নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে ও চিন্তা করতে ভালবাসি। ছোট গল্পের সাথে সাথে ব্লগ লিখি।

আহা রুবন

পড়তে ও চিন্তা করতে ভালবাসি। ছোট গল্পের সাথে সাথে ব্লগ লিখি।

আহা রুবন › বিস্তারিত পোস্টঃ

দিন বদলের দিন

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯



কম্পমান সোনালী রোদ্দুর লেপের তলা ছেড়ে
উঁকি মারে মাকড়সার সেতারে
বসন্তের সুর তোলে—মগ্ন রবি শঙ্কর
বিরামহীন ক্ষুধার্ত-ধ্যানে
ভগবান স্বয়ং মরতে উপস্থিত

মুগ্ধ সূর্যের দাঁত—চিনচিনে ঝলক

বৃক্ষ চুড়োয় প্রেমিকের কবিতা আবৃত্তি। পুরুষ পক্ষীরাজি
প্রেমিকার মনোরঞ্জনে খাওয়া ভুলে গান গেয়ে গলা ভাঙ্গে।
ক্লান্ত প্রেমিকের সুর—সতর্ক শিকারি
ধেয়ে আসে তীর। একটি বসন্ত থেমে যায়
প্রেমিকার কাটে ঘোর
ডানায় ছটফটে আর্তনাদ—

ভেসে আসে দূর পাহাড়ের লেবু পাতার
নতুন সুগন্ধ-সুর
ভুলে যেতে হয় পুরাতন কবি, পুরাতন কণ্ঠ—
পুরনো বাসর।

সঙ্গম শেষে চুমু খেয়ে ঝরে পড়া মৌমাছি,
এক পিতা। সযত্নে তুলে নেয় এক নীল ঠোঁট—

বিবর্ণ পল্লব সব মায়া ছেড়ে ভান করে প্রজাপতির,
বসন্ত নিয়ে আসে ঈশ্বরদের, নিয়ে আসে সাহস
মৃত্যুতে পূর্ণ হয় প্রেমজ পিতা
বসন্ত নিয়ে আসে পিতা আর ঈশ্বরের মুখ।


ছবি - গুগল

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:

"ক্লান্ত প্রেমিকের সুর—সতর্ক শিকারি
ধেয়ে আসে তীর। একটি বসন্ত থেমে যায়
প্রেমিকার কাটে ঘোর
ডানায় ছটফটে আর্তনাদ— "

যুগে যুগে কবিতে কবিতে মিল:

"যবে খরতর শরে, গহন কাননে,
ক্রৌন্চবধু সহ ক্রৌন্চে নিষাদ বিধিলা,"

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

আহা রুবন বলেছেন: সব শিয়ালের এক রা... !:#P

২| ০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১২

রিকতা মুখাজীর্র্ বলেছেন: শুরুটা বেশ ভালো...........শুভকামনা.....।

০৩ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০

আহা রুবন বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৩১

ধ্রুবক আলো বলেছেন: বেশ কঠিন অর্থবোধক, তবে লেখাটা ভালো লাগছে।

০৩ রা মার্চ, ২০১৭ রাত ৮:৪৭

আহা রুবন বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় পাঠক।

৪| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:০৫

বিলিয়ার রহমান বলেছেন: একটি বসন্ত থেমে যায়
প্রেমিকার কাটে ঘোর
ডানায় ছটফটে আর্তনাদ—

ভেসে আসে দূর পাহাড়ের লেবু পাতার
নতুন সুগন্ধ-সুর
ভুলে যেতে হয় পুরাতন কবি, পুরাতন কণ্ঠ—
পুরনো বাসর।


ভালো হয়েছে !!

তবে সমস্যা হল এটা পাঠের পর আবার কোন নারী কবি উল্টো কায়দায় কিছু লিখে ফেলেন কিনা সেটি!:)

০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪০

আহা রুবন বলেছেন: হা হা হা.... =p~ ভাগ্যিস আমার ব্লগে নারীদের আনাগোনা কম! ;)

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:

বাহ ! খুব সুন্দর কবিতা লিখেছেন তো আপনি ।
আগে জানতাম শুধু আপনি গল্পের যাদুকর, এখন দেখি কবিও ...
আরো বেশি বেশি করে কবিতা লিখুন ।
শুভ কামনা রইলো ।

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৬

আহা রুবন বলেছেন: মাঝে মাঝে শিশুরাও বড়দের মত পাকা পাকা কথা বলে... তেমনি হঠাৎ করে আমিও... =p~

৬| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৭

আহা রুবন বলেছেন: আপনার ব্যস্ততার দিন শেষ হোক। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৩

মোঃ কাওছার ইসলাম বলেছেন: ভালো লাগল।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭

আহা রুবন বলেছেন: ধন্যবাদ।

৮| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৫

গেম চেঞ্জার বলেছেন: পুরোটা পড়বার পরে বুঝে নিলাম ইহা বাতাস বদলের মানে শীতের মৌসুম শেষ হইবার কথা বলা হইতেছে! ;)

১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৯

আহা রুবন বলেছেন: ঘটনা সত্য! তবে বুড়া-বুড়িদের কথা বলা হয় নাই!! :>

৯| ১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:০২

চাঁদগাজী বলেছেন:


আপনি সাধারণ মানুষের জীবনের উপর কিছু গল্প লিখে নিজকে পরীক্ষা করে দেখতে পারেন।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ১২:১২

