নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
বেশ কিছুদিন পর দক্ষিণ কোরিয়ার একটি সিনেমা দেখলাম নাম Kill Boksoon। এটি ২০২৩ সালের একটি এ্যাকশন সিনেমা এবং যারা এ্যাকশন সিনেমা দেখতে পছন্দ করেন তারা বেশ মজা পাবেন এই সিনেমাটি দেখে। আমার আসলে কোনো পরিকল্পনা ছিলনা দেখার, হুট করেই দেখে ফেলা যেটা কে বলে সেটাই হয়েছে।
সিনেমাটি আমার কাছে খারাপ লাগেনি। এ্যাকশন দৃশ্যগুলো দেখার মতো, আসলে দক্ষিণ কোরিয়ার সিনেমার বেশ মানের হয় সেটা আমরা কম বেশী সকলেই জানি। তাদের সিনেমা আমার বেশ ভালো লাগে। সিনেমাটি কিছুদিন আগে নেটফ্লিক্সে রিলিজড হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই সেরা ১০ সিনেমার তালিকায় পৌছে যায়।
সিনেমার চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন Byun Sung-hyun। অসাধারণ লেগেছে তার কাজ। তার আগের কোনো সিনেমা আমার দেখা হয়নি তবে এই Kill Boksoon দেখার পর তার আগের সিনেমা, যেমন The Merciless ও Kingmaker এগুলোও দেখবো সময় পেলে।
সামান্য একটু কাহীনিটা বলি যাতে স্পয়লার না হয়ে যায়। Boksoon এক মহিলার নাম, যার রয়েছে এক টিনেজ মেয়ে। সে একদিকে যেমনতার সংসার সামলায় আরেক দিকে তার কাজকেও সামলাতে হয়। তার কাজ আর যেনতেন কাজ নয়। সে মানুষ খুনের কাজ করে যাকে ইংরেজিতে বলে Assassin। তাকে Contract Killer-ও বলা যেতে পারে।
আমি ৯/১০ দেব। আপনারা সময় পেলে দেখবেন।
২| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৪
নতুন বলেছেন: আমি শুরু করেছিলাম, শেষ করা হয় নি। একশন দৃশ্য দেখে ভালো লেগেছে।
৩| ১২ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: রমজান তাই মুভি কম দেখছি।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪০
মোহাম্মদ গোফরান বলেছেন: কাহিনীর সামন্য টুকু পড়ে মন্র হল মুভিটা দারুণ হবে।