিক দেয় চঞ্চুতে!

১৬| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


"প্রবল বাতাসে কেঁপে উঠছে ধরণী
গাছের শুকনো পাতা ঝরে রাস্তায় । "

-বাংলার বর্ষাকালে কি গাছে শুকনো পাতা থাকে? মনে হচ্ছে, আকাশে একপাল হাতী উড়ছে?

১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ওহ নো! ঐ লেখার নিচের তারিখটা খেয়াল করুন । বর্ষাকাল ছাড়াও বৃষ্টি হয় ।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



সব ব্যাখ্যার পর, অনেকটা বাধ্য হয়ে বলছি, কবিতা মোটামুটি ভালো হয়েছে।

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.