নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়তে ও চিন্তা করতে ভালবাসি। ছোট গল্পের সাথে সাথে ব্লগ লিখি।
বেকুব জাতি ড. মুহম্মদ ইউনূসের বক্তব্য বুঝতে পারল না। তার অফিস থেকে বক্তব্যের ব্যাখ্যা দিতে হল! এই ব্যাখ্যা পেয়ে আমরা ধন্য! কত গভীর একটা ভাব প্রকাশ করলেন অথচ তার সাক্ষাতকার শোনার সময় আমরা ভাব নিয়ে শুনলাম না! নয়ত ঠিকই বুঝতে পারতাম তার কথার মাহাত্ম্য!
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) তার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন রিসেট বোতাম চাপানো কথা বলেছিলেন, তখন তিনি দুর্নীতি-গ্রস্ত রাজনীতি থেকে নতুন সূচনা করতে চেয়েছিলেন, যা বাংলাদেশের সমস্ত মূল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল, অর্থনীতিকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তিনি বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে মুছে ফেলতে চাননি। ভয়েস অব আমেরিকার সঙ্গে অধ্যাপক ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকারকে কেউ কেউ ভুল ব্যাখ্যা করছেন।
ভোয়ার সঙ্গে সাক্ষাতকারে ড. ইউনূসের কাছে প্রশ্ন করা হয়েছিল--বত্রিশ নম্বর বাড়ির জাদুঘর ধ্বংস, পনেরোই অগাস্ট সরকারি ছুটি বাতিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলা বিষয়ে। তিনি তখন রিসেট বাটান চাপার কথা বলেন। তখন তার উত্তর শুনে আমরা ভ্রু কোঁচকালেও এখন সেই উত্তরের ব্যাখ্যা পেয়ে আমরা ধন্য ধন্য!
কিন্তু জনাব আপনি ইতিহাসের প্রশ্নে নীতি শাস্ত্রের চমৎকার উত্তর লিখলেন! একশোতে একশো! আপনার নিশ্চয়ই কানে সমস্যা নেই, আবার এক প্রশ্নে আরেক উত্তর দিলেও আপনাকে তো আর বেকুব বলা যায় না--আমরাই হলাম বড় বেকুব জাতি!
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৫
আহা রুবন বলেছেন: তা ঠিক। তবে বয়সের দোষও আছে। কেমন আছেন গাজী সাহেব?
২| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩০
কামাল১৮ বলেছেন: ওনার এই মারফতি কথা উনি বুঝলেই চলবে, জাতির বুঝার দরকার নাই।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮
আহা রুবন বলেছেন: ট্রান্সকম মিডিয়া তো আবার তার এই মারফতি কথা নিয়ে রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছে।
৩| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৫
আরইউ বলেছেন:
ক্লিনটন ফ্যামিলি কোটার নোবেলম্যানের কাছ থেকে এরচেয়ে বেশি আশা করাইতো ভুল। তার বক্তব্যের গভীরতা এতই বেশি ছিল যে কয়েকদিন সময় নিতে হয়েছে বক্তব্যের ব্যাখ্যা খুঁজে বের করতে।
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫২
আহা রুবন বলেছেন: বুড়ো বয়সে ভাঁওতাবাজি না করলেও পারতেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৭
আহসানের ব্লগ বলেছেন: উনি বললেন অতীত নিশ্চিত ভাবে চলে গেসে৷ মানে ৭১ চলে গেসে৷ এখন আবার ৭১ এর কাছে মাথা নত করলেন৷ যাও সাধারণ মানুষ মনে করেছিলো আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক৷ কিন্তু বাংলাদেশ নাম, জাতীয় পতাকা, জাতীয় সংগীত এসব নিয়ে টেস্ট করতে গিয়ে বিএনপি জামাত বিশাল জনসমর্থন হারালো৷ কারণ এই ইস্যুতে লীগার রা বাদে কেউ ই প্রতিরোধ গড়ে নাই৷ এটা জনগন দেখেছে৷ তার ওপর ওনাদের মাস্টার মাইন্ড বলেছেন ৭১ এ বাঙালি মুসলিম রা যুদ্ধ করেছে৷ অথচ আমরা জানি বাঙালি সব ধর্ম মতের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো, জামাত আল বদর আল শামস গঠন করে গন *হ *ত্যা চালিয়েছে।
আজকে তারা ৭১ নিয়ে টেস্ট করছে৷ একবার বলছে অতীত মুছে গেছে আরেক বার ৭১ নিয়ে ধর্মীয় বিবেধ দাড় করাচ্ছে। ওরা যে কি চায় তা আমরা ভাল করে বুঝি৷ ওরা চায় পূ *র্ব পাকিস্তান৷ যা আমরা হতে দেবনা৷ যতক্ষণ দেহে শেষ রক্তবিন্দু আছে৷ ততক্ষণ যুদ্ধ করে যাবো৷
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৮
আহা রুবন বলেছেন: সহমত পোষণ করি। এই বদগুলা অপদার্থ ছাত্রদের ভুলভাল বুঝিয়ে আমাদের অস্তিত্ব ধরে টান দিয়েছে।
৫| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪০
প্রহররাজা বলেছেন: উনার কথার ভুল ব্যাখ্যা দিলে মেধাবী হত্যা মামলায় ফেসে যেতে পারেন। আদালতে ভাড়া করা লোকের কাছে মারধরের শিকার হবেন।
১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৫
আহা রুবন বলেছেন: অমিতাভ বচ্চনের সে্ই বিখ্যাত উক্তি মনে পড়ে গেল-- ধর্ষণ যখন অনিবার্য বাঁধা না দিয়ে তা উপভোগ করাই শ্রেয়।
৬| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৫
শিশির খান ১৪ বলেছেন: অরে একই গোয়ালের গরু গুলা এক জায়গায় হইছে সব দেখি মার্কা মারা জয় বাংলার লোকজন এখানে ওরাই লেখে ওরাই কমেন্ট করে ওরাই হাততালি দেয়
১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৩
আহা রুবন বলেছেন: জয়বাংলার গোয়ালে আপনাকে স্বাগতম।
৭| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৪
আমি নই বলেছেন: ভালোইতো, উনি আপনাদের ঐতিহ্য কনটিনিউ করতেছেন। আগে সাবেক প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিতেন তারপর আরাফাত সাহেব ব্যাখ্যা নিয়ে হাজির হতেন, বলতেন প্রধানমন্ত্রী আসলে বলতে চেয়েছেন.........
