নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে ও চিন্তা করতে ভালবাসি। ছোট গল্পের সাথে সাথে ব্লগ লিখি।

আহা রুবন

পড়তে ও চিন্তা করতে ভালবাসি। ছোট গল্পের সাথে সাথে ব্লগ লিখি।

আহা রুবন › বিস্তারিত পোস্টঃ

গলুইয়ের পর ঝরে যায় পূর্ণিমা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

ছিপ ফেলে বসেছিলাম আমরা
কুমারদহর বাঁকে
এখানেই খানিক জল হাঁটু গেরে বসে। বিষণ্ণ মুখে—
বাকি সব খাঁ খাঁ স্মৃতি উত্তাল যৌবনের
অদূরে ডিঙ্গিগুলো, চুবিয়ে রেখেছে গ্রামবাসী
নয়ত ফেটে যাবে রোদে

মাথা বের করে আছে সব, কালো মহিষের মতো

গলুইয়ের পর ঝরে যায় পূর্ণিমা— চুপিচুপি
চুইয়ে নামছে জলে
জলপরীদের গায়ে
নেচে যায় তারা হাওয়ায়। খসে পড়ে নূপুর

কারও বুকের ঘ্রাণ অথবা ভাঁট ফুলের—
নেশাগ্রস্থ করে রাখে সারারাত।
আমরা দুজন জেগে শুধু পৃথিবীর তীরে

না কোনও মাছ জোটেনি কারও
খালুই ভর্তি করে এনেছি ফাল্গুনের জ্যো‍ৎস্না।

আহা রুবন

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: ভাই এক কথায় দুর্দান্ত লিখেছেন।
অপরিসীম মুগ্ধতা।

অনেক অনেক ভাল লাগা রইল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

আহা রুবন বলেছেন: উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২০

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

আহা রুবন বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.