নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ নিয়ে খুব চিন্তায় মগ্ন থাকি। ভালবাসি আমার এই দেশটাকে।
সেই ১৯৯৮--১৯৯৯ সালের দিকে যখন Chris Tucker ও Jackie Chan অভিনীত Rush Hour সিনেমা দেখেছিলাম তখন থেকে এখনো পর্যন্ত আমার কাছে এই সিনেমাটাই সেরা এ্যাকশন-কমেডি সিনেমার তালিকায় শীর্ষে ছিল। এ্যাকশন কমেডি সিনেমা ক্যাটাগরীতে এই সিনেমার ধারের কাছে অন্য কোনো সিনেমা আসতে পারিনি। তবে সেই ধারনা একটু হলেও চেন্জ হয়েছে যখন এই বছরের সিনেমা The Man from Toronto দেখলাম। কি অসাধারণ একটা সিনেমা। আমি সিনেমাটা দেখে হাসতে হাসতে শেষ। চমৎকার লেগেছে পুরো সিনেমাটি। আপনারা যারা এ্যাকশন কমেডি সিনেমা পছন্দ করেন তারা নেটফ্লিক্সে দেখতে পাবেন। অবশ্যই দেখবেন।
কেভিন হার্ট ও উডি হ্যারলসন অভিনয় করেছে এই সিনেমায়। সত্যি কথা বলতে কি উডি হ্যারলসনের অভিনয় আমার এমনিতেই বেশ ভালো লাগে। চমৎকারভাবে সে তার ক্যারাক্টর ফুটিয়ে তুলতে পারে। The Hunger Games সিনেমায় তার অভিনয় যেমন দূর্দান্ত ছিল ঠিক এই সিনেমাতেও তার অভিনয় ছিল দেখার মতো।
আর কেভিন হার্টের কথা কি আর বলবো! সে এমন ভঙ্গিতে কথা বলে সেটা দেখলেই হাসি চলে আসে। কেভিন হার্ট একটি জায়গায় যায় তবে যেখানে যাবার কথা সেখানে না গিয়ে সে ভুল করে অন্য ঘরে ঢুকে পরে। সেখানে একজন লোক থাকে তবে সে উডি হ্যারলসনের জন্য অপেক্ষা করছিল। সে ভেবেছিল কেভিন হার্টই উডি হ্যারলসন। এরপর শুরু হয় ভুল বুঝাবুঝি, মারামারি, হাসাহাসি। প্যাট্রিক হিউজ পরিচালিত এই সিনেমা আমি ৯.৯/১০ এ। আপনাদের যাদের মন মেজাজ খারাপ তারা এই সিনেমা দেখতে পারেন, মন ভালো হয়ে যাবে।
আমার একটা পডকাস্ট আছে সেখানে সিনেমা নিয়ে কথা বলি। আপনারা শুনে দেখতে পারেন। লিংক দিলাম নীচে।
https://anchor.fm/master-of-none/episodes/Operation-Mincemeat-Movie-Review-e1kglqt/a-a1blmtv
২| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:০১
রাজীব নুর বলেছেন: ''দ্যা গড মাস্ট বি ক্রেজি'' মুভি থেকেও কি এটা বেশির হাসির?
৩| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:৪৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি মুভি পাগলা ব্লগার। রিভিউ আরেকটু বিস্তারিত হলে পড়তে বেশ লাগে।
০১ লা জুলাই, ২০২২ সকাল ৯:০৮
রিনকু১৯৭৭ বলেছেন: ধন্যবাদ। এরপর থেকে আরেকটু বিস্তারিত লিখবো আসলে এতো সিনেমা দেখি তাই লেখার টাইম পাইনা।
৪| ০১ লা জুলাই, ২০২২ রাত ১০:০৪
মেহেদি_হাসান. বলেছেন: লিষ্টে রাখলাম দেখবো একসময়
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২২ রাত ১০:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবি দেখার সময় কোথায়?