নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। আশা করি ২০২৪ সাল সবার জন্য ভালো যাক এই দোয়া করি। অনেক দিন পর ব্লগ লিখতে বসলাম। আসলে আমেরিকায় মানুষ পুরাই রবোট হয়ে যায়। রবোটের মতো চলাফেরা করতে হয়। সময় বের করে অন্য কিছু করাটা খুবই মুশকিল হয়ে যায়। কতোদিন চিন্তে এসছিল যে বহুদিন ধরে ব্লগ লেখা হয় না কিন্তু লিখবো যে সেটার সময়টাই পাচ্ছিলাম না।
আজকে যে সিনেমা নিয়ে লিখবো সেটা ২০২৩ সালের একটি সিনেমা এবং ২০২৩ সালেই আমার সিনেমাটি দেখা। যদিও অক্টোবর মাসে দেখেছিলাম কিন্তু লেখা হয়ে উঠেনি কখনো। সিনেমাটির নাম: The Nun II। এটি ২০১৮ সালে নির্মিত The Nun এর সিকুয়েল। The Nun এর থেকে এই The Nun II আরো ভয়ের, তবে কিছু জায়গায় মনে হয়েছে অযথা ভয়ের দৃশ্য দেখানো হচ্ছে। দফায় দফায় ভয় দেখানোর কোনো মানে নেই। আর শক্ত গল্প থাকলে সিনেমার মান আরো বেশি ভালো হয়।
এই সিনেমা খুব যে খারাপ সেটা বলবো না তবে মনে হয়েছে কিছু জায়গায় খামাখা ভয়ের সীন দেখানো হয়েছে। হরোর মুভি দেখে ভয়ের দৃশ্য দেখাতে হবে তাই দেখিয়েছে। গল্পটি আরেকটু ভালোমানে হওয়া উচিত ছিল। সিনেমার পুরো শুটিং হয়েছে ফ্রন্সের বিভিন্ন জায়গায়। Taissa Farmiga, Jonas Bloquet, Storm Reid অভিনীতি এই সিনেমার পরিচালক হলেন Michael Chaves।
আপনারা নিজ দায়িত্বে এই সিনেমা দেখতে পারেন। আমি ৬/১০ দেব।
২| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: ভয় পেয়েছি ছবিগুলো দেখে।
"আয়নাবিবির পালা" সিনেমাটির রিভিউ দিবেন?
নতুন বছরের শুভেচ্ছা।
৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: মুভিটা দেখেছি।
৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৯
মোগল সম্রাট বলেছেন:
এই মুভিটা দেখি নাই ।
হেপি নিউ ইয়ার।
৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গল্পটা বল্লে ভালো বুঝতাম,
যাক সময় করে দেখে নেবো ।
..................................................................
তবে ভালো হয় বাংলা বা হিন্দী ছবির রিভিউ দেয়া , তাহলে
আমাদের দর্শকরা দেখে মজা পাবে ।
নববর্ষের শুভেচ্ছা থাকল ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১
নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...