নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
বেশ কিছুদিন পর আবার ব্লগ লিখতে বসলাম। আসলে গত দু'সপ্তাহ বেশ ব্যস্ত ছিলাম যার কারণে কোনো ব্লগ লেখা হয় নাই। আর সেইভাবে তেমন কোনো সিনেমা বা টিভি সিরিজও দেখা হয়ে উঠেনি। একেবারেই যে দেখিনি সেটা নয় তবে নামে মাত্র দেখা হয়েছে। আসলে অনেক ব্যস্ততার ভীতর গেছে। কাজের ব্যস্ততা ছিল তার ভীতর আবার টি-২০ এশিয়া কাপ দেখলাম, ঐ দিকে একটা পরীক্ষা দেবো সেটার ক্লাস শেষ করে পড়াশুনা করলাম, সব কিছু মিলে এখনো ব্যস্ত আছি। ভাবলাম এরই মাঝে একটা ব্লগ লিখে ফেলি।
আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো সেটা ২০২২ সালের সিনেমা: Goodnight Mommy। এটি আমেরিকান psychological thriller একটি সিনেমা। সিনেমায় অভিনয় করেছে নাওমি ওয়াটস। হলিউডে যেসব দূর্দান্ত অভিনেত্রী রয়েছেন নাওমি ওয়াটস তাদের মধ্যে একজন এটি নিয়ে কোনোই সন্দেহ নেই। তার অভিনয় আমার বরাবরই ভালো লাগে।
সিনেমাটির মধ্যে নেই কোনো মারপ্যাচ, নেই কোনো জটিলতা, নেই কোনো কঠিন গল্প। সোজাসাপ্টা একটা কাহীনি বানিয়ে সিনেমাটি বানানো হয়েছে। অন্তত আমার কাছে তাই মনে হয়েছে। সিনেমার মধ্যে বেশ সাসপেন্স রয়েছে যা দেখে দর্শকরা মজা পাবেন। শেষের দিকে ছোট্ট একটা টুইস্ট রয়েছে যা সিনেমার শেষ অংশ না দেখলে কোনোভাবেই বুঝা যাবেনা।
২০১৪ সালে অস্ট্রিয়া এরকম একটি সিনেমা বানিয়েছিল ঐ সিনেমারই রিমেক হলো এই ছবি। আপনারা দেখতে পারেন যদি সময় বের করতে পারেন সিনেমা দেখার জন্য।
আমি ৮/১০ দেব।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১৩
অপ্সরা বলেছেন: সিনেমা না দেখেই মনে হচ্ছে রাতের বেলা বাচ্চাদের মা ভূত হয়ে এসে দেখা করে ওদের সাথে।
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৯
শেরজা তপন বলেছেন: নাওমি ওয়াটস আমারও প্রিয় অভিনেত্রী!
একটুখানি কাহিনীর বর্ণনা দিতেন