নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

মহানগর-২ ওয়েব সিরিজ রিভিউ।

২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৭:১১



গত কয়েকদিন ধরে ফেসবুকে সবাইকে দেখছি আশফাক নিপুনের মহানগর-২ নিয়ে আলোচনা করতে। সবার মুখে শুধু প্রশংসা আর প্রশংসা। সীজন ১ টা আমার আগেই দেখা হয়েছিল আর আমিও সিজন ২ দেখার অপেক্ষায় ছিলাম। অবশেষে হৈচৈ-তে সাবস্ক্রাইব করে মহানগর-২ দেখে শেষ করলাম। বলতে গেলে দুইদিনেই দেখে শেষ করেছি গোটা সীজন। প্রথম দিন দেখেছিলাম ৪টা পর্ব আর পরের দিন দেখলাম বাকিগুলো। এতো চমৎকার করে নির্মাণ করা হয়েছে যা ভাষায় বুঝানো যাবেনা। সত্যিই আশফাক নিপুনের এটি অসাধারণ কাজ।

মোশাররফ করিমকে নিয়ে আর কিইবা বলবো! তার অভিনয় এতো নিখুঁত তা তার অভিনয় দেখলেই বুঝা যায়। আসলে এই দ্বিতীয় সীজনে প্রতিটি শিল্পীই তাদের নিজেদের চরিত্র দূুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। মোশাররফ করিম এমনভাবে তার চরিত্রটা ফুটিয়ে তুলেছে যেন এক সময় মনে হচ্ছে সে খারাপ লোক আবার আরেক সময় মনে হচ্ছে সে আসলেই একজন ভালো মানুষ।

ফজলুর রহমান বাবুর অভিনয়টাও ছিল দেখার মতো। এছাড়াও আরো যারা অভিনয় করেছেন তাদের মধ্যে রয়েছে আফসানা মিমি, অনির্বাণ ভট্টাচার্য্য, বৃন্দাবন দাস, দিব্য জোতি ও তানজিকা আমিন। তানজিকা আমিন ও দিব্য জোতির সাবলীল অভিনয় বেশ ভালো লেগেছে আমার। আসলে নির্মাতা প্রত্যেকটি শিল্পীর কাছ থেকেই চরিত্রগুলো বের করে আনতে ১০০ ভাগ সক্ষম হয়েছেন।

আশফাক নিপুনের কাজ আমার বেশ ভালো লাগে। এরকম কাজ আমরা আরোও দেখতে চাই, এবং আমি চাই আশফাক নিপুন ওয়েব সিরিজের পাশাপাশি সিনেমাও নির্মাণ করুক। আমি মহানগর-২ সীজনকে ১০/১০ দিব।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:৫৫

শায়মা বলেছেন: খুব সুন্দর পজিটিভ রিভিউ!

২| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই সংক্ষিপ্ত হয়ে গেছে রিভিউটা। তবে ভালো লিখেছেন।

ওসি হারুনের চরিত্রের ব্যাপারে যা বলেছেন, তার সাথে আমি পুরোপুরি একমত। কখনো মনে হয়েছে এটা সৎ চরিত্র, আবার 'ওসি হারুন কী না করতে পারে?', কিংবা ওসি হারুনের শেষ দৃশ্যের কথা 'ফাঁকি দিয়া চলে আসছি' শুনে মনে হয়, এটা একটা অসৎ চরিত্র। শেষ দৃশ্যে তাকে খুন কেন করা হলো, এটা যেমন একটা রহস্য, আবার এটা থেকেও মনে হয়, সে দোষী ছিল বা অসৎ চরিত্র। এমনও হতে পারে, কাহিনিকার নিজেই বুঝে উঠতে পারেন নি, ওসি হারুনকে কোন লাইনে দাঁড় করাতে চেয়েছিলেন, আর কোন লাইনে ওটা দাঁড়িয়ে গেছে।

পরিচালকের দুর্দান্ত ক্রেডিট এখানেই যে, প্রতিটা ক্যারেক্টারই তাদের নিজ নিজ ভূমিকায় সর্বোচ্চ পারফরম্যান্স শো করতে পেরেছেন। তানজিকা আমিনের সাথে যে রিপোর্টার ছিল, তার নাম জানি না (সম্ভবত জয়রাজ), কিন্তু টিভি নাটকে তার অভিনয় ভালো লাগে, - এ রিপোর্টারের অভিনয় ছিল আমার মতে সবচাইতে সেরা।

সাধারণ দর্শক হিসাবে এ সিরিজে আটকে থাকার মতো এলিমেন্ট আছে।

পলিটিক্যালি যদি বলতে বলেন, তাহলে এটা একটা জগাখিঁচুড়ি হয়ে গেছে - সব রাজনৈতিক দলকেই খুশি করার চেষ্টা করা হয়েছে। ফলাফল - হয় সবাই খুশি হবে, অথবা সবাই ক্ষিপ্ত হবে।


৩| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: এখনও দেখিনি।
আগে দেখি তারপর মন্তব্য করবো।

৪| ২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৩৭

শেরজা তপন বলেছেন: ছবিটা করে আশফাক নিপুন পলিটিক্যালি একটু বেকায়দায় পড়ে গেছেন

৫| ২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৬

ডার্ক ম্যান বলেছেন: আশফাক নিপুণকে কিছুটা আমার বাম ঘেষা মনে হয়। সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।
মহানগর ২ আমার তেমন ভালো লাগে নি। শেষের দৃশ্যে ওসি হারুনের মৃত্যু কিছুটা চমক জাগানিয়া।
রজব আলী আর মেয়র আপা অনেকটা নারায়ণগঞ্জ শহরের কথা মনে করিয়ে দেয়।

৬| ২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: চমৎকার রিভিউ।
একটা জিজ্ঞাসা :
হৈচৈ কিভাবে সাবস্ক্রাইব করেন? মাই জিপি এপস থেকে নাকি ক্রেডিট কার্ড?

০২ রা মে, ২০২৩ সকাল ৭:৫৭

রিনকু১৯৭৭ বলেছেন: আমি আমেরিকায় থাকি, ৯ ডলার প্রতি মাসে দেওয়া লাগে।

৭| ৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রিভিউটা ভালো হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.