আহা রুবন বলেছেন: চেষ্টা করে দেখব।

১০| ১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:০৭

ডঃ এম এ আলী বলেছেন: দারুন কবিতা
ক্লান্ত প্রেমিকের সুর—সতর্ক শিকারি
ধেয়ে আসে তীর। একটি বসন্ত থেমে যায়
প্রেমিকার কাটে ঘোর
ডানায় ছটফটে আর্তনাদ—


এমনি একটি ঘটনা হতে মহামুনি বাল্মিকি রচনা করেন রামায়ন,
যখন তিনি ধ্যনে বসে ছিলেন অশুকবনে সেসময় গাছের ডালে বসা
ক্রৌঞ্চের বুকে শিকাড়ী ব্যাধ তীরহানে । শরাহত ক্রৌঞ্চের ব্যথায় সাথী
ক্রৌঞ্চী বিলাপ করতে থাকে ।
ক্লৌঞ্চীর ক্রন্দন শুনে বাল্মিকীর ধ্যান ভেঙ্গে যায় ও মনে করুন ব্যথার ভাব জাগায় ।
সে্ই ব্যাথাতুর ভাব দিয়ে ছন্ন্দের তালে, ছন্দময় কথায় বাল্মিকী ব্যধকে দেন শাপ ।

শরাহত ক্রৌঞ্চ ক্রৌঞ্চীর ব্যথায় অভিশিক্ত বাল্মিকীর মনে যে কাব্যিক ছন্দ জেগে উঠে
সেই ছন্দের ক্ষমতা দিয়ে রামায়ন রচনা করার জন্য ভগবান দুত মহর্ষি নারদ বাল্মিকীকে
বার্তা দিয়ে যান । সে থেকেই রামের জন্মের পুর্বে লিখা হয় রামায়ন ।

আর রবিন্দ্রনাথ লিখেন তার বিখ্যাত ভাষা ও ছন্দ কবিতা ।
যার একটি স্তবক নীচে দেয়া হল ।

নব ছন্দ ; বেদনায় অন্তর করিয়া বিদারিত
মুহূর্তে নিল যে জন্ম পরিপূর্ণ বাণীর সংগীত ,
তারে লয়ে কী করিবে , ভাবে মুনি কী তার উদ্দেশ —
তরুণগরুড়সম কী মহৎ ক্ষুধার আবেশ
পীড়ন করিছে তারে , কী তাহার দুরন্ত প্রার্থনা ,
অমর বিহঙ্গশিশু কোন্‌ বিশ্বে করিবে রচনা
আপন বিরাট নীড় । — অলৌকিক আনন্দের ভার
বিধাতা যাহারে দেয় , তার বক্ষে বেদনা অপার ,
তার নিত্য জাগরণ ; অগ্নিসম দেবতার দান
ঊর্ধ্বশিখা জ্বালি চিত্তে আহোরাত্র দগ্ধ করে প্রাণ ।



এখন কথা হল আপনার কবিতার এত সুন্দর ছন্দ দিয়ে রচিবেন কার জন্য
কাকে করবেন কবিতার ছন্দগাথায় মহিয়ান !!! :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন ।

১৯ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৩

আহা রুবন বলেছেন: আপ্লুত!!!
রামায়ন সৃষ্টির পূর্বকথা অল্প কথায় সুন্দর করে তুলে ধরেছেন। জানতাম কিছুটা, পরিষ্কার করলেন। অনেক ধন্যবাদ।

১১| ২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৭

মাঝিবাড়ি বলেছেন: ধেয়ে আসে তীর। একটি বসন্ত থেমে যায়
প্রেমিকার কাটে ঘোর
ডানায় ছটফটে আর্তনাদ!!

অসাধারণ লেগেছে

২০ শে মার্চ, ২০১৭ রাত ১২:২৯

আহা রুবন বলেছেন: ভাল লেগেছে জেনে আনন্দিত! শুভ কামনা রইল।

১২| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার কাছে একটু কঠিন মনে হলো ভাব কথা। তবে যথেষ্ট ভালো লাগলো পড়ে। দুইবার পড়েও রহস্য ভেদ করতে পারলাম না। আপনাকে গল্প আলোচনা লেখতেই বেশি দেখি। কিন্তু এত সুন্দর ভিতর নাড়িয়ে দেয়া কবিতা লেখেন জানতাম না। অনেক অনেক মুগ্ধতা রেখে গেলাম ভাই।
শুভকামনা সবসময়।

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮

আহা রুবন বলেছেন: মৃত্যুতে পূর্ণ হয় প্রেমজ পিতা
বসন্ত নিয়ে আসে পিতা আর ঈশ্বরের মুখ।
পাখি জোড়া বাঁধার আগে স্ত্রী পাখিকে পুরুষটি আকৃষ্ট করতে অবিরাম গান গায়। খাওয়া বাদ দিয়ে দেয়, আবার শিকারী সে মানুষ বা সর্প, নেউল যাই হোক তার অবস্থান সহজে জেনে যায়। মোট কথা বংশ বৃদ্ধির প্রয়োজনে পাখি নিজেকে বিপন্ন করে তোলে। আবার মা মাকড়সা পেটে ডিম নিয়ে মারা যায়, সন্তানেরা মায়ের দেহ খেয়ে বেঁচে থাকে, বড় হয়। পুরুষ মৌমাছি সঙ্গমের পর অবসন্ন হয়ে পড়ে, শেষে মারা যায়। দেখবেন গাছ তলায় অনেক সময় মৌমাছি পড়ে আছে, ওগুলো মিলন শেষে মারা গিয়েছে। মৃত্যুর ভেতর দিয়েই প্রকৃতি নতনত্ব ফিরে পায়, কিছু সৃষ্টি করে যেন সে ঈশ্বর হয়ে ওঠে। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.