১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৯
আহা রুবন বলেছেন: সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বাতিল মাল। শিক্ষকরা আন্দোলন করতে করতে ক্লান্ত হয়ে গেলে তাদের সঙ্গে আলোচনা করবেন, তার পিয়ন চারশ কোটি টাকার মালিক, ছাত্রদের আন্দোলনে রাজাকারের নাতিপুতি প্রসঙ্গের কথা যে বলতে পারে সে প্রধানমন্ত্রী পদের উপযু্তক্ত নয়। বর্তমান প্রধান উপদেষ্টাও একই জিনিস!
৮| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:০৯
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: আপনারা, মানে পালিয়ে যাওয়া স্বৈরাচারের এতিম সমর্থকেরা ব্লগে এবং ফেসবুকে যেভাবে ইউনুস সরকারের বিরুদ্ধে সোচ্চার , তারা যদি সম্মিলিত ভাবে রাস্তায় নেমে আন্দোলন শুরু করতেন, তাহলে এতোদিনে এই সরকারের পতন নিশ্চিত হয়ে যেতো । অবশ্য রাস্তায় স্বৈরাচার বিরোধী ছাত্র-জনতা এখনো সক্রিয় রয়েছে। পাগলা কুকুর আর স্বৈরাচারের প্রেতাত্মাদের দেখলেই তারা মুগুর নিয়ে তেড়ে আসবে। আপনাদের রক্ষা করার জন্য এখন পুলিশও এগিয়ে আসপে না। অতএব সাধু সাবধান।
১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪১
আহা রুবন বলেছেন: সাবধান করার জন্য অনেক ধন্যবাদ।
৯| ১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:২২
আহরণ বলেছেন: Reset button এ চাপ দেয়া হয়েছে। এখন ইউনুস সাহেবের বাপ বলতে কেউ নাই। Gone........
১১ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৮
আহা রুবন বলেছেন: শেখ হাসিনার বিরোধীতা তিনি করতেই পারেন, কিন্তু বঙ্গবন্ধুকে তিনি সহ্য করতে পারেন না কেন; বুঝলাম না।
১০| ১১ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কি এমন কঠি বাক্য উনি কহিয়াছেন যে তাহা ব্যাখ্যা করিবার জন্য বড় বড় সাংবাদিকদেরকে মাঠে নামিতে হইলো?
১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯
আহা রুবন বলেছেন: তিনি বড় মানুষ। তার কথাবার্তাই অন্য স্তরের!
১১| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেস উইং থেকে ব্যাখ্যা না দিলেও চলত। আসলে উনি যাদের নিয়ে আছেন তাদের কাছে একাত্তর কিছুই না। তারা চব্বিশকে একাত্তরের বিপরীতে দাঁড় করাতে চাচ্ছেন। সফলও হচ্ছেন। তবে এটা সাময়িক।
১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩
আহা রুবন বলেছেন: তারা চব্বিশকে একাত্তরের বিপরীতে দাঁড় করাতে চাচ্ছেন। সফলও হচ্ছেন। তবে এটা সাময়িক। সত্যকে ছা্ইচাপা দিয়ে বেশি দিন রাখা যায় না।
১২| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৭
ক্লোন রাফা বলেছেন: দেশের প্রতি আনুগত্য কিংবা কমিটমেন্ট কোনটাই নেই তার । দেখা যাক ব্যাবসায়িক বুদ্ধিবৃত্তিক প্রতিভা দিয়ে কি করেন উনি!
১২ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
আহা রুবন বলেছেন: দেশটাকে লেজেগোবরে করা ছাড়া ভাল কিছু করতে পারবেন বলে মন হয় না। দুই মাস তো হল!
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২২
সোনাগাজী বলেছেন:
অনেকদিন থেকে এই ধরণের ১টা পদের জন্য ঘুরঘুর করছিলেন, ৮৪ বছর বয়সে পেয়ে, খুশীতে মগজ হারায়ে ফেলেছেন!