নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি আর বলবো নিজের সম্পর্কে! কিছুই বলার নাই।

I love politics. I want death of those who killed our Army officers.

রিনকু১৯৭৭

দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।

রিনকু১৯৭৭ › বিস্তারিত পোস্টঃ

The Takeover (2022) সিনেমা রিভিউ।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১০:১৯



আমি একটা কথা আগেও বলেছি এখনো বলছি যে শুধু হলিউড বা বলিউডেই ভালো সিনেমা তৈরী হয়না, এর বাইরেও ভালো ভালো সিনেমা বানানো হয়। ঠিক সেরকমই একটা সিনেমা দেখা হলো নাম The Takeover। এটি নেদারল্যান্ড্সের একটি সিনেমা। এ্যাকশন, ক্রাইম, থ্রীলার ধরনের সিনেমা এটি। ভেবেছিলাম প্রথমে দেখবো না, পরে ভাবলাম দেখেই ফেলি। বেশ ভালই লাগলো আমার কাছে সিনেমাটি।

সিনেমাটিতে যারা অভিনয় করেছে তাদের কারোরই নাম আগে শুনি নাই। Holly Mae Brood, Geza Weisz, Frank Lammers রয়েছে সিনেমায় আর এটি পরিচালনা করেছে Annemarie van de Mond। পরিচালকের নামও আগে কখনো শুনি নাই। যাই হোক সিনেমা দেখার কথা দেখলাম। ভালো লাগলো তাই ব্লগ লিখলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে দেখে নিতে পারেন। নেটফ্লিক্সে দেখাচ্ছে এই ম্যূভিটি।

Mel Bandison, যার চরিত্রে অভিনয় করেছে Holly Mae Brood, সে একজন কম্পিউটার হ্যাকার। সে হ্যাক করে বড় বড় শিল্পপ্রতিষ্ঠান যারা অসাধু উপায়ে ব্যবসা করে। এমনই এক প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম হ্যাক করতে গিয়ে সে ঝামেলায় পরে যায়। ঐ প্রতিষ্ঠান এক বড় মাফিয়া। শুরু হয়ে যায় ধড়পাকড়। আমার কাছে চমৎকার লেগেছে দৃশ্যগুলো।

আমি ৭/১০ দেব।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

রাজীব নুর বলেছেন: গুড ওয়ান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.