নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
ইরানিয়ান-আমেরিকান পরিচালক Matt Eskandari এর সিনেমা Wire Room দেখা হলো। এটি ২০২২ সালের একটি এ্যাকশন সিনেমা যেখানে অভিনয়ে রয়েছেন আমার প্রিয় অভিনেতা Bruce Willis। Bruce Willis এর Die Hard সিনেমা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন সে এ্যাকশন সিনেমায় দাপটের সাথে অভিনয় করেন। আমরা এ্যাকশন সিনেমা বলতে Sylvester Stallone বা Arnold Schwarzenegger এর কথাই বলি কিন্তু Bruce Willis ও যে দাপটের সাথে এ্যাকশন সিনেমা করে সেটা নিয়ে তেমন কিছু বলিনা।
এই ৬৭ বছরে এসেও Bruce Willis চমৎকার অভিনয় করেছে এই সিনেমায়। এ্যাকশন সিনেমায় যেমন মারামারির দৃশ্য থাকা লাগে সেগুলো সবই ছিল এই সিনেমায়। আমি প্রথমে দেখতে চাই নাই। ভাবলাম Wire Room সিনেমা কিই বা আবার ছবি হবে! কিন্তু
দর্শকদের প্রথম দৃশ্য থেকেই আকৃষ্ট করে রাখার মতো একটি সিনেমা এটি।
মাত্র কয়েকজন শিল্পী নিয়ে নির্মিত এই সিনেমা পরিচালক দক্ষতার সাথেই বানাতে সক্ষম হয়েছেন। পরিচালক Matt Eskandari এর সাথে Bruce Willis এর বেশ সখ্যতাই রয়েছে। Bruce Willis এর আগেও তার বেশ কয়েকটা সিনেমায় অভিনয় করেছেন যেমন: Trauma Center (2019), Survive the Night (2020), Hard Kill (2020)।
এ্যাকশনের পর এ্যাকশন যদি দেখতে চান তাহলে এই সিনেমা দেখতে পারেন। আমি ৯/১০ দেব।
০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১৮
রিনকু১৯৭৭ বলেছেন: চমৎকার বলেছেন। ভালই লাগলো যে উইলিস আপনার প্রিয় অভিনেতা। সে সব সময় ঠান্ডা মাথায় থাকে এটাই ভালো লাগে।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্রুস উইলিসের দারুন ভক্ত আমি। তার একশনের মুভি গুলো স্ট্যালোন কিংবা শোয়ার্জনেগারের থেকে আলাদা। বাচ্চাকাচ্চাদের মুভির মত মনে হয় না। ব্রুস উইলিস আমার কাছে একশন হিরো নন।
sincity , armageddon, Pulp Fiction, sixth sense , Tears of the Sun এমন অনেক মুভি দেখে মুগ্ধ হয়েছিলাম।
বহুদিন সিনেমার বাইরে। এখন নতুন নতুন মুভির নাম দেখি শুধু। Wire Roomও দেখা হবে না।
বোঝা যাচ্ছে ব্লগার জ্যাকেল ব্রুস উইলিসের "ডাই হার্ড ফ্যান " !
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৬
জ্যাকেল বলেছেন: আমার প্রোপিকে যে ব্যক্তিকে দেখা যাইতেছে এতে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার কতটা ফেভারিট এই লোক। সবচেয়ে বেশি ভাল্লাগে যেইটা সেই জিনিসটা হইতেছে Action-এ লোকটার ক্লিয়ার কাট এটিটউড। কি বলেন?