নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

Holy Spider (2022) সিনেমা রিভিউ।

২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:১০



Holy Spider হলো ২০২২ সালের ইরানিয়ান একটি crime thriller সিনেমা যেটার পরিচালনায় ছিলেন Ali Abbasi। ইরানিয়ান সিনেমা আমার এমনিতেই খুব ভালো লাগে কারণ তাদের সিনেমার গল্পগুলো বেশ চমৎকার হয়। তবে এই সিনেমাটি ভালো গল্পের পাশাপাশি "অন্য মাত্রা" যোগ করেছে। "অন্য মাত্রা" বলতে বুঝাচ্ছি যে এই সিনেমাতে নারীরা সিগারেট ধরানো থেকে শুরু করে পুরুষ মানুষের সাথে অন্তরঙ্গ মূহুর্তের সব দৃশ্য রয়েছে এই সিনেমায়। পাশ্চাত্যের দেশের সিনেমায় এসব তেমন কিছুই নয় তবে ইরানের মতো একটি রক্ষণশীল দেশে এমন সিনেমা সত্যিই অবাক করেছে।



সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমাটি। একজন লোক সে ইরানের মাশাদ শহরে বসবাস করে তার পরিবারের সাথে। তার পরিবারে রয়েছে তার স্ত্রী ও একটি ছেলে-মেয়ে। লোকটির চরিত্রটা অনেকটা Dr. Jekyll and Mr. Hyde এর মতো। তার পরিবারের সাথে সে এক রকম আবার রাতের বেলায় সে হয়ে যায় হিংস্র এক পশু। পশু এই জন্য বললাম, রাতের বেলায় সে শহরের পতিতাদের খুঁজে বেড়ায়। যাকে পছন্দ হয় তাকে নিয়ে যায় তার সাথে। এরপর সে সেসব পতিতাদের নৃশংসভাবে খুন করে। এইভাবে সে বহু মেয়েকে খুন করে বেড়ায়। সে খুন করে কারণ তার মতে সেসব মেয়েরা সমাজটাকে নষ্ট করছে।

ঐদিকে এক নারী সাংবাদিক এই রিপোর্ট নিয়ে তদন্ত করা শুরু করে। সে শেষমেষ আসল খুনি কে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সক্ষম হয়। আমার বেশ ভালই লেগেছে সিনেমাটি।

আমি ৮.৫/১০ দেব।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১০:০৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ডাউনলোড করলেন কোত্থেকে ? আমি তো কোথাও পাচ্ছি না !

২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৬

রিনকু১৯৭৭ বলেছেন: নেটফ্লিক্সে আছে।

২| ২৬ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: এই মুভি কোথায় পাবো? সাবটাইলে সহ কোথায় পাবো?

২৬ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৭

রিনকু১৯৭৭ বলেছেন: নেটফ্লিক্সে